কবিতা : রক্তে আমার অনাদি অস্থি

—দিলওয়ার

১।    কবি দিলওয়ার কোন নদীর তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন?

     ক. কুশিয়ারা

খ. রূপলাল

     গ. কর্ণফুলী

ঘ. সুরমা

২।    কবি দিলওয়ার পারিবারিক কোন পদবি বর্জন করেন?

     ক. হক

খ. আকন্দ

     গ. মিয়া  

ঘ. খান

৩।    কবি দিলওয়ার সাধারণ মানুষের কাছে কী কবি হিসেবে সমধিক পরিচিত?

     ক. বিদ্রোহী

খ. প্রেমের

     গ. যুগ-সন্ধিক্ষণের

ঘ. গণমানুষের

৪।    কবি দিলওয়ার কত খ্রিস্টাব্দে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকায় চাকরি করেন?

     ক. ১৯৭৩-৭৪

খ. ১৯৭৪-৭৫

     গ. ১৯৭৫-৭৬

ঘ. ১৯৭৬-৭৭

৫।    ‘বাংলাদেশ জন্ম না নিলে’ কোন ধরনের গ্রন্থ?

     ক. কাব্যগ্রন্থ

খ. উপন্যাস

     গ. প্রবন্ধ  

ঘ. গবেষণাগ্রন্থ

৬।    বিভিন্ন নদীর বুকে কবি দিলওয়ার নিরবধি কী হতে চেয়েছেন?

     ক. চঞ্চল  

খ. গণমানুষের তুলি

     গ. বন্যা  

ঘ. পলিমাটি

৭।    কবি দিলওয়ারের কী ভয়াল ঘূর্ণি?

     ক. বিদ্বেষ

খ. ক্রোধ

     গ. রাগ  

ঘ. অভিমান

৮।    ‘হেম’ শব্দের অর্থ কী?

     ক. সোনা

খ. রুপা

     গ. পিতল

ঘ. সিসা

৯।    ‘অস্থি’ শব্দের অর্থ কী?

     ক. গাছ  

খ. সোনা

     গ. হাড়  

ঘ. চেতনা

১০।   ‘রক্তে আমার অনাদি অস্থি’ প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

     ক. ১৯৭৯

খ. ১৯৮০

     গ. ১৯৮১

ঘ. ১৯৮২

১১।   প্রবহমান নদীর বাঁকে বাঁকে কী পাতা রয়েছে?

     ক. স্বপ্ন  

খ. সুযোগ

     গ. মৃত্যুর ফাঁদ

ঘ. ভালোবাসা

১২।   ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?

     ক. অক্ষরবৃত্ত

খ. মাত্রাবৃত্ত

     গ. পয়ার

ঘ. অর্ধমাত্রাবৃত্ত

১৩।   ‘গণমানুষের কবি’ বলতে বোঝায়—

     ক. জনগণের কবি  

     খ. সমাজতন্ত্রের কবি

     গ. চেতনাদীপ্ত কবি

ঘ. শ্রমিকদের কবি

১৪।   ‘মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে-কাটায় মারণ বেলা’—চরণটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন কবি দিলওয়ার?

     ক. বিপদসংকুল

     খ. সচেতনতা

     গ. নির্ভীকতা

     ঘ. সাহসী

১৫।   কবি দিলওয়ার কত সালে মৃত্যুবরণ করেন?

     ক. ২০১১

খ. ২০১২

     গ. ২০১৩

ঘ. ২০১৪

১৬।   কবি দিলওয়ার কিসের উপমা নেই বলেছেন?

     ক. রাত্রির

খ. ক্রোধের

     গ. বিলাসিতার

ঘ. ভালোবাসার

১৭।   পেশা জীবনে কবি দিলওয়ার কত মাস শিক্ষকতা করেন?

