- ফিন্যান্স ও ব্যাংকিং
১. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে-
র. রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন রর. পাবলিক লিমিটেড কোম্পানি
ররর প্রাইভেট লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২. বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের নিকট থেকে- সুদে আমানত গ্রহণ করে।
ক) ৮% হার খ) অধিক হার গ) ১০% হার ঘ) স্বল্প হার
৩. গড় মুনাফা পদ্ধতিকে নির্ভরযোগ্য মনে না করার কারণ কী?
ক) নগদ প্রবাহ ব্যবহার করায়
খ) নিট মুনাফা ব্যবহার করায়
গ) নগদ প্রবাহকে সময়মূল্যে বিবেচনা করায়
ঘ) অর্থের সময়মূল্যকে বিবেচনা করায়
৪. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে গাণিতিক বিশ্লেষণ কাজে লাগানো হয়?
ক) ১৯৩০ খ) ১৯৪০ গ) ১৯৫০ ঘ) ১৯৬০
৫. যেসব আয়ের সঙ্গে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়?
ক) অনুমেয় আয় খ) ঝুঁকিবহুল আয়
গ) প্রকৃত আয় ঘ) অর্জিত আয়
৬. কোনটি সুদ বহির্ভূত?
ক) ঋণপত্র খ) বিনিয়োগ গ) সঞ্চয়পত্র ঘ) ব্যাংক জমা
৭. বহিস্থ তহবিলের অসুবিধা কী?
ক) ফেরত দেয়া বাধ্যতামূলক
খ) সুদ প্রদান বাধ্যতামূলক
গ) কিস্তিতে পরিশোধ করা বাধ্যদামূলক
ঘ) বিনিয়োগ করা বাধ্যতামূলক
৮. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী?
ক) মুনাফা অর্জন খ) জনকল্যাণ
গ) বিনিয়োগ বৃদ্ধি ঘ) মূলধন গঠন
৯. কোনটি বিবেচেনা করে বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত?
ক) মূলধনি গঠন খ) বাজার গবেষণা
গ) মূলধন খরচ ঘ) অর্থ পরিচালন খরচ
১০. গড় নিট মুনাফা ৫০,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে গড় মুনাফার হার হলো-
র. ১০% রর. ২০% ররর. ২৫%
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর
১১. কোনটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত হয়?
ক) পরিচালনা পর্ষদ খ) প্রতিনিধি পর্ষদ
গ) উচ্চ প্রতিনিধি পর্ষদ ঘ) অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ
১২. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি নিচের কোনটি?
ক) জমার হার পরিবর্তন নীতি খ) ঋণের বরাদ্দকরণ নীতি
গ) ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ ঘ) জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন
১৩. কোনটির মাধ্যমে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে?
ক) প্রত্যয়পত্র খ) ব্যাংক হিসাব গ) চেক ঘ) ব্যাংক ড্রাফট
১৪. বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো রাষ্ট্রের বা সরকারের মালিকানায় থাকা উচিত-
র. কেন্দ্রীয়ভাবে দেশের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য
রর. নোট ও মুদ্রা প্রচলনের একক নীতি ও মান রক্ষার জন্য
ররর. মুনাফা অর্জন করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) ররর খ) র গ) র ও রর ঘ) র, রর ও ররর
১৫. ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের মাধ্যমে কোন পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব?
ক) আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে খ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে
গ) অনিশ্চিত বাজারের ক্ষেত্রে ঘ) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে
১৬. