হিসাব বিজ্ঞান অধ্যায় -০২ লেনদেন

অধ্যায় -০২ লেনদেন
১. মি. আশীষ কুমার চক্রবর্তী একজন ব্যবসায়ী। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে নিম্ন লিখিত লেনদেন গুলো সংগঠিত হয়েছে-
ডিসেম্বর ০১ ২০০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।
০২ জনতা ব্যাংকে ৫০০০ টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো।
০৫ ধারে পন্য ক্রয় ৫০০০ টাকা।
০৭ নগদে পন্য বিক্রয় ১৫০০০ টাকা
১০ ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে ঋনগ্রহন ১০০০০ টাকা
১৫ ৩০০০ টাকার আসবাব পত্র ক্রয়ের ফরাময়েশ প্রদান।
ক. ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমুহ চিহ্নিত করে মোট পরিমান নির্নয় কর।
খ. ঘটনাসমুহ হতে নেলদেন চিহ্নিত সমীকরন পদ্ধতিতে তার কারন ব্যাখ্যা কর।
গ. বিবরনী ছকে হিসাব সমীকরনের ওপর লেনদেরে প্রভাব দেখাও।

ব্যবসায়িক লেনদেন নয়, এমন ঘটনা সমূহের মোট পরিমান নির্ণয় :
তারিখ
বিবরণ
বিস্তারিত টাকা
পরিমান টাকা
২০১৪ ডিসে.১০
,, ১৫
ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণগ্রহণ
সবাবপত্র ক্রয়ের ফরাময়েশ প্রদান
১০০০০
৩০০০

১৩০০০

প্রদত্ত ঘটনাসমুহ সমীকরণ পদ্ধতিতে কারন সহ ব্যাখ্যা নিম্নরুপ:
তারিখ
লেনদেন কিনা
কারন সহ ব্যাখ্যা
২০১৪
ডিসে. ১
লেনদেন
নগদ অর্থ মূলধন সরুপ কারবারে আনয়ন করায় নগদ অর্থ বৃদ্ধি এবং মালিকান স্বত্ব বৃদ্ধি পেয়েছে।
,, ৩
লেনদেন
নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কারবারে নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং ব্যাংক ‍বৃদ্ধি পেয়েছে।
লেনদেন
ধারে পন্য ক্রয় করার ফলে মালিকানস্বত্ব হ্রাস এবং কপাওনাদার বৃদ্ধি ঘটেছে।
লেনদেন
নগদে পন্য বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে।
১০
লেনদেন নয়
ব্যক্তিগত প্রয়োজনে ব্যাক হতে ঋণ গ্রহন করার কারনে হিসাব সমীকরনে কোন পরিবর্তন ঘটেনি, সুতরাং এটি লেনদেন নয়।
১৫
লেনদেন নয়
আসবাবপত্র ফরাময়েশ করার কারনে আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটেনি, সুতরাং এটি লেনদেন নয়।

গ. বিবরনী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব
তারিখ

সম্পদ
=
দায় + মালিকানাস্বত্ব
মন্তব্য
নগদ
ব্যাংক


পাওনাদার
মুলধন
২০১৪
ডিসে. ১

২০০০০
২০০০০


=


২০০০০
২০০০০
মুলধন আনয়ন

(৫০০০)
১৫০০০
৫০০০
৫০০০

=



২০০০০



১৫০০০

৫০০০

=

৫০০০
৫০০০
(৫০০০)
১৫০০০


১৫০০০
৩০০০০

৫০০০

=


১৫০০০
৩০০০০


মোট
৩৫০০০
=

৩৫০০০


২. মি. শংকর চন্দ্র সাহা একটন ব্যবসায়ী । ২০১৪ জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্মোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়-
জানুয়ারি       ০২ ৫০০০ টাকা বেতনে একটন ম্যানেজার নিয়োগ দেওয়া হল।
,,           ০৭ ধারে পন্য বিক্রয় ২০০০০ টাকা।
,,           ১০ নগদে মনিহারি ক্রয় ৫০০ টাকা।
,,           ১২ শংকর চন্দ্র তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ২০০০ টাকা।
,,           ২০ সুমনা পেট্রডার্সের নিকট হতে ৫০০০ টাকা পাওয়া গেল।
,,           ২৫ বিজ্ঞাপন বাবদ পরিশোধ ৭০০ টাকা।
 ক. লেনদেন নয় এমন ঘটনাসমুহ চিহ্নিত করে মোট পরিমান নির্ণয় কর।
খ.মি. শংকর চন্দ্র সাহার লেনেদেন গুলোর সমীকরন পদ্ধতিতে কারন সহ ব্যাখ্যা লেখ।
গ. মি. শংকর চন্দ্র সাহার লেনেদেন গুলোর সমীকরনের উপাদানগুলোর ওপর প্রভাব দেখাও।

