Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

2 min read
বাংলা

তৈলচিত্রের ভুত

মানিক বন্দ্যোপাধ্যায়

১১। ‘তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?

ক) ছোট গল্প   খ) রচনা   গ) নাটক   ঘ) প্রবন্ধ

১২। ‘লাইব্রেরি’ কোন ভাষার শব্দ?

ক) ফরাসি   খ) ইংরেজি    গ) চীন  ঘ) জাপান

১৩. “তৈলচিত্রের দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে।” এখানে চোখ বলতে বুঝানো হয়েছে-

ক মামার দুই চোখ         খ অন্য মানুষের চোখে

গ ভূতের ভয়ঙ্কর চোখ   ঘ দুইটি বৈদ্যুতিক বাল্ব

১৪.দিনের বেলা তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন?                                  

ক দিনে ভূত থাকে না

খ দিনে বিদ্যুত্ থাকে না

গ. দিনে মেইন সুইচ অফ থাকে

ঘ দিনে রূপার ফ্রেমে বিদ্যুত্ প্রবাহিত হয় না

১৫.মামার শরীরে অশরীরী আত্মার প্রবেশ ঘটেছে নগেনের এমন ধারণার কারণ তার-

উচ্চতর দক্ষতা)

i. কুসংস্কারাচ্ছন্ন মন

ii. অজ্ঞানতা

iii. বৈজ্ঞানিক জ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?

ক i ও ii খ i ও iii গ ii ও iii                  ঘ i, ii ও iii

১৬.মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণ-                      

i. আত্মগ্লানি কমানো

ii. মামাকে শ্রদ্ধা জানানো

iii. মামার বাড়ি থেকে পালানো

নিচের কোনটি সঠিক?

ক i ও ii                      খ ii ও iii

গ ii ও iii                   ঘ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :

শ্রীলেখা গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে বাড়ির পিছনের ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিত্কার করে ওঠে।

১৭.উদ্দীপকের শ্রীলেখার সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার মিল রয়েছে? (প্রয়োগ)

ক. নগেন খ লেখক গ মামা ঘ পরাশর ডাক্তার

১৮.শ্রীলেখার ভয় পাওয়ার কারণ-উচ্চতর দক্ষতা

i. অজ্ঞতা

ii. কুসংস্কার

iii. মৃত আত্মা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii   খ i ও iiiগ ii ও iii  ঘ i, ii ও iii

১৯। ‘তৈলচিত্রের ভূত’ গল্পের ভাষা রীতি হচ্ছে ু

ক) সাধু      খ) চলিত

গ) আঞ্চলিক                ঘ) গুরুচন্ডালী

২০। রাত্রি শব্দের যথার্থ বিপরীত শব্দ হচ্ছে-

ক) দিবা  খ) দিন     গ) দিনমান       ঘ) দীন

২১। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত-

ক) সাঁওতাল পরগণা     খ) কুষ্টিয়া

গ) বরিশাল                 ঘ) যশোর

২২। ‘তৈল চিত্রের ভূত’ গল্পে লেখক নগেন ও পরাশর ডাক্তারের চরিত্র সৃষ্টিতে-

ক) দুর্বলতার পরিচয় দিয়েছেন

খ) সফল হয়েছেন

গ) অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন

ঘ) ব্যর্থ হয়েছেন

২৩।‘ঝনঝন’ শব্দটির ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?

ক) অনম্বয়ী                 খ) অনুকার অধ্যয়

 গ) অনুসর্গ  অব্যয়        ঘ) সমুচ্চয়ী অব্যয়

২৪। সাওতাল পরগনার দুমকার সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের মুল সম্পর্ক প্রকাশ পায় কোন বিষয়টির মাধ্যমে?

ক) জন্ম   খ) চাকরি   গ) বইপড়া   ঘ) মামীবাড়ি

২৫। ‘তৈলচিত্রের ভূত ’ গল্পের মূল বিষয় কী?

ক) কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা

খ) সাহসিকতা প্রদর্শন    গ) ভালোবাসা          

ঘ) শ্রদ্ধা

১১ক ১২খ ১৩ঘ ১৪ গ ১৫খ ১৬ক ১৭ক ১৮ক ১৯খ ২০খ ২১ক ২২খ২ ৩খ ২৪ক ২৫ক


মোস্তাফিজুর রহমান লিটন

সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
Labels : #JSC-Bangla-1st ,

Post a Comment