Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

2 min read
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 মিসেস মুনিরা পৈতৃক সম্পদ বিক্রয় করে বেশ কিছু টাকা পান। তাঁর চাকরিজীবী স্বামী এই টাকা তাঁকে ব্যাংক হিসাবে রাখার পরামর্শ দেন। যেখান থেকে তিনি ইচ্ছামতো টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি কিছু লাভও পাবেন। কিন্তু মুনিরা অধিক আয়ের প্রত্যাশায় সবচেয়ে বেশি লাভের হিসাবে এই টাকা জমা করেন।

১।   মিসেস মুনিরার স্বামী কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছেন?     
 ক. সঞ্চয়ী             খ. চলতি      গ. স্থায়ী         ঘ. ডিপোজিট পেনশন স্কিম 
২।   মিসেস মুনিরা তাঁর হিসাব থেকে যেসব সুবিধা পাবেন, তা হলো—     
 i. জমাকৃত অর্থের বিপরীতে ঋণের সুযোগ      ii. ঝুঁকিবিহীন অধিক মুনাফা             iii. অধিকতর ব্যাংকিং সুবিধা      নিচের কোনটি সঠিক?     
 ক. i  খ. ii      গ. i ও ii    ঘ. i, ii ও iii 
৩।   ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?     
 ক. করের পরিমাণ হ্রাস         খ. তহবিল বৃদ্ধি      গ. সুদ হ্রাস      ঘ. মুনাফা বৃদ্ধি 
৪।   নিচের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?      ক. ঋণপত্র      খ. বন্ড      গ. সাধারণ শেয়ার      ঘ. অগ্রাধিকার শেয়ার
 ৫।   কোন ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?     
 ক. চক্রবৃদ্ধি সুদ         খ. সরল সুদ      গ. প্রকৃত সুদ      ঘ. নামিক সুদ
 ৬।   নিচের কোনটির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে ব্যবসা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এর অর্থ পরিশোধের প্রয়োজন হয় না?      ক. লিজিং        খ. শেয়ার বিক্রয়      গ. ঋণপত্র       ঘ. বাণিজ্যিক পত্র 
৭।   কে বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে?      ক. বিক্রেতা       খ. ব্যাংক      খ. আমদানিকারক        ঘ. ক্রেতা 
৮।   বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে অসুবিধা হলো—      i. নিয়ন্ত্রণ       ii. সম্পদের ওপর দাবি      iii. সীমিত আয়      নিচের কোনটি সঠিক?  
    ক. i ও ii       খ. i ও iii      গ. ii ও iii       ঘ. i, ii ও iii   
উত্তরগুলো মিলিয়ে নাও ১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. খ - 
Labels : #SSC-Finance-Banking ,

Post a Comment