Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

দশম শ্রেণি : জীববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন

1 min read
জীব বিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নঃ

১।   কোন খাদ্যশিকলে শক্তির সংরক্ষণ বেশি হয়?   
   ক. ফাইটোপ্লাংটনমজুয়োপ্লাংটনমক্ষুদ্র কীট      খ. ঘাসফড়িংমছোট পাখিমসাপমবাজপাখি      গ. সবুজ উদ্ভিদমখরগোশমবাঘ      ঘ. শাকসবজিমমানুষ
 ২।   রিকম্বিনেন্ট DNA তৈরির ক্ষেত্রে—      i. বাহক হিসেবে প্লাজমিড ব্যবহৃত হয়      ii. কাঙ্ক্ষিত উঘঅ-কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়      iii. জোড়া লাগাতে লাইয়েজ এনজাইম ব্যবহৃত হয়      নিচের কোনটি সঠিক?   
   ক. i ও ii               খ. i ও iii      গ. ii ও iii        ঘ. i, ii ও iii 
৩।   কমেনসেলিজমের মাধ্যমে প্রাণীরা—    
  i. সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয়      ii. অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না      iii. সহযোগীদের উভয়ই উপকৃত হয়      নিচের কোনটি সঠিক?      ক. i       খ. i ও ii      গ. ii ও iii        ঘ. i, ii ও iii
 ৪।   বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি?    
  ক. অক্সিজেন        খ. নাইট্রোজেন      গ. ইউরিয়া         ঘ. পানি 
৫।   যে জিনের বৈশিষ্ট্যটি দ্বিতীয় বংশধরে তিন-চতুর্থাংশ জীবে প্রকাশ পায়, তাকে বলা হয়—     
 ক. প্রকট জিন      খ. প্রচ্ছন্ন জিন      গ. লিখাল জিন      ঘ. পলি জিন 
উত্তরগুলো মিলিয়ে নাও ১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. ক -
Labels : #SSC-Biologi ,

Post a Comment