     ক. এক  

খ. দুই

     গ. তিন  

ঘ. চার

১৮।   ‘গণমানব’ বলতে বোঝানো হয়েছে—

     ক. সামন্তবাদী জনগণ

     খ. প্রান্তিক জনগণ

     গ. পুঁজিবাদী জনগণ

     ঘ. স্বার্থবাদী জনগণ

১৯।   বহমান জীবন এখানে বাধাহীন নয় কেন?

     ক. পরিবর্তনশীল হওয়ায়

     খ. অনুভূতি থাকায়

     গ. সভ্যতার গতির খেলায়  

     ঘ. প্রত্যাশিত স্বপ্ন পূরণ হওয়ায়

২০।   কবি দিলওয়ার যমুনা নদীর কাছে কী চেয়েছেন?

     ক. যৌবন

খ. পবিত্রতা

     গ. প্রেম  

ঘ. বিশ্বস্ততা

২১।   কবি দিলওয়ারের ক্রোধ জলরাশির মতো শক্তিমান হয়েছে কেন?

     ক. দাসত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়

     খ. অনেক দিনের সঞ্চিত হওয়ায়

     গ. শত্রুর মোকাবিলা করায়

     ঘ. পরাজয়ের প্রতিশোধ নেওয়ায়

২২।   কবি দিলওয়ারের বংশগত পদবি হিসেবে গ্রহণযোগ্য নিচের কোনটি?

     ক. খান  

খ. মিয়া

     গ. আকন্দ

ঘ. হক

২৩।   ‘অনতীত পঙিক্তমালা’ কাব্যগ্রন্থটি নিচের কোন কবির রচনা বলে সর্বাধিক গ্রহণযোগ্য?

     ক. দিলওয়ার

খ. আহসান হাবীব

     গ. আবু জাফর ওবায়দুল্লাহ  

ঘ. সৈয়দ শামসুল হক

২৪।   সিলেট শহরের নদী হিসেবে গ্রহণযোগ্য নিচের কোনটি?

     ক. সুরমা

খ. কুশিয়ারা

     গ. কর্ণফুলী

ঘ. যমুনা

২৫।   ‘নদীমাতৃক এই বাংলার পরতে পরতে রয়েছে সৌন্দর্য।’ চরণটির সঙ্গে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে?

     ক. আমি কিংবদন্তির কথা বলছি

     খ. সেই অস্ত্র

     গ. নূরলদীনের কথা মনে পড়ে যায়

     ঘ. রক্তে আমার অনাদি অস্থি

২৬। ‘গণমানব’ শব্দটি ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

     ক. প্রান্তিক জনগণ  

খ. সুবিধাভোগী জনগণ

     গ. অন্তজ জনগণ  

ঘ. আদিবাসী জনগণ

২৭।   ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় প্রথমে কবি কোন দিকটিকে তুলে ধরেছেন?

     ক. বাংলার সংগ্রাম

খ. বাংলার নদ-নদী বন্দনা

     গ. বাংলার ইতিহাস

ঘ. বাংলার কৃষ্টি ও সংস্কৃতি

২৮।   কবি দিলওয়ারের কবিতায় কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?

     ক. প্রকৃতি

খ. দেশপ্রেম

     গ. ইসলামী আন্দোলন

ঘ. মাটি ও মানুষের প্রতি আস্থা

২৯।   কবি দিলওয়ার ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?

     ক. চেতনাবোধ

খ. দেশপ্রেম

     গ. জাতীয় ঐতিহ্য

ঘ. অস্তিত্ব রক্ষা

৩০।   বিশাল জনগোষ্ঠীকে নরদানবেরা দমাতে না পারার কারণ কী?

     ক. শারীরিক দুর্বলতা

খ. সমন্বিত ক্রোধ

     গ. সহযোগিতার অভাব

ঘ. সমন্বয়ের অভাব

৩১।   ‘গণমানবের কবি’ বলতে কবি দিলওয়ার কোন বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন?

