
প্রাকৃতিক সম্পদ
প্রশ্ন ১: সম্পদ কী?উত্তর: সম্পদ হলো এমন কিছু, যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়।
প্রশ্ন ২: সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?উত্তর: সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদ।
প্রশ্ন ৩: প্রাকৃতিক সম্পদ কাকে বলে?উত্তর: প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তাই প্রাকৃতিক সম্পদ।
প্রশ্ন ৪: মানব সৃষ্ট সম্পদ কী?উত্তর: মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ।
প্রশ্ন ৫: মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে?উত্তর: মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকে আসে।
প্রশ্ন ৬: কাচ কী থেকে তৈরি হয়?উত্তর: কাচ বালি থেকে তৈরি হয়।
প্রশ্ন ৭: প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কী কী পেয়ে থাকি?উত্তর: প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি।
প্রশ্ন ৮: অনবায়নযোগ্য সম্পদ কী?উত্তর: যে সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়, তাই অনবায়নযোগ্য সম্পদ।
প্রশ্ন ৯: তিনটি অনবায়নযোগ্য সম্পদের নাম লেখ।উত্তর: তিনটি অনবায়নযোগ্য সম্পদ হলো-(১) তেল,(২) গ্যাস,(৩) কয়লা।
প্রশ্ন ১০: নবায়নযোগ্য সম্পদ কী?উত্তর: যে সকল সম্পদের উৎস অফুরন্ত, অর্থাৎ যে সকল সম্পদ একবার নিঃশেষ হলে পুনরায় ফিরে পাওয়া সম্ভব, তাই নবায়নযোগ্য সম্পদ।
প্রশ্ন ১১: তিনটি নবায়নযোগ্য সম্পদের নাম লেখ।উত্তর: তিনটি নবায়নযোগ্য সম্পদ হলো-(১) সূর্যের আলো,(২) বায়ুপ্রবাহ,(৩) পানির স্রোত।
প্রশ্ন ১২: আমরা কিভাবে সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই?উত্তর: সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই।