তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সপ্তম শ্রেণি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৪
১৪. ইংরেজি লেখার জন্য কোন ফ্রন্টটি নির্বাচন করতে হবে?
ক. Times New Roman
খ. Sutonny MJ
গ. Saroda
ঘ. Sulekha
১৫. দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘কি’ কোনটি?
ক. f খ. g গ. a ঘ. b
১৬. ওয়ার্ড প্রসেসর কী?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. ফার্মওয়্যার ঘ. ওএস
১৭. মাইক্রোসফট ওয়ার্ড চালুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে?
ক. নতুন ফাইল
খ. নতুন ডকুমেন্ট
গ. নতুন হোমপেজ
ঘ. নতুন পেজ
১৮. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কি-বোর্ড লে-আউটের নাম কী?
ক. বিজয় কি-বোর্ড
খ. মুনীর কি-বোর্ড
গ. ন্যাশনাল কি-বোর্ড
ঘ. অভ্র কি-বোর্ড
১৯. ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে কবে থেকে?
ক. ২০০৩ সালের পর থেকে
খ. ২০০১ সালের পর থেকে
গ. ২০০২ সালের পর থেকে
ঘ. ২০০০ সালের পর থেকে
২০. বিনা মূল্যের বাংলা ইউনিকোড সফটওয়্যার কোনটি?
ক. অভ্র খ. প্রবর্তনা
গ. লেখনী ঘ. বিজয়
২১. অভ্র কত সালে প্রবর্তিত হয়?
ক. ২০০০ সালে খ. ২০০৭ সালে
গ. ২০০৪ সালে ঘ. ২০০৯ সালে
২২. প্রথম বাংলা টাইপের জন্য কি-বোর্ড লে-আউট তৈরি করেন কে?
ক. কবি জসীমউদ্দীন
খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
গ. শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী
ঘ. ডক্টর আবদুল্লাহ আল-মুতী
২৩. কোনো ডকুমেন্টকে সাজানোর প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. এডিটিং খ. ফরমেটিং
গ. প্রিন্টিং ঘ. কম্পোজ
২৪. ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কি-বোর্ডে কী লেখা যায়?
ক. গ ও ঘ খ. ক ও খ
গ. জ ও ঝ ঘ. চ ও ছ
২৫. ইংরেজি I বাটন দ্বারা বিজয় বাংলা কি-বোর্ডে কী লেখা যায়?
ক. গ ও ঘ খ. ক ও খ
গ. জ ও ঝ ঘ. হ ও ঞ
২৬. কোন যন্ত্র ছাপার জগত্ দখল করেছে?
ক. টাইপরাইটার খ. ফ্যাক্স
গ. কলম ঘ. কম্পিউটার
২৭. ডকুমেন্টকে কেন একটি নাম দিয়ে সংরক্ষণ করা হয়?
ক. হারানো থেকে রক্ষার জন্য
খ. ডকুমেন্ট ডিলিট করার জন্য
গ. লুকিয়ে রাখার জন্য
ঘ. ডকুমেন্ট সাজানোর জন্য
২৮. কোনটি ডকুমেন্ট সম্পাদনার কাজ?
ক. ফরমেটিং খ. প্রিন্ট নেওয়া
গ. অ্যালাইনমেন্ট ঘ. পেস্ট
২৯. অক্ষর ছোট বা বড় করা কোনটির কাজ?
ক. প্রিন্ট খ. ফরমেটিং
গ. সম্পাদনা ঘ. ব্যবস্থাপনা
৩০. তরুণসমাজের কাছে অভ্রের জনপ্রিয়তার কারণ কী?
ক. ফোনেটিক বাংলা টাইপিং
খ. বিনা মূল্যের সফটওয়্যার
গ. সহজে পাওয়া যায়
ঘ. ব্যবহার সহজ
৩১. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দ্বারা কম্পিউটারের কোন কাজটি করা হয়?
ক. ছবি আঁকা
খ. সারণি তৈরি করা
গ. ওয়ার্ড টাইপ করা
ঘ. পেজ কপি করা
৩২. ওয়ার্ড প্রসেসরে বিজয় কি-বোর্ড চালু করতে হলে কী করতে হয়?
ক. Alt ও B বাটন একসঙ্গে চাপতে হয় খ. Ctrl ও B বাটন একসঙ্গে চাপতে হয়
গ. Shift ও B বাটন একসঙ্গে চাপতে হয় ঘ. Ctrl, Alt ও B বাটন একসঙ্গে চাপতে হয়
৩৩. কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে থাকবে তা কীভাবে নির্ধারণ করা হয়?
ক. ফন্ট দ্বারা
খ. আন্ডারলাইন দ্বারা
গ. অ্যালাইনমেন্ট দ্বারা
ঘ. ফরমেটিং দ্বারা
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-৪
১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. গ
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
Labels : #Seven-ICT ,

Post a Comment