Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More
Posts

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১৬ বাংলা

1 min read
স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ প্রবন্ধ। এসো, তা হলে শুরু করা যাক।
প্রশ্ন: এককথায় প্রকাশ করতে শিখি:
সংখ্যায় সবচেয়ে বেশি এমন, যা করা প্রয়োজন, যা প্রয়োগ করা যায়, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা, বিন্দুর মতো ছোট, রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন, বরণ করার যোগ্য, মেধা আছে এমন যে জন, অহংকার নেই যার।
উত্তর:
বাক্য একথায় প্রকাশ
সংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যাগরিষ্ঠ
যা করা প্রয়োজন প্রয়োজনীয়
যা প্রয়োগ করা যায় প্রযোজ্য
মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা মরণযন্ত্রণা
বিন্দুর মতো ছোট বিন্দুসদৃশ
রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন রক্তরঞ্জিত
বরণ করার যোগ্য বরেণ্য
মেধা আছে এমন যে জন মেধাবী
অহংকার নেই যার নিরহংকার
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে নিচের অনুচ্ছেদটি পুনরায় লেখো।
তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা পালন করি শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না
উত্তর: তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা পালন করি শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না।
প্রশ্ন: প্রদত্ত শব্দের সমার্থক শব্দ লেখো:
হত্যা, সেনা, জন্মভূমি, যুদ্ধ, রক্ত।
উত্তর:
মূল শব্দ সমার্থক শব্দ
হত্যা খুন, জখম।
সেনা সৈনিক, যোদ্ধা।
জন্মভূমি স্বদেশ, মাতৃভূমি।
যুদ্ধ লড়াই, রণ।
রক্ত খুন, লহু।
প্রশ্ন: বিপরীত শব্দ বলি ও লিখি:
ঘুমন্ত, স্বাধীন, কল্যাণ, পূর্ণ, অর্জন, কৃতজ্ঞ, পরাজয়, নিরস্ত্র, সরল, শ্রেষ্ঠ, ব্যর্থ, শহিদ।
উত্তর:
মূল শব্দ বিপরীত শব্দ মূল শব্দ বিপরীত শব্দ
ঘুমন্ত জাগ্রত পরাজয় জয়
স্বাধীন পরাধীন নিরস্ত্র সশস্ত্র
কল্যাণ অকল্যাণ সরল কুটিল/জটিল
পূর্ণ অপূর্ণ শ্রেষ্ঠ নিকৃষ্ট
অর্জন বর্জন ব্যর্থ সার্থক
কৃতজ্ঞ অকৃতজ্ঞ শহিদ গাজী
প্রশ্ন: নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে বাক্যগুলো পুনরায় লেখো:
ক. লোকটি গরিব হলেও সত্।
খ. নিরস্ত্র মানুষকে আঘাত কোরো না।
গ. সাধুতা তুহিনের চরিত্রের একটি বৈশিষ্ট্য।
ঘ. প্রশ্নের উত্তর সরল ভাষায় লেখো।
ঙ. তুলি বাবার শ্রেষ্ঠ সন্তান।
উত্তর:
ক. লোকটি ধনি হলেও সত্।
খ. সশস্ত্র মানুষকে আঘাত কোরো না।
গ. ভণ্ডামি তুহিনের চরিত্রের একটি বৈশিষ্ট্য।
ঘ. প্রশ্নের উত্তর কঠিন ভাষায় লেখো।
ঙ. তুলি বাবার নিকৃষ্ট সন্তান।

সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
Labels :

Post a Comment