তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

সময়-২ ঘণ্টা পূর্ণমান-৫০

রচনামূলক-২৫

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও ৫x৫=২৫

১। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ।

২। হ্যাকিং কী? ম্যালওয়ারের প্রকারভেদ আলোচনা কর।

৩। পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহারের সুবিধাগুলো লিখ।

৪। টপোলজি কী? স্টার টপোলজির সুবিধা, অসুবিধাগুলো লিখ।

৫। শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলো লিখ।

৬। পাসওয়ার্ড কী? পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য কয়েকটি টিপস বর্ণনা কর।

৭। বাংলাদেশে মোবাইল ফোনের বিকাশ কীভাবে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে তা উল্লেখ কর।

৮। মডেম কী? মডেম কীভাবে কাজ করে। ব্যাখ্যা কর।

বহুনির্বাচনী অভীক্ষা-২৫ ১x২৫=২৫

১। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কত?

ক. প্রায় ৫ কোটি খ. প্রায় সাড়ে ৭ কোটি

গ. প্রায় সাড়ে ১০ কোটি ঘ. প্রায় ১১ কোটি ৭০ লাখ

২। অনলাইন-ই-বুকে কতগুলো পাঠ্যপুস্তক রয়েছে?

ক. ২০০টি খ. ২৫০টি গ. অসংখ্যটি ঘ. বেশকিছু

৩। ঘওঈ-এর পূর্ণরূপ কী?

ক. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড খ. নেটওয়ার্ক ইন্টারনেট কার্ড

গ. নেটওয়ার্ক ইন্টারনেট কম্পিউটার ঘ. ন্যাশন ই-মেইল কার্ড

৪। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

ক. গুগল খ. মৌমাছি গ. পিপীলিকা ঘ. আরশোলা

৫। আউটসোর্সিং করার জন্য প্রয়োজন-

i) কম্পিউটার ii) ইন্টারনেট iii) কলসেন্টার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬। প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?

ক. মাইক্রোসফট এক্সেল খ. ভিসিক্যালক

গ. ওপেন অফিস ক্যালক ঘ. কেস্প্রেড

৭। প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের ফলে নতুন কতটি কাজের সৃষ্টি হচ্ছে?

ক. ৬০টি খ. ৭০টি গ. ৮০টি ঘ. ১০০টি

৮। কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৯। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হল-

ক. অফিস ক্যালক খ. কেস্প্রেড

গ. উইনডোজ ঘ. মাইক্রোসফট এক্সেল

১০। ম্যালওয়্যারকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়-

i) ভাইরাস ii) ফায়ারওয়াল iii) এন্টি ম্যালওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

১১। Router শব্দটি এসেছে কোন শব্দ থেকে?

ক. Round খ. Rate

গ. Round ঘ. Rate

১২। সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?

ক. ক্লায়েন্ট খ. প্রোটোকল গ. ই-মেইল ঘ. রিসোর্স

১৩। পাবলিক পরীক্ষায় ফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?

ক. বেতার খ. ফ্যাক্স গ. টেলিভিশন ঘ. মোবাইল

১৪। কম্পিউটারগুলোর মধ্যে বৃত্তাকার যোগাযোগ থাকলে তাকে বলে-

ক. বাস টপোলজি খ. ট্রি টপোলজি

গ. রিং টপোলজি ঘ. মেশ টপোলজি

১৫। কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে-

i) কম্পিউটারের গতি হ্রাস ii) কম্পিউটার বন্ধ

iii) হার্ডডিক্স ফর্মেট

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অংশটুকু পড় এবং ১৬-১৭নং প্রশ্নের উত্তর দাও

রত্না তার বন্ধুবান্ধবীদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ই-মেইল অ্যাড্রেস খুলল। উক্ত মেইল অ্যাড্রেস হতে সে মেইল করল আবার তার বন্ধুদের কাছ থেকেও মেইল পেল।

১৬। রত্নার বন্ধুদের কাছ থেকে আসা মেইলগুলো কোথায় জমা হবে?

ক. কম্পিউটারে খ. মোবাইল ফোনে গ. মেইল বক্সে ঘ. ই-মেইল অ্যাড্রেসে

১৭। রত্নার ব্যবহৃত মেইল সার্ভিসটি হতে পারে-

i) Yahoo ii) Gmail iii) Hotmail

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮। টেলিফোনের সাহায্যে চিকিৎসাসেবা নেয়াকে কী বলে?

ক. টেলিমেডিসিন খ. টেলিকনফারেন্স

গ. ই-সেবা ঘ. চিকিৎসা

১৯। পৃথিবী তার অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে?

ক. ২২ ঘণ্টা খ. ২৪ ঘণ্টা

গ. ২৬ ঘণ্টা ঘ. ২৮ ঘণ্টা

২০। কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও অন্যগুলো সচল থাকে?

ক. স্টার খ. মেশ গ. ট্রি ঘ. বাস

২১। স্প্রেডশিট প্রোগ্রামের ওয়ার্কশিটে থাকে-

i) সারি ii) কলাম iii) সেল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২। ইন্টারনেটে পাঠ্যবই পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে কোনটি?

ক. ই-বুক খ. ফেসবুক গ. ট্যাক্স বুক ঘ. টুইটার

২৩। ‘ইলেকট্রনিক পয়েন্ট অব সেল’কে সংক্ষেপে কী বলে?

ক. EOPS খ. ECOP গ. EPOS ঘ. EPS

২৪। কোনটির ভেতর দিয়ে কয়েক লাখ টেলিফোন কল পাঠানো সম্ভব?

ক. সাবমেরিন ক্যাবল খ. অপটিক্যাল ফাইবার

গ. অপটিক স্নায়ু ঘ. স্যাটেলাইট চ্যানেল

২৫। কোন বাঙালি শিক্ষাবিদ এমআইটির অধ্যাপক?

ক. ড. ইকবাল কাদির খ. ড. মো. কায়কোবাদ

গ. ড. মো. জাফর ইকবাল ঘ. ড. জাবেদ ওমর

উত্তর : ১.ঘ ২.গ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ক

Share this

Related Posts

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)
৮ অক্টোবর, ২০১৮ এ ১১:৩৯ PM delete

১১। Router শব্দটি এসেছে কোন শব্দ থেকে?

ক. Round খ. Rate

গ. Round ঘ. Rate সঠিক উত্তর হচ্ছে : Route

Reply
avatar