ক.  লেনদেন নয়, এমন ঘটনা সমূহের মোট পরিমান নির্ণয় :
তারিখ
বিবরণ
বিস্তারিত টাকা
পরিমান টাকা
২০১৪ জানু. ২
,,১২
ম্যানেজার নিয়োগ দেওয়া হল
ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান
৫০০০
২০০০

৭০০০

প্রদত্ত ঘটনাসমূহ সমীকরণ পদ্ধতিতে কারন সহ ব্যাখ্যা নিম্নরুপ:
তারিখ
লেনদেন কিনা
কারন সহ ব্যাখ্যা
২০১৪
জানু. ৭
লেনদেন
ধারে পন্য বিক্রয় করার ফলে দেনাদার বৃদ্ধি ও মালিকানস্বত্ব বৃদ্ধি ঘটেছে।
,, ১০
লেনদেন
নগদে মনিহারি ক্রয়ের ফলে মালিকানাস্বত্ব হ্রাস ও নগদ অর্থ হ্রাস পেয়েছে।
২০
লেনদেন
সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ায় কারবারে নগদ অর্থ বৃদ্ধি ও দেনাদারের পরিমান হ্রাস পেয়েছে।
২৫
লেনদেন
বিজ্ঞাপন বাবদ নগদে পরিশোধ করার ফলে মালিকানা স্বত্ব হ্রাস ও নগদ অর্থ হ্রাস পেয়েছে।


৩। জনাব জাকির ১ মে ২০১১ তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
মে     ০১ আইন পেশায় ১৫০০০০ টাকা বিনিয়োগ করা হল।
       ০২ মে মাসের অফিস ভাড়া পরিশোধ করা হল ১২০০০ টাকা।
       ০৮ ধারে অফিসের জন্য যন্তপাতি ক্রয় করা হল ২৫০০০ টাকা।
       ১২ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হল ৮০০০ টাকা।
       ১৬ অফিস কর্মচারীর বেতন পরিশোধ ৪০০০ টাকা।
       ২৫ ব্যাংক থেকে ধার নেওয়া হল ৩৫০০০ টাকা।
       ২৭ মক্কেলদের ধারে আইন সেবা দেওয়া হল ১০০০০ টাকা।
       ৩০ বাকিতে ক্রীত যন্ত্রপাতির মূল্য পরিশোধ ১৫০০০ টাকা।
ক. অফিস যন্ত্রপাতির অপিরিশোধিত মূল্য কত্?
খ. মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমান নির্নয় কর।
গ. মে মাসের লেনদেন দ্বারা হিসাব মীকরনের উপদানসমুহের প্রভাব দেখাও।

ক. অফিস যন্ত্রপাতির অপিরিশোধিত মূল্য নির্নয়

২০১১ মে ৮
৩০
ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয়
(-) বাকিতে ক্রীত যন্ত্রপাতির মুল্য পরিশোধ
২৫০০০
(১৫০০০)



১০০০০

খ. আমরা জানি স্বত্বাধিকার = (মালিকের বিনিয়োগ+ আয় + ব্যবসায়ের খরচ + মালিকের উত্তোলন)
মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমান নির্নয়
২০১১ মে ১
১২

১২

১৬

২৭
আইন পেশায় বিনিয়োগ
(-) অফিস ভাড়া পরিশোধ

(+) নগদে আইন সেবা প্রদান

(-) অফিস কর্মচারিদের বেতন পরিশোধ

(+) ধারে আইন সেবা প্রদান
১৫০০০০
(১২০০০)
১৩৮০০০
৮০০০
১৪৬০০০
(৪০০০)
১৪২০০০
১০০০০








১৫২০০০

গ. হিসাব সমীকরন প্রভাব: প্রত্যেকটি লেনদেন দ্বারা হিসবা সমীকরণ (A=L+E) প্রভাবিত হয়। অর্থাৎ লেনদেনের দুটি পক্ষ দ্বারা সমীকরনের হ্রাস বা বৃদ্ধি ঘটে থাকে। নিচে প্রদত্ত লেনদেনসমুহ হিসাবসমীকরনের উপাদানগুলোর ওপর প্রভাব নিন্মরূপ:

