বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১। একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ১টি খ. ২টি গ. ৫টি ঘ. অসংখ্য
২। সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. টেলিভিশন খ. ইন্টারনেট
গ. কম্পিউটার নেটওয়ার্ক ঘ. রেডিও
৩। একটি নেটওয়ার্কে সার্ভার থাকতে পারে—
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. অনেক
৪। সার্ভার অর্থ কী?
ক. তথ্য বিলি করা খ. তথ্য গ্রহণ করা
গ. তথ্য সার্ভ করা ঘ. তথ্য পাঠানো
৫। ই-মেইল হলো—
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাকব্যবস্থা খ. ডাকব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
৬। ই-মেইল-এর পূর্ণনাম কী?
ক. ইলেকট্রিক মেইল খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল ঘ. ইলেকটিসিটি মেইল
৭। মিডিয়া হলো—
i. কো-অক্সিয়াল কেব্ল ii. টুইস্টেড পেয়ার কেব্ল
iii. অপটিক্যাল ফাইবার কেব্ল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?
ক. কো-অক্সিয়াল কেব্ল খ. টুইস্টেড পেয়ার কেব্ল
গ. অপটিক্যাল ফাইবার কেব্ল ঘ. ওয়্যারলেস পদ্ধতি
৯। NIC-এর পূর্ণনাম—
ক. Network Interface Card খ. Network In Card
গ. Network Internet Cable ঘ. Net Inter Card
১০। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?
ক. মডেম খ. ডোমেইন গ. ইউজার ঘ. সার্ভার
১১। Drop box কী?
ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে
খ. একটি মোবাইল ফোনের নাম
গ. একটি হার্ডওয়্যার ঘ. একটি ওয়েব ব্রাউজার
১২। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?
ক. নেটওয়ার্ক খ. প্রটোকল
গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার
১৩। বৃত্তাকার টপোলজি হবে—
ক. গোলাকার বৃত্তের মতো খ. গোলাকার
গ. বৃত্তের মতো ঘ. ত্রিভুজের মতো
১৪। টপোলজি হচ্ছে—
i. বাস ii. প্রাইভেট কার iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। স্টার টপোলজি হলো—
i. হাবের সঙ্গে যুক্ত থাকে
ii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
ক. রিং টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি ঘ. মেইন টপোলজি
১৭। স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?
ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে
গ. প্রতিটি কম্পিউটার বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে
ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২
১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১। একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ১টি খ. ২টি গ. ৫টি ঘ. অসংখ্য
২। সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. টেলিভিশন খ. ইন্টারনেট
গ. কম্পিউটার নেটওয়ার্ক ঘ. রেডিও
৩। একটি নেটওয়ার্কে সার্ভার থাকতে পারে—
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. অনেক
৪। সার্ভার অর্থ কী?
ক. তথ্য বিলি করা খ. তথ্য গ্রহণ করা
গ. তথ্য সার্ভ করা ঘ. তথ্য পাঠানো
৫। ই-মেইল হলো—
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাকব্যবস্থা খ. ডাকব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
৬। ই-মেইল-এর পূর্ণনাম কী?
ক. ইলেকট্রিক মেইল খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল ঘ. ইলেকটিসিটি মেইল
৭। মিডিয়া হলো—
i. কো-অক্সিয়াল কেব্ল ii. টুইস্টেড পেয়ার কেব্ল
iii. অপটিক্যাল ফাইবার কেব্ল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?
ক. কো-অক্সিয়াল কেব্ল খ. টুইস্টেড পেয়ার কেব্ল
গ. অপটিক্যাল ফাইবার কেব্ল ঘ. ওয়্যারলেস পদ্ধতি
৯। NIC-এর পূর্ণনাম—
ক. Network Interface Card খ. Network In Card
গ. Network Internet Cable ঘ. Net Inter Card
১০। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?
ক. মডেম খ. ডোমেইন গ. ইউজার ঘ. সার্ভার
১১। Drop box কী?
ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে
খ. একটি মোবাইল ফোনের নাম
গ. একটি হার্ডওয়্যার ঘ. একটি ওয়েব ব্রাউজার
১২। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?
ক. নেটওয়ার্ক খ. প্রটোকল
গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার
১৩। বৃত্তাকার টপোলজি হবে—
ক. গোলাকার বৃত্তের মতো খ. গোলাকার
গ. বৃত্তের মতো ঘ. ত্রিভুজের মতো
১৪। টপোলজি হচ্ছে—
i. বাস ii. প্রাইভেট কার iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। স্টার টপোলজি হলো—
i. হাবের সঙ্গে যুক্ত থাকে
ii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
ক. রিং টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি ঘ. মেইন টপোলজি
১৭। স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?
ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে
গ. প্রতিটি কম্পিউটার বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে
ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২
১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
EmoticonEmoticon