স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধ। এসো, তা হলে শুরু করা যাক।
প্রশ্ন: বিপরীত শব্দগুলো জেনে নিয়ে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
শব্দ -বিপরীত শব্দ
ঘুমন্ত -জাগ্রত
স্বাধীন- পরাধীন
সাধু -অসাধু
লোভী- নির্লোভ
সরল- গরল
ক. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে — মানুষের ওপর আক্রমণ করে পাকিস্তানি বাহিনী।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ করে পাকিস্তানি বাহিনী।
খ. দেশ — হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
উত্তর: দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
গ. এ দেশের কৃষকেরা — জীবন যাপন করে।
উত্তর: এ দেশের কৃষকেরা সরল জীবন যাপন করে।
ঘ. বাংলাদেশে অনেক — সন্ন্যাসী বাস করে।
উত্তর: বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে।
ঙ. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও —।
উত্তর: আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী।
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধ। এসো, তা হলে শুরু করা যাক।
প্রশ্ন: বিপরীত শব্দগুলো জেনে নিয়ে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
শব্দ -বিপরীত শব্দ
ঘুমন্ত -জাগ্রত
স্বাধীন- পরাধীন
সাধু -অসাধু
লোভী- নির্লোভ
সরল- গরল
ক. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে — মানুষের ওপর আক্রমণ করে পাকিস্তানি বাহিনী।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ করে পাকিস্তানি বাহিনী।
খ. দেশ — হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
উত্তর: দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
গ. এ দেশের কৃষকেরা — জীবন যাপন করে।
উত্তর: এ দেশের কৃষকেরা সরল জীবন যাপন করে।
ঘ. বাংলাদেশে অনেক — সন্ন্যাসী বাস করে।
উত্তর: বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে।
ঙ. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও —।
উত্তর: আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা এ দেশে কী করেছিল?
উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চ মধ্যরাতে ঢাকা শহরের মানুষের ওপর আক্রমণ চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে চালায় নির্মম হত্যাকাণ্ড। এ ছাড়া শহরজুড়ে চলতে থাকে তাদের নির্মম আক্রমণ। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী কেউ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারেনি। গুলি চালিয়ে, গ্রেনেড ফাটিয়ে আর আগুন ধরিয়ে পুরো শহরকে তছনছ করে দিয়েছিল। শুধু ২৫ মার্চ রাতেই নয়, এই হত্যাকাণ্ড চলতে থাকে পরবর্তী নয় মাস ধরে।
প্রশ্ন: রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে লেখ।
উত্তর: স্বাধীনতাযুদ্ধের সময় যেসব বাঙালি পাকিস্তানি সেনাদের সহায়তা করত, তারাই রাজাকার ও আলবদর।
মুক্তিযুদ্ধ শুরু হলে এ দেশের কিছু অসাধু, লোভী, পাষণ্ড ও দেশদ্রোহী যোগ দেয় ওই সব বাহিনীতে। ফলে যখন পাকিস্তানি সেনারা এ দেশে জুলুম চালায়, তখন তারা পাকিস্তানি সেনাদের নানাভাবে সাহায্য করতে থাকে। পাকিস্তানিদের সাহায্যকারী এসব মানুষকেই রাজাকার, আলশামস ও আলবদর বলা হয়। রাজাকার, আলশামস বাহিনীর প্রধান কাজ ছিল পাকিস্তানিদের সাহায্য করা। মানুষের সম্পদ ও খাবার লুট করে এরা পাকিস্তানিদের দিত। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের গতিবিধির খবর পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছে দিত। তাদের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের বাঙালি হত্যার পরিকল্পনাকে সফল করে তোলা।
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা এ দেশে কী করেছিল?
উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চ মধ্যরাতে ঢাকা শহরের মানুষের ওপর আক্রমণ চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে চালায় নির্মম হত্যাকাণ্ড। এ ছাড়া শহরজুড়ে চলতে থাকে তাদের নির্মম আক্রমণ। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী কেউ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারেনি। গুলি চালিয়ে, গ্রেনেড ফাটিয়ে আর আগুন ধরিয়ে পুরো শহরকে তছনছ করে দিয়েছিল। শুধু ২৫ মার্চ রাতেই নয়, এই হত্যাকাণ্ড চলতে থাকে পরবর্তী নয় মাস ধরে।
প্রশ্ন: রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে লেখ।
উত্তর: স্বাধীনতাযুদ্ধের সময় যেসব বাঙালি পাকিস্তানি সেনাদের সহায়তা করত, তারাই রাজাকার ও আলবদর।
মুক্তিযুদ্ধ শুরু হলে এ দেশের কিছু অসাধু, লোভী, পাষণ্ড ও দেশদ্রোহী যোগ দেয় ওই সব বাহিনীতে। ফলে যখন পাকিস্তানি সেনারা এ দেশে জুলুম চালায়, তখন তারা পাকিস্তানি সেনাদের নানাভাবে সাহায্য করতে থাকে। পাকিস্তানিদের সাহায্যকারী এসব মানুষকেই রাজাকার, আলশামস ও আলবদর বলা হয়। রাজাকার, আলশামস বাহিনীর প্রধান কাজ ছিল পাকিস্তানিদের সাহায্য করা। মানুষের সম্পদ ও খাবার লুট করে এরা পাকিস্তানিদের দিত। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের গতিবিধির খবর পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছে দিত। তাদের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের বাঙালি হত্যার পরিকল্পনাকে সফল করে তোলা।
প্রশ্ন: কোন শহিদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?
উত্তর: শহিদ বুদ্ধিজীবী প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে শত্রুসেনারা তাঁকে হত্যা করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
উত্তর: শহিদ বুদ্ধিজীবী প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে শত্রুসেনারা তাঁকে হত্যা করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
EmoticonEmoticon