Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

তোমাদের জন্যে আজ তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেওয়া হলঃ

1 min read
 জে. এস সি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেওয়া হলঃ

১। ৩ মিটার দৈর্ঘ্য, ২ মিটার প্রস্থ এবং ১ মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় আয়তাকার ১টি সোনার বার রাখা হলো। যার দৈর্ঘ্য ৮.৮ সে.মি., প্রস্থ ৬.৪ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি.। চৌবাচ্চাটি বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করার পর বারটি তুলে আনা হলো।

ক. চৌবাচ্চাটির আয়তন সেন্টিমিটারে প্রকাশ কর।

খ. সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী হলে, সোনার বারটির ওজন কত?

গ. পানির গভীরতা কত? পানির ওজন কত কিলোগ্রাম?

জে এস সি গণিত সৃজনশী


১নং প্রশ্নের উত্তর ‘গ’

‘ক’ হতে প্রাপ্ত-

চৌবাচ্চার আয়তন ৬০০০০০০ ঘন সে.মি.

‘খ’ হতে প্রাপ্ত-

সোনার বারের আয়তন ১৪০.৮ ঘন সে.মি.


পানির আয়তন         = (৬০০০০০০ - ১৪০.৮) ঘন সে.মি.

                                    = ৫৯৯৯৮৫৯.২ ঘন সে.মি.

আবার,

চৌবাচ্চার ক্ষেত্রফল  = (৩০০ ´ ২০০) বর্গ সে.মি.

= ৬০০০০ বর্গ সে.মি.

প্রশ্নমতে,

                   চৌবাচ্চার ক্ষেত্রফল ´ পানির গভীরতা = ৫৯৯৯৮৫৯.২

                বা, ৬০০০০ ´ গভীরতা = ৫৯৯৯৮৫৯.২

                বা, গভীরতা =

                বা, গভীরতা = ৯৯.৯৯৭৬৫৩৩৩৩৩

                বা, গভীরতা = ৯৯.৯৯৭ সেন্টিমিটার (প্রায়)

আবার,

১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম

৫৯৯৯৮৫৯.২ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন (৫৯৯৯৮৫৯.২´ ১) গ্রাম

= ৫৯৯৯৮৫৯.২ গ্রাম
           

=  কিলোগ্রাম                                                                                                             


[১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম]

= ৫৯৯৯.৮৫৯২ কিলোগ্রাম

উত্তর ঃ পানির গভীরতা  ৯৯.৯৯৭ সেন্টিমিটার সেন্টিমিটার (প্রায়) এবং পানির ওজন ৫৯৯৯.৮৫৯২
Labels : #JSC-Math ,

Post a Comment