     ক. নিজের পরিচয় জানাতে  

     খ. সাধারণ মানুষের কবি

     গ. সব ধরনের অবলম্বন

     ঘ. শ্রমিক মানুষের কবি

৩২।   কবি দিলওয়ারের কবিতার মূল বিষয় হলো—

     i. মাটি

     ii. মানুষ

     iii. দেশ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

খ. i ও iii

     গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩৩। কবি দিলওয়ারের সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ পুরস্কার হলো—

     i. বাংলা একাডেমি পুরস্কার  

     ii. স্বাধীনতা পুরস্কার

     iii. একুশে পদক

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. i ও iii

     গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩৪।   ‘মারণ বেলা’ শব্দের অর্থ হলো—

     i. হননকাল

     ii. বিনাশ কাল

     iii. জনমকাল

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. i ও iii

     গ. ii ও iii

ঘ. i, ii ও iii

 

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ‘বাংলার মাটি হলো উর্বর মাটি। মাটিতে সোনার ফসল ফলে। দেশের নদীতে সোনার মতো পলি পড়ে। তাই সাহিত্যিকরা বারবার ফিরে গিয়েছেন তাঁদের রসদ ঝুলানোর জন্য নদীর কাছে, মাঠের কাছে, সবুজের কাছে।’

৩৫।   উপরিউক্ত উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে তোমার পঠিত কোন রচনার প্রথম অংশের মিল রয়েছে?

     ক. আমি কিংবদন্তির কথা বলছি

     খ. সেই অস্ত্র

     গ. নূরলদীনের কথা মনে পড়ে যায়

     ঘ. রক্তে আমার অনাদি অস্থি

৩৬।   উদ্দীপকের আলোকে উপরিউক্ত কবিতার তাত্পর্য লুকায়িত রয়েছে—

     i. বাঙালির নদী বন্দনা

     ii. প্রকৃতির সৌন্দর্য

     iii. কবির প্রত্যয়দৃপ্ত অনুভূতি

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. i ও iii

     গ. ii ও iii

ঘ. i, ii ও iii

 

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ‘আজ বাঙালি জাতি তার শোককে শক্তিতে রূপান্তরিত করেছে। তারা তাদের শক্তিকে দিন দিন আরো পরিণত ও শক্তিশালী করছে। তার ফলে বিদেশি কুচক্রীদের পক্ষে কঠিন হচ্ছে তাদের প্রতিরোধ করা।’

৩৭।   উপরিউক্ত উদ্দীপকের সঙ্গে ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার কোন বিষয়ে মিল রয়েছে?

     ক. প্রতিবাদ

খ. প্রতিরোধ

     গ. অবস্থান পরিবর্তন

ঘ. সাহসী জাতি

৩৮।   উদ্দীপকের আলোকে উক্ত বিষয়ে ফুটে ওঠে—

     i. নদীমাতৃক বাংলার বন্দনা

     ii. জীবনের সংগ্রাম

     iii. বাঙালি জাতিসত্তার ইতিহাস

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. i ও iii

     গ. ii ও iii

ঘ. i, ii ও iii

 

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ‘সুধীর দত্ত একজন নামকরা শিল্পী। তিনি তাঁর শিল্প মনের রংতুলিতে গড়ে তোলেন তাঁর শিল্পকর্ম। তাঁর শিল্পকর্ম তাঁকে গণমানুষের শিল্পীর মর্যাদা দিয়েছে। তাঁর শিল্পের মূল বিষয়বস্তু মাটি ও মানুষ।’

৩৯।   উদ্দীপকের শিল্পীর সঙ্গে তোমার পঠিত কোন কবির মিল রয়েছে?

     ক. সৈয়দ শামসুল হক

খ. দিলওয়ার

     গ. আহসান হাবীব

ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

৪০।   উপরিউক্ত উত্তরের কবি হলেন—

     i. একুশে পদকপ্রাপ্ত

     ii. ছড়াকার

     iii. গণমানুষের কবি

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

খ. i ও iii

     গ. ii ও iii

ঘ. i, ii ও iii



উত্তরগুলো মিলিয়ে নাও

১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ  ৭. খ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ  ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ

Share this

Related Posts

Previous
Next Post »