Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

জেএসসি পরীক্ষা- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

2 min read
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষপ্তি উত্তর প্রশ্নে ২৫ নম্বর। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ধারাবাহিকভাবে এ বিষয়ের ওপর বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-১
১। কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ করা যায়?
ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খ. তথ্য
গ. প্রযুক্তি ঘ. রেডিও
২। বর্তমানে চাকরির দরখাস্ত করতে গেলে কিসের প্রয়োজন হয়?
ক. ইন্টারনেট খ. ল্যাপটপ
গ. মোবাইল ফোন ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ
৩। সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে-
i. মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
ii. সরকারি সেবার মান উন্নয়ন হবে
iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে?
i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
ii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। প্রতি এক হাজার ইন্টারনেটে সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?
ক. ৭৫ খ. ৮০ গ. ৮৫ ঘ. ৯০
৬। জবসাইট কথাটির সঙ্গে সম্পর্ক-
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. মডেম ঘ. ফ্যাক্স
৭। দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায়-
ক. সাড়ে ৬ কোটি খ. সাড়ে ৮ কোটি
গ. সাড়ে ১০ কোটি ঘ. সাড়ে ১৪ কোটি
৮। ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?
ক. এটিএমের মাধ্যমে খ. এটি মেশিনের মাধ্যমে
গ. টিএএম মেশিনের মাধ্যমে
ঘ. কম্পিউটারের মাধ্যমে
৯। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে?
ক. গতি কমছে
খ. কাজের গতি বাড়ছে
গ. গতি বাড়ছে ঘ. কাজের গতি কমছে
১০। অফিসের কর্মীদের ফঁাকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?
ক. মনিটরিং করার ফলে
খ. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে
গ. মনিটরের সাহায্যে
ঘ. মাউসের সাহায্যে
১১। দেশের সবচেয়ে বড় প্রযুক্তিবিষয়ক কোম্পানির নাম-
ক. ল্যাপটপ কোম্পানি খ. টেলিভিশন কোম্পানি
গ. রেডিও কোম্পানি ঘ. মোবাইল কোম্পানি
১২। ই-মেইল হলো-
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাকব্যবস্থা খ. ডাকব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
১৩। একটি ই-মেইল অ্যাড্রেসের অংশ থাকে -
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. অসংখ্য
১৪। নিচের কোনটি দ্বিমুখী যোগাযোগ-
ক. রেডিও খ. মোবাইল ফোন
গ. টেলিফোন ঘ. মাউস
১৫। একমুখী যোগাযোগকে ইংরেজিতে বলে-
ক. মাল্টিকাস্ট খ. কাস্ট
গ. ব্রডকাস্ট ঘ. মিনিকাস্ট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ক।

প্রকাশ কুমার দাস, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা
Labels : #JSC-ICT ,

Post a Comment