Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

জেএসসি পরীক্ষা ২০১৬ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

3 min read
জেএসসি প্রস্তুতি- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 
সিনিয়র শিক্ষক
বিএফ শাহিন কলেজ
কুর্মিটোলা, ঢাকা।

বহুনির্বাচনী প্রশ্নঃ 
১। তথ্যপ্রযুক্তি বিকাশের ফলে-
i. সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে
ii. কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে
iii. নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। ফ্রিল্যান্সার, ওডেক্স, ইল্যান্স- এগুলো কী ধরনের সাইট?
ক. শিক্ষামূলক সাইট
খ. বিনোদনমূলক সাইট
গ. আউটসোর্সিং সাইট
ঘ. সামাজিক সাইট
৩। সরকারি তথ্যাদি এখন কোথায় প্রকাশ করা হয়?
ক. ই-মেইলে
খ. রেডিওতে
গ. সরকারের জাতীয় ওয়েব পোর্টালে
ঘ. ইয়াহুতে
৪। টেলিমেডিসিনের মাধ্যমে-
ক. টেলিফোনে ওষুধ কেনা যায়
খ. টেলিফোনে চিকিৎসাসেবা পাওয়া যায়
গ. টেলিভিশনে স্বাস্থ্যসেবা দেওয়া যায়
ঘ. ইন্টারনেটে ডাক্তারের পরামর্শ পাওয়া যায়
৫। স্বল্প মূল্যে ও কখনো কখনো বিনা মূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়
i. পত্রিকায়
ii. ওয়েবসাইটে
iii. ব্লগ বা সামাজিক যোগাযোগ সাইটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। একটি প্রতিষ্ঠান 'একমুখী' পদ্ধতিতে অনেকের সঙ্গে যোগাযোগ করাকে ইংরেজিতে বলে-
ক. ব্রডকাস্ট
খ. টেলিকাস্ট
গ. ভিডিও কনফারেন্স
ঘ. টেলিকনফারেন্স
৭। কোনটি বাংলা সার্চ ইঞ্জিন?
ক. বাংলাডটকম
খ. বাংলানেট
গ. পিপীলিকা
ঘ. প্রজাপতি
৮। সব পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে তৈরি হয়েছে-
ক. ই-রিডার
খ. ই-কালেকশন
গ. ই-বুক প্ল্যাটফর্ম
ঘ. ই-লাইব্রেরি
৯। বর্তমানে দেশে এক স্থান থেকে অন্য স্থানে টাকা আদান-প্রদানের সহজ ও দ্রুত মাধ্যম কোনটি?
i. পোস্টাল ক্যাশ কার্ড
ii. মোবাইল ব্যাংকিং
iii. ইলেকট্রনিক মানি ট্রান্সফার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?
ক. ৭৫ খ. ৮০
গ. ৮৫ ঘ. ৯০
১১। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. টেলিভিশন
খ. মোবাইল ফোন
গ. ইন্টারনেট
ঘ. টেলিফোন
১২। কোনটির সাহায্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সময় বেশির ভাগ যোগাযোগ রক্ষা সম্ভব হয়েছিল?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. টেলিগ্রাম
১৩। কৃষকদের ইক্ষু সরবরাহসংক্রান্ত হয়রানির অবসান হয়েছে কিসের জন্য?
ক. ই-ইক্ষু খ. ই-পুর্জি
গ. ই-পর্চা ঘ. ই-সুগার
১৪। ই-মেইলের সুবিধা হলো-
i. সময়ের অপচয় কম হওয়া
ii. কম খরচে সেবা পাওয়া
iii. কম সময়ে সেবা পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। অনলাইনে কোথায় আবেদন করলে জমিসংক্রান্ত বিভিন্ন দলিলের অনুলিপি সংগ্রহ করা যায়?
ক. ই-মেইলে খ. ই-কমার্স
গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি
১৬। আউটসোর্সিংয়ের জন্য থাকতে হয়-
i. কাজের দক্ষতা
ii. ভাষার দক্ষতা
iii. পরিশ্রম করার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে-
i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
ii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়
iii. অনেক কাজ ঘরে বসেই করা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। বর্তমানে বাংলাদেশে কত সংখ্যক মানুষ আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করছে?
ক. ১০ হাজার
খ. ২০ হাজার
গ. প্রায় ৩০ হাজার
ঘ. লক্ষাধিক
১৯। তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীকে কী হতে হয়?
ক. সাহসী খ. উদ্যোগী
গ. দক্ষ ঘ. সৃজনশীল
২০। যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি কী?
ক. একমুখী যোগাযোগ
খ. দ্বিমুখী যোগাযোগ
গ. ত্রিমুখী যোগাযোগ
ঘ. চতুর্মুখী যোগাযোগ
২১। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?
  ক. www.bangladesh.gov.com
খ. www.bangladesh.com
গ. www.bangladesh.gov.net
ঘ. www.bangladesh.gov.bd
২২। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে-
i. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
ii. সরকারি সেবার মান উন্নত হবে
iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। বর্তমানে দেশের পাবলিক পরীক্ষার ফলাফল কোথায় প্রকাশ হচ্ছে?
i. ই-বুকে
ii. অনলাইনে
iii. মোবাইল ফোনে
নিচের কোনটি সঠিক?
ক. i  খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। সরকার কিসের মাধ্যমে মুহূর্তের মধ্যে জনগণের কাছে বার্তা পৌঁছাতে পারে?
ক. সংবাদপত্র খ. বিলবোর্ড
গ. মোবাইল ফোন ঘ. বই
২৫। সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ কোনটি?
ক. জনগণকে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া
খ. জনগণকে নাগরিকসেবা পৌঁছে দেওয়া
গ. জনগণকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা
ঘ. জনগণের কাছ থেকে মতামত জানা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. খ
Labels : #JSC-ICT ,

Post a Comment