নির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ধারাবাহিকভাবে এ বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৪৫। কোন প্রযুক্তির মাধ্যমে খরচ কমানো যায়?
ক. TIC খ. CIT গ. ITC ঘ. ICT
৪৬। উন্নত যোগাযোগ রক্ষা করার সহজ উপায় কোনটি?
i. ইন্টারনেট ব্যবহার ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭। কোন চিহ্নটি অবশ্যই ই-মেইলের অ্যাড্রেসে দিতে হয়?
ক. $ খ. @ গ. & ঘ. #
৪৮। মোবাইল ফোনের মাধ্যমে কনফারেন্সের সুবিধা হলো—
i. একই লোকের সঙ্গে কথা বলা যায়
ii. দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়
iii. একসঙ্গে অনেক লোকের সঙ্গে কথা বলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯। ফ্যাক্স ব্যবহার করার সুবিধা হলো—
i. দূরবর্তী স্থানে স্বাক্ষরের প্রয়োজন হলে পাঠানো যায়
ii. লিখিত তথ্য পাঠানো যায় iii. ছবি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০। যেকোনো খবর মুহূর্তের মধ্যে পাঠানো যায় কিসের মাধ্যমে—
ক. কি-বোর্ড খ. মডেম গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৫১। ই-মেইল ব্যবহার করার সুবিধা কী?
i. তথ্য পাঠানো যায় ii. ছবি পাঠানো যায় iii. চিঠি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২। পণ্যের ছবি পাঠাতে ব্যবহার করা হয়—
i. ফ্যাক্স ii. মাউস iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোনটির মাধ্যমে?
ক. কি-বোর্ড খ. রেডিও গ. ই-মেইল অ্যাড্রেস ঘ. টেলিভিশন
৫৪। কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?
ক. ইন্ট্রানেট খ. ইন্টারনেট গ. ই-মেইল ঘ. এক্সানেট
৫৫। ব্লগ কী?
ক. একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায়
খ. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট
গ. চাকরির ওয়েবসাইট ঘ. সংবাদ ওয়েবসাইট
৫৬। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?
ক. ফ্যাক্স খ. মোবাইল গ. এটিএম ঘ. ব্যাংক
৫৭। লিংক কী?
ক. যোগাযোগ
খ. ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো ঠিকানা
গ. রিসোর্স ঘ. ইন্টারনেট
৫৮। মোবাইল ফোনের খুদেবার্তাকে কী বলে?
ক. এসএমএস খ. এমএসএস গ. এসএমসি ঘ. এমএমএস
৫৯। নাগরিক সেবাগুলো নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে—
i. ইন্টারনেট ii. রেডিও iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০। বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো—
i. টেলিফোন ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১। কী ব্যবহার করে মজুদ নিয়ন্ত্রণ করা সহজ হয়?
ক. অর্থ খ. ব্যবস্থাপনা
গ. বিশেষায়িত সফটওয়্যার ঘ. সফটওয়্যার
৬২। কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়—
ক. রেডিওতে খ. টেলিভিশনে
গ. মোবাইলে ঘ. ওয়েবসাইটের মাধ্যমে।
সঠিক উত্তর
৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. খ ৪৮. গ ৪৯. ঘ ৫০. ঘ ৫১. ঘ ৫২. খ ৫৩. গ ৫৪. ক ৫৫. ক ৫৬. গ ৫৭. খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. ঘ ৬১. গ ৬২. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা
৪৫। কোন প্রযুক্তির মাধ্যমে খরচ কমানো যায়?
ক. TIC খ. CIT গ. ITC ঘ. ICT
৪৬। উন্নত যোগাযোগ রক্ষা করার সহজ উপায় কোনটি?
i. ইন্টারনেট ব্যবহার ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭। কোন চিহ্নটি অবশ্যই ই-মেইলের অ্যাড্রেসে দিতে হয়?
ক. $ খ. @ গ. & ঘ. #
৪৮। মোবাইল ফোনের মাধ্যমে কনফারেন্সের সুবিধা হলো—
i. একই লোকের সঙ্গে কথা বলা যায়
ii. দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়
iii. একসঙ্গে অনেক লোকের সঙ্গে কথা বলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯। ফ্যাক্স ব্যবহার করার সুবিধা হলো—
i. দূরবর্তী স্থানে স্বাক্ষরের প্রয়োজন হলে পাঠানো যায়
ii. লিখিত তথ্য পাঠানো যায় iii. ছবি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০। যেকোনো খবর মুহূর্তের মধ্যে পাঠানো যায় কিসের মাধ্যমে—
ক. কি-বোর্ড খ. মডেম গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৫১। ই-মেইল ব্যবহার করার সুবিধা কী?
i. তথ্য পাঠানো যায় ii. ছবি পাঠানো যায় iii. চিঠি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২। পণ্যের ছবি পাঠাতে ব্যবহার করা হয়—
i. ফ্যাক্স ii. মাউস iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোনটির মাধ্যমে?
ক. কি-বোর্ড খ. রেডিও গ. ই-মেইল অ্যাড্রেস ঘ. টেলিভিশন
৫৪। কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?
ক. ইন্ট্রানেট খ. ইন্টারনেট গ. ই-মেইল ঘ. এক্সানেট
৫৫। ব্লগ কী?
ক. একধরনের পার্সোন্যাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি ও মতামত প্রদান করা যায়
খ. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট
গ. চাকরির ওয়েবসাইট ঘ. সংবাদ ওয়েবসাইট
৫৬। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?
ক. ফ্যাক্স খ. মোবাইল গ. এটিএম ঘ. ব্যাংক
৫৭। লিংক কী?
ক. যোগাযোগ
খ. ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো ঠিকানা
গ. রিসোর্স ঘ. ইন্টারনেট
৫৮। মোবাইল ফোনের খুদেবার্তাকে কী বলে?
ক. এসএমএস খ. এমএসএস গ. এসএমসি ঘ. এমএমএস
৫৯। নাগরিক সেবাগুলো নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে—
i. ইন্টারনেট ii. রেডিও iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০। বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো—
i. টেলিফোন ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১। কী ব্যবহার করে মজুদ নিয়ন্ত্রণ করা সহজ হয়?
ক. অর্থ খ. ব্যবস্থাপনা
গ. বিশেষায়িত সফটওয়্যার ঘ. সফটওয়্যার
৬২। কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়—
ক. রেডিওতে খ. টেলিভিশনে
গ. মোবাইলে ঘ. ওয়েবসাইটের মাধ্যমে।
সঠিক উত্তর
৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. খ ৪৮. গ ৪৯. ঘ ৫০. ঘ ৫১. ঘ ৫২. খ ৫৩. গ ৫৪. ক ৫৫. ক ৫৬. গ ৫৭. খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. ঘ ৬১. গ ৬২. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা
EmoticonEmoticon