তারিখ
সংশ্লিষ্ট হিসাব
হিসাব সমীকরনের প্রভাব (A=L+E)
২০১১
মে ১
নগদান হিসাব
মূলধন হিসাব
A বৃদ্ধি
E বৃদ্ধি
ভাড়া হিসাব
নগদান হিসাব
E(ব্যয়) হ্রাস
A হ্রাস
যন্ত্রপাতি হিসাব
প্রদেয় হিসাব
A বৃদ্ধি
L বৃদ্ধি
১২
নগদান হিসাব
সেবা আয় হিসাব
A বৃদ্ধি
E বৃদ্ধি
১৬
বেতন হিসাব
নগদান হিসাব
E হ্রাস
A হ্রাস
২৫
নগদান হিসাব
ব্যাংক হিসাব
A বৃদ্ধি
L বৃদ্ধি
২৭
প্রাপ্য হিসাব
সেবা আয় হিসাব
A বৃদ্ধি
E বৃদ্ধি
৩০
প্রদেয়/সরবরাহকারী হিসাব
নগদান হিসাব
L হ্রাস
A হ্রাস


৪. সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি ২০১৪ এ জয়া ট্রেডার্সের নিকট নিম্মোক্ত পন্য বিক্রয় করেন:
 ফেব্রু   ০১ নগদে ৫৫ টাকা দরে ১১৫ কেজি চিনি।
       ০৭ ৫২ টাকা দরে ৫৬ কেজি চিনি।
       ১৫ ১১০ টাকা দরে ৩৫ কেজি মসুর ডাল।
সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের ওপর ১২% কারবারি বাট্টা মঞ্জুর করেন।
ক. সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের পরিমান নির্নয় কর।
খ. ফেব্রুয়ারি ১ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশমেমো প্রস্তুত কর।
গ. ফেব্র্রুয়ারি ৭ ও ১৫ তারিখের লেনদেন বাকিতে হয়েছে মনে করে একটি চালান প্রস্তুত কর।

ক. সেলিম ট্রেডার্স মোট্ বিক্রয়ের পরিমান নির্নয়:
২০১৪ ফেব্রু ১
৩০
নগদে চিনি বিক্রয় (৫৫*১১৫)
বাকিতে চিনি বিক্রয় (৫২*৫৬)
বাকিতে মসুর ডাল বিক্রয় (১১০*৩৫)
(-) কারবারি বাট্টা ১২%
৬৩২৫
২৯১২
৩৮৫০



১৩০৮৭.০০
১৫৭০.০০
১১৫১৫.৫৬

খ.
সেলিম ট্রেডার্স্
ক্যাশমেমো
ভাউচার নং......                                                          তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪
ক্রেতার নাম: জয়া ট্রেডার্স্  
ঠিকানা: .......
তারিখ
মালের বিবরন
পরিমান
দর টাকা
পরিমান টাকা
২০১৪ ফেব্রু ১
চিনি
(-) কারবারি বাট্টা
মোট
১১৫
৫৫
৬৩২৫
(৭৫৯)
৫৫৬৬
টাকা (কথায়): পাঁচ হাজার পাঁশত ছেষট্টি টাকা মাত্র
ক্রেতার স্বাক্ষর
ভুলভ্রান্তি সংশোধন যোগ্য                                                            বিক্রেতার স্বাক্ষর

গ.
চালান
সেলিম ট্রেডার্স্ (বিক্রেতা)
ভাউচার নং......                                                          তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪
ক্রেতার নাম: জয়া ট্রেডার্স্  
ঠিকানা: .......
তারিখ
মালের বিবরন
পরিমান
দর টাকা
পরিমান টাকা
২০১৪ ফেব্রু ৭
১৫
চিনি
মসুর ডাল

(-) কারবারি বাট্টা
মোট
৫৬
৩৫
৫২
১১০
২১১২
৩৮৫০
৬৭৬২
(৮১১.৪৪)
৫৯৫০.৫৬
টাকা (কথায়): পাঁচ হাজার নয়শত পঞ্চাশ টাকা ছাপ্পান্ন পয়সা মাত্র
ক্রেতার স্বাক্ষর
ভুলভ্রান্তি সংশোধন যোগ্য                                                            বিক্রেতার স্বাক্ষর

Share this

Related Posts

Previous
Next Post »