হিসাববিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীরা আজ হিসাববিজ্ঞান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেয়া হলো:
উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
২০১৪ সালের আগস্ট মাসে লায়লা এন্ড কোং এর কিছু লেনদেন উপস্থাপন করা হলো। তিনি একঘরা নগদান বই পছন্দ করেন।
আগস্ট- ১ মূলধন ৩৫,০০০ টাকা
আগস্ট- ২০ বিজ্ঞাপন বাবদ প্রদান ২,০০০ টাকা
আগস্ট- ২২ অরুনের কাছ থেকে একটি চেক পাওয়া গেল ৪,০০০ টাকা
আগস্ট - ৩০ চেক দ্বারা বেতন প্রদান করা হলো ৩,০০০ টাকা
আগস্ট- ৩১ আদায়ের জন্য ২,০০০ টাকার একটি বিল ব্যাংকে জমা দেয়া হলো।
৩৩. লায়লা এন্ড কোং এর সমাপনী ব্যালেন্স হবে-
i. ৩৪,০০০ টাকা ডেবিট ব্যালেন্স
ii.৩৭,০০০ টাকা ডেবিট ব্যালেন্স
iii. ৩৬,০০০ টাকা ডেবিট ব্যালেন্স
নিচের কোনটি সঠিক?
কi খ. ii গ.iii ঘ.i ও ii
৩৪.আগস্ট ৩১ তারিখের লেনদেনটি লিপিবদ্ধ হবে?
i. ডেবিট দিকে প্রাপ্য বিল ২,০০০ টাকা লেখে
ii.ক্রেডিট দিকের হিসাবে হিসাব ২,০০০ টাকা লেখ
iii.ক্রেডিট দিকে প্রাপ্য বিল ২,০০০ টাকা লেখে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii খ.i ও iii
গ.ii ও iii ঘ.i, ii ও iii
৩৫.আর্থিক অবস্থার বিবরণীর পূর্ব নাম কী ছিল?
ক উদ্বৃত্তপত্র
খ.আয় বিবরণী
গ.মালিকানা স্বত্ত্ববিবরণী
ঘ.লাভ-লোকসান হিসাব
উত্তর:৩৩ খ ৩৪ ক ৩৫ ক
কামরুল হাসান দিপু, প্রভাষক
গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ, ঢাকা
EmoticonEmoticon