এসএসসি প্রস্তুতি : ফিন্যান্স ও ব্যাংকিং

বহু নির্বাচনী প্রশ্ন

মো. মাজেদুল হক খান, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা  

১।    বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে প্রধান পার্থক্যের ক্ষেত্র কোনটি?

          ক. জামানত  খ. সময়

          গ. নিয়ন্ত্রণ    ঘ. সুদের হার

২।    বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?

          ক. লকার ভাড়া  

খ. বিনিয়োগ

          গ. বিনিময় বিল বাট্টাকরণ

          ঘ. ঋণের সুদ

          নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          রনি ও জনি—দুই বন্ধু মেয়াদ শেষে বীমা কম্পানি থেকে প্রত্যেকে এক লাখ করে টাকা পেল। রনির টাকা কর্ণফুলী ব্যাংকে জমা রাখল। জনি এই টাকা দিয়ে এবিসি কম্পানির শেয়ার কিনল।

৩।    রনির বিনিয়োগকৃত অর্থ থেকে আয়—

ক. ঝুঁকিপূর্ণ আয়         খ. ঝুঁকিমুক্ত আয়

          গ. অনিশ্চিত আয়        ঘ. অগ্রিম আয়

৪।    জনির বিনিয়োগকৃত অর্থের ক্ষেত্রে—

          i. লভ্যাংশের পরিমাণ নিশ্চিত

          ii. আয় স্থিতিশীল থাকবে না

          iii. প্রাপ্ত ও প্রত্যাশিত লভ্যাংশ সমান

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii        ঘ. i, ii ও iii

          উত্তর : ১. ক ২. ঘ ৩. খ ৪. ক।

Share this

Related Posts

Previous
Next Post »