তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেএসসি পরীক্ষা প্রস্তুতি 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ছায়েদ আহম্মেদ মজুমদার

শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

মডেল টেস্ট

ক-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর : ৫x৫=২৫ নম্বর

১. শিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের সুফল তোমার নিজের ভাষায় বর্ণনা কর।

২. বর্তমানে ই-মেইল হচ্ছে যোগাযোগের দ্রুততম মাধ্যম- ব্যাখ্যা কর।

৩. হ্যাকার কারা? কিভাবে পাসওয়ার্ডকে নিরাপদ ও গোপন রাখা যায়?

৪. দুর্নীতি নিরসনে তথ্যপ্রযুক্তির গুরুত্ব আলোচনা কর।

৫. দৈনন্দিন জীবনে আমরা কিভাবে নানা কাজে ইন্টারনেট ব্যবহার করি?

৬. স্প্রেডশিটে ব্যবহৃত ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লিখ।

৭. সরকারি কর্মকাণ্ডের আইসিটি প্রয়োগের ফলে কী কী সুবিধা পাওয়া যায়? সংক্ষেপে আলোচনা কর।

খ-বিভাগ : বহু নির্বাচনী অংশ : ২৫ নম্বর

১. কোনটির কারণে প্রতিনিয়ত কাজের ধরন বদলে যাচ্ছে?

ক. ইন্টারনেট খ. আইসিটি গ. মোবাইল ঘ. কম্পিউটার

২. কোনটির মাধ্যমে লিখিত ও তথ্য ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়?

ক. রেডিও খ. টেলিফোন গ. ফ্যাক্স ঘ. মোবাইল ফোন

৩. চট্টগ্রামে নৌ-কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানটি কত তারিখে পরিচালিত হয়?

ক. ১৯৭১ সালের ১৪ আগস্ট খ. ১৯৭১ সালের ১৫ আগস্ট

গ. ১৯৭১ সালের ১৬ আগস্ট ঘ. ১৯৭১ সালের ১৭ আগস্ট

৪. তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক ছবি করে কোনটি?

i. প্রোটন টমোগ্রাফি

ii. ফোটন এমিশন টমোগ্রাফি

iii. পজিট্রন এমিশন টমোগ্রাফি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ii iii

৫. জরুরি প্রয়োজনে ডাক্তার না পেলে কোনটি আমাদের চিকিৎসার ব্যাপারে সাহায্য করতে পারে?

ক. টেলিভিশন খ. টেলিমেডিসিন গ. মেডিসিন ঘ. ই-মেইল

৬. ১টি কম্পিউটার যদি ১০টি কম্পিউটারে তথ্য প্রদান করে তবে এখানে ক্লায়েন্ট কতগুলো?

ক. ১টি খ. ৯টি গ. ১০টি ঘ. ৫টি

৭. পিপীলিকার ক্ষেত্রে কোনটি সত্য নয়?

i. এটি একটি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক

ii. এটি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে

iii. এটি একটি বাংলা সার্চ ইঞ্জিন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i ii iii

৮. রাউটারের প্রধান কাজ কোনটি?

ক. দুটি ভিন্ন প্রটোকলের অধীনে দুটি নেটওয়ার্ক একত্র করা

খ. ডেটা বা উপাত্তকে পথনির্দেশনা দেয়া

গ. ডেটাবেজে সংরক্ষণ করা

ঘ. কোনটি নয়

৯. অপটিক্যাল ফাইবার কি দ্বারা তৈরি?

ক. উন্নতমানের তামার তার খ. কাচতন্ত্র

গ. ইস্পাত ও জিংক গুঁড়ার মিশ্রণ ঘ. বৈদ্যুতিক তারের উপাদান

১০. জিও স্টেশনারি স্যাটেলাইট কত সালে স্থাপন করা হয়?

ক. ১৯৬০ সালে খ. ১৯৬৪ সালে গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে

১১. প্রথম যে ভাইরাস বিধ্বংসী আচরণ শুরু করে তার নাম কী?

ক. ব্রেইন খ. নিমডা গ. এলক ক্লোজার ঘ. ভিয়েনা

১২. পাসওয়ার্ডের সুরক্ষার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি?

ক. Captcha খ. Keepas গ. Panda ঘ. Pingpong

১৩. তাসলিমা কোন কঠিন পাসওয়ার্ড ব্যবহার করল?

ক. ভাইরাস থেকে রক্ষার জন্য খ. সহজে মনে রাখার জন্য

গ. হ্যাকিং-এর হাত থেকে বাঁচার জন্য ঘ. স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার জন্য ।


১৪. বাংলাদেশের তথ্য কমিশনের ওয়েবসাইট কোনটি?

ক.www.infocom.gov.bd খ. www.info.gov.bd

গ. www.incom.bd.com ঘ. www.info.bb.com

১৫. ওয়াই-ফাই কী?

ক. তারবিহীন ইন্টারনেট খ. ই-মেইল গ. তারযুক্ত ইন্টারনেট ঘ. সার্চ ইঞ্জিন

১৬. বর্তমানে বইয়ের বিকল্প হিসেবে কোনটি বেশ প্রচলিত হয়ে উঠেছে?

ক. ই-বুক খ. পত্রিকা গ. ম্যাগাজিন ঘ. ফেসবুক

১৭. কোনটির ইয়াহুর ওয়েব ঠিকানা?

ক. www.yahoo.com খ. www.yahoo.gov.bd

গ. www.yahoo.bd.com ঘ. www.yahoo.bb.com

১৮. ই-পুর্জি হল-

ক. জমি ক্রয়ের অনুমতিপত্র খ. আখ সরবরাহের অনুমতিপত্র

গ. জমি বিক্রয়ের অনুমতিপত্র

ঘ. এক ধরনের দলিল

১৯. নতুন মেইল পাঠানোর জন্য কোনটি নির্বাচন করতে হয়?

ক. compose a mail

খ. send a new mail

গ. Inbox ঘ. sent

২০. কোনটির কারণে আমাদের প্রতি মুহূর্তে লাখ লাখ বইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে

হবে?

ক. ইন্টারনেট খ. ই-বুক রিডার গ. ই-সেবা ঘ. ই-চিকিৎসা

২১. কর্মস্থলে কর্মীদের বেতনভাতা হিসাব করা হয় কীসের মাধ্যমে?

ক. হার্ডওয়্যার খ. ইন্টারনেট গ. প্রিন্টার ঘ. সফ্টওয়্যারের মাধ্যমে

২২. ব্যাংক বন্ধ হয়ে গেলে কোথা থেকে টাকা পাওয়া যায়?

ক. ATM মেশিন খ. AMT মেশিন গ. ACM মেশিন ঘ. APM মেশিন

২৩. পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে?

ক. ৬-৩২ বর্ণের খ. ৬-৩৩ বর্ণের গ. ৭-৩৩ বর্ণের ঘ. ৭-৩৪ বর্ণের

২৪. খবরের কাগজ কোন ধরনের যোগাযোগ পদ্ধতি?

ক. মাল্টিকাস্ট খ.ব্রডকাস্ট গ.ত্রিমুখী ঘ. দ্বিমুখী যোগাযোগ

২৫. কোন টপোলজিতে হোস্ট কম্পিউটার থাকে না?

ক. স্টার টপোলজি খ. রিং টপোলজি গ. বাস টপোলজি ঘ. হাইব্রিট টপোলজি

বহুনির্বাচনী অংশের উত্তর : ১গ ২গ ৩গ ৪গ ৫খ ৬গ ৭গ ৮খ ৯খ ১০খ ১১ক ১২ক ১৩গ ১৪ক ১৫ক ১৬ক ১৭ক ১৮খ ১৯ক ২০ক ২১ঘ ২২ক ২৩ক ২৪খ ২৫খ।
Labels : #JSC-ICT ,

Post a Comment