২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৯
বিজ্ঞান তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদনসুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন’ থেকে আরো ১৩ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১৩। অভিস্রবণের সাথে নিচের কোনটির সাদৃশ্য দেখা যায়?
ক. প্রস্বেদন খ. ইমবাইবিশন
গ. শ্বসন ঘ. ব্যাপন
১৪। অভিস্রবণ পরীক্ষার জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?
ক. থিসল ফানেল খ. কনিক্যাল ফাস্ক
গ. বুরেট ঘ. গোলতলী ফাস্ক
১৫। স্থলজ উদ্ভিদের মূল রোম অভিস্রবণ প্রক্রিয়ায় কী শোষণ করে?
ক. শুষ্ক লবণ খ. বিস্তৃত পানি
গ. কৈশিক পানি ঘ. অধাতব যৌগ
১৬। পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে বলেÑ
ক. কোষরস খ. দ্রবণ
গ. লবণের দ্রবণ ঘ. আয়ন
১৭। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ার যৌথ ফলÑ
ক. সালোকসংশ্লেষণ খ. শোষণ
গ. অভিস্রবণ ঘ. প্রস্বেদন
১৮। মূল হতে পানি কিসের মাধ্যমে পাতায় পৌঁছে?
ক. জাইলেম খ. ফোয়েম
গ. প্লাজমা পর্দা ঘ. ইমবাইবিশন
১৯। অধিকাংশ কলয়েডধর্মী পদার্থইÑ
ক. পানিগ্রাহী খ. পানিগ্রাসী
গ. মিশ্র ঘ. জটিল
২০। কলয়েডধর্মী পদার্থÑ
i. স্টার্চ i i.সেলুলোজ i i i. জিলেটিন
নিচের কোনটি সঠিক?
ক. i, i i খ. i i, i i i গ. i, i i i ঘ. i, i i ও i i i
২১। উদ্ভিদ মাটিতে দ্রবীভূত খনিজ লবণকে কিভাবে শোষণ করে?
ক. আয়ন হিসেবে খ. অণু হিসেবে
গ. পরমাণু হিসেবে
ঘ. জটিল যৌগ হিসেবে
২২। খনিজ লবণের উৎসÑ
ক. মাটি খ. মাটিস্থ পানি
গ. মাটিস্থ বায়ু ঘ. বায়ুমণ্ডল
২৩। উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়াÑ
ক. ইমবাইবিশন খ. অভিস্রবণ
গ. ব্যাপন ঘ. প্রস্বেদন
২৪। উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য অপরিহার্যÑ
ক. পানি খ. খনিজ লবণ
গ. কোষ রস ঘ. আলো
২৫। উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি কী কাজে ব্যবহৃত হয়?
ক. অভিস্রবণ খ. সক্রিয় শোষণ
গ. নিষ্ক্রিয় শোষণ ঘ. বিপাক
উত্তর : ১৩.ঘ, ১৪.ক, ১৫.গ ১৬.ক, ১৭.খ, ১৮.ক, ১৯.ক, ২০.ঘ, ২১.ক, ২২.খ ২৩.ঘ, ২৪.ক, ২৫.খ।