জেএসি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর CLASS 8
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। আজ এ বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-২ ২৮। অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী? ক. রাউটার খ. হাব গ. গেটওয়ে ঘ. রিং ২৯। পৃথিবীর সম্পদ কী? ক. মানুষ খ. তথ্য গ. কথা ঘ. ভাববিনিময় ৩০। পৃথিবীর তথ্যভান্ডার হলো— ক. সংরক্ষিত খ. অল্প গ. বিশাল ঘ. সীমিত ৩১। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে করা যায়— i. তথ্য বিনিময় ii. ছবি বিনিময়
iii. ভিডিও বিনিময় নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩২। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী? ক. প্রটোকল তৈরি খ. টপোলজি তৈরি গ. সার্ভার রক্ষা করা ঘ. তথ্য বিনিময় ৩৩। দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য করতে হয়? ক. হাব খ. রাউটার গ. মডেম ঘ. ইন্টারনেট ৩৪। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়? i. সার্ভার ii. সুইচ iii. কম্পিউটার নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩৫। ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে? ক. ই-মেইল সার্ভার খ. গুগল সার্ভার গ. নেটওয়ার্ক ঘ. প্রটোকল ৩৬। নেটওয়ার্কিংয়ের সময় অপটিক্যাল ফাইবার কী হিসেবে কাজ করে? ক. অ্যাডাপ্টার খ. প্রটোকল গ. রিসোর্স ঘ. মিডিয়া ৩৭। তথ্য বহনের জন্য মিডিয়া ও কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে? ক. রিসোর্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড গ. মডেম ঘ. ক্লায়েন্ট ৩৮। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী? ক. ই-মেইল সার্ভার খ. হাব গ. রিসোর্স ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার ৩৯। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে কী বলে? ক. মিডিয়া খ. রিসোর্স গ. সার্ভার ঘ. প্রটোকল ৪০। রিসোর্স ব্যবহারকারীকে কী বলা হয়? ক. ক্লায়েন্ট খ. প্রটোকল গ. ই-মেইল ঘ. ইউজার ৪১। নিচের কোনটি টপোলজি? ক. ডেটা খ. প্রোগ্রাম গ. মেশ ঘ. রাউটার ৪২। সবচেয়ে সহজ টপোলজি কোনটি? ক. বাস টপোলজি খ. রিং টপোলজি গ. হাইব্রিড টপোলজি ঘ. ট্রি টপোলজি ৪৩। ব্যাকবোন ব্যবহার করা হয় কোন টপোলজিতে? ক. মেশ টপোলজিতে খ. ট্রি টপোলজিতে গ. বাস টপোলজিতে ঘ. রিং টপোলজিতে ৪৪। প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে কোন টপোলজিতে? ক. ট্রি টপোলজিতে খ. রিং টপোলজিতে গ. স্টার টপোলজিতে ঘ. টপোলজিতে ৪৫। কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নেটওয়ার্কের গুরুত্ব সমান? ক. স্টার খ. বাস গ. রিং ঘ. হাইব্রিড বাকি অংশ ছাপা হবে আগামীকাল( সঠিক উত্তরটি মিলিয়ে নাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়-২ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. গ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ ৪১. গ ৪২. ক ৪৩. গ ৪৪. খ ৪৫. গ  

Share this

Related Posts

Previous
Next Post »