Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি -জীব প্রযুক্তি

1 min read
মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জীব প্রযুক্তি

বহুনির্বাচনী

১৩. জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী পদার্থ থাকে?

i. ক্রোমোসোম ii. ডিএনএতে iii. আরএনএতে

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. সিকিল সেল রোগে লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন হয়?

ক. গোলাকার √খ. কাস্তের মতো

গ. ডিম্বাকার ঘ. লম্বাটে

১৫. হানটিংটনস রোগের কারণে শরীরের কোন অংশটি কাজ করে না?

ক. কিডনি খ. লিভার গ. হৃৎপিণ্ড হুঘ. মস্তিষ্ক

১৬. স্বাভাবিক লোহিত রক্ত কণিকার আকৃতি কী রূপ?

√ক. চ্যাপ্টা খ. চওড়া

গ. গোলাকার ঘ. ব্রংকাইটিস

১৭. নিচের কোন রোগটি মানুষের রক্ত কণিকায় হয়?

ক. ডাউনস সিনড্রোম খ. মায়োপিয়া

√গ. সিকিল সেল ঘ. হানটিংটনস

১৮. মানুষের ২১তম ক্রোমোসোমের ননডিসজাংশনের ফলে কোনটি হয়?

ক. সিফিলসেল খ. হানটিংটনস

গ. টানার সিনড্রম √ঘ. ডাউন সিনড্রম

১৯. কোন জিনটি অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির?

√ক. ঢ লিংকড খ. ণ লিংকড

গ. ত লিংকড ঘ. ঙ লিংকড

২০. জিনের বাহক হিসেবে কোনটি কাজ করে?

ক. ডিএনএ খ. আরএনএ

√গ. প্লাসমিড ঘ. এনজাইম

২১. যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না তাকে কী বলে?

√ক. প্রচ্ছন্ন জিন খ. অ্যালীল

গ. প্রকট জিন ঘ. হেটোরোজাইগাম

২২. ব্যাকটেরিয়ার কোষে ক্রোমোজোমের বাইরে যে স্বতন্ত্র ডিএনএ অণু থাকে তাকে কী বলে?

ক. ডিএনএ √খ. প্লাসমিড

গ. প্লাস্টিড ঘ. আরএনএ

২৩. ডিএনএ কাটা হয় কোন এনজাইম দ্বারা?

ক. লাইগেজ খ. লাইপেজ

গ. লাইএজ √ঘ. রেস্ট্রিকশন এনজাইম

২৪. বর্তমানে মোট কতটি উদ্ভিদে ট্রান্সজেনিক পদ্ধতি ঘটানো হয়েছে?

ক. ৮০টি খ. ৭০টি

√গ. ৬০টি ঘ. ৫০টি

Labels : #SSC-Biologi ,

Post a Comment