প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা -২০১৬ বিজ্ঞান

একাদশ অধ্যায়ের ‘আবহাওয়া ও জলবায়ু’


সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়ের ‘আবহাওয়া ও জলবায়ু বিষয়ে ‘সঠিক উত্তর লেখ বা টিক চিহ্ন দাও’ (যোগ্যতাভিত্তিকসহ) আলোচনা করা হলো। তবে

১.বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায় ?

ক. বায়ু কতটা গরম বা ঠাণ্ডা

খ. বায়ুতে জলীয়বাষ্প কম না বেশি গ. বায়ু হালকা বা ভারী

ঘ. সূর্যের আরো বেশি না কম

২) বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কী ঘটে ?

ক. ঝড়      খ. বৃষ্টি

গ. তাপদাহ ঘ. তুষার পাত

৩. বাংলাদেশে প্রতিবছর কোনটি দেখা যায় ?

ক. বন্যা     খ. ভূমিকম্প

গ. তাপদাহ                 ঘ. তুষার পাত

৪.  আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের ?

ক. সময় খ. স্থান গ. দিক                 ঘ. শক্তি

৫) আবহাওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ হলো—

ক. আবহাওয়া খুব দ্রুত বা ঘনঘন পরিবর্তন হয় খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয় গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়

ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়

৬) বর্ষাকালে কেন বৃষ্টিপাত বেশি হয় ?

ক. বায়ুর তাপমাত্রা বেশি বলে

খ. বায়ুর চাপ বেশি বলে

গ. বায়ুতে জলীয়বাষ্প বেশি বলে ঘ.বায়ু শুষ্ক বলে

৭) বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয় ?

ক. কতটা গরম বা ঠাণ্ডা

খ. বায়ু ঘন না হালকা

গ. জলীয়বাষ্প কম না বেশি

ঘ. রোদ কম না বেশি

৮) কখন বৃষ্টি হতে পারে, যখন বায়ু—

ক. ঠাণ্ডা থাকে

খ. গরম ও আর্দ্র থাকে

গ. স্বাভাবিক তাপমাত্রায় ও শীতল থাকে

ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে

৯) বায়ুচাপ কমে গেলে কী দেখা যায় ?

ক. ঝড়      খ. বৃষ্টি

গ. তাপপ্রবাহ               ঘ. শৈতপ্রবাহ

১০) ভারত মহাসাগরে উত্পন্ন ঘূর্ণিঝড়কে কী বলে ?

ক. সাইক্লোন               খ. টাইফুন

গ. টর্নেডো ঘ. হ্যারিকেন

১১) আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে ?

ক. সময়ে    খ. স্থানে

গ. নামে      ঘ. বৈশিষ্ট্যে

১২) বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে বলা হয়—

ক. বৃষ্টি       খ. আর্দ্রতা

গ. বায়ুর চাপ               ঘ. কুয়াশা

১৩) আরাধ্যা শীতের দিনে গরম কাপড় পড়ে এবং গরমে পাতরা কাপড় পড়ে। তার পোষাকের ভিন্নতার কারণ কী ?

ক. শীতের প্রকোপ অনুযায়ী

খ. গরম অনুযায়ী

গ. জলবায়ু অনুযায়ী

ঘ. আবহাওয়া অনুযায়ী

১৪) বাংলাদেশের পরিবেশে কখনো গরম, কখনো ঠাণ্ডা, কখনো আবার মেঘ, কখনো কুয়াশা দেখা যায় । পরিবেশের এই পরিবর্তিত অবস্থা কী নামে পরিচিত ?

ক. আবহাওয়া              খ. জলবায়ু

গ. ঘূর্ণিঝড় ঘ. টর্নেডো

১৫) রনির বাড়ি পঞ্চগড়ে, সেকানে বেশির বাগ সময় শীত পড়ে । রনির বাড়ির এলাকার জলবায়ুকে কী বলে?

ক. উষ্ণ জলবায়ু

খ. নাতিশীতোষ্ণ জলবায়ু

গ. শীতল জলবায়ু

ঘ. মরু জলবায়ু

উত্তর :১) ক. বায়ু কতটা গরম বা ঠাণ্ডা ২) ক. ঝড় ৩) গ. তাপদাহ ৪) ক. সময় ৫) ক. আবহাওয়া খুব দ্রুত বা ঘনঘন পরিবর্তন হয় ৬) গ. বায়ুতে জলীয়বাষ্প বেশি বলে ৭) ক. কতটা গরম বা ঠাণ্ডা  ৮) খ. গরম ও আর্দ্র থাকে ৯) ক. ঝড়  ১০) ক. সাইক্লোন ১১) ক. সময়ে ১২) খ. আর্দ্রতা ১৩) ঘ. আবহাওয়া অনুযায়ী ১৪) ক. আবহাওয়া ১৫) গ. শীতল জলবায়ু

Labels : #PSC-Science ,

Post a Comment