Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

জেএসসি পরীক্ষা - ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

2 min read
জেএসসি পরীক্ষা - ২০১৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্নত্তোর

প্রিয় শিক্ষার্থীরা, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ বিষয়ের ওপর বহুনির্বাচনি প্রশ্নত্তোর দেওয়া হলো।

অধ্যায়-১

০১। দ্বিমুখী যোগাযোগের উদাহরণ—
i. কম্পিউটার ii. টেলিফোন iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

০২। বর্তমানে নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?
ক. কম্পিউটার
খ. রেডিও
গ. মোবাইল
ঘ. ই-মেইল

০৩। ল্যাপটপের সঙ্গে কী ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়?
ক. ফ্যাক্স
খ. রেডিও
গ. মডেম
ঘ. মোবাইল ফোন

০৪। অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তিটি কী ছিল?
ক. তথ্যই মুক্তি
খ. সংযুক্তিই উত্পাদনশীলতা
গ. সংযোগই মুক্তি
ঘ. ইন্টারনেটই বিশ্ব

০৫। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের কী বাড়ে?
ক. উত্পাদনশীলতা
খ. গতিশীলতা
গ. গতি
ঘ. উত্পাদন

০৬। কী ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?
ক. মোবাইল
খ. টেলিভিশন
গ. রেডিও
ঘ. তথ্যপ্রযুক্তি

০৭। ভার্চুয়াল প্রতিষ্ঠানের কারণে কাজ করা যায়—
ক. ঘরে বসে
খ. অফিসে না গিয়ে
গ. যেকোনো স্থানে থেকে
ঘ. সবগুলো

০৮। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. কম্পিউটার
খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন
ঘ. অপটিক্যাল ফাইবার

# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজ থেকে ৫০ বছর পরের ঘটনা. রায়হান বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সাথে থাকা ফোনে ঢাকায় চিকিত্সকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে অপারেশন করেন।

০৯। রায়হান অসুস্থ হতো না—
i. জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে
ii. বান্দরবান বেড়াতে না গেলে
iii. তার শরীরের উপযোগী ঔষধ তৈরি করে খেয়ে নিলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক. কম্পিউটার
খ. রোবট
গ. আইসিটি
ঘ. ইন্টারনেট

১১। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় যোগাযোগের মাধ্যম হিসেবে কোনটি ব্যবহূত হয়েছিল?
ক. রেডিও
খ. টেলিভিশন
গ. কম্পিউটার
ঘ. ল্যান্ড ফোন

১২। ফটোগ্রাফি হলো—
ক. ভিডিও
খ. ভিডিও এডিটিং
গ. এডিটিং
ঘ. ছবি তোলা

১৩। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা—
ক. কাজের ক্ষেত্র তৈরি খ. বেকারত্ব
গ. দরিদ্রতা ঘ. অভাব

১৪। মোবাইলের বিল পরিশোধের জন্য দেশে কতটি বিল পরিশোধ কেন্দ্র গড়ে উঠেছে?
ক. প্রায় ১০ হাজার
খ. প্রায় ২০ হাজার
গ. প্রায় ৩০ হাজার
ঘ. প্রায় ৩০ লক্ষ

১৫। ই-মেইলের পূর্ণনাম—
ক. ইলেকট্রিক মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল
ঘ. ইলেকটিসিটি মেইল

১৬। আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম—
i. ফ্রিল্যান্সার ii. ওডেক্স iii. ইল্যান্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭। SMS-এর পূর্ণনাম—
ক. Short Message Service
খ. Short Message Serve
গ. Short Mobile Message
ঘ. Sort Memory Message.

সঠিক উত্তরঃ ০১। গ, ০২। ঘ, ০৩। গ, ০৪। খ, ০৫। ক, ০৬। ঘ, ০৭। খ, ০৮। ক, ০৯। খ, ১০। খ, ১১। ক, ১২। ঘ, ১৩। ক, ১৪। গ, ১৫। খ, ১৬। ঘ, ১৭। ক 
Labels : #JSC-ICT ,

Post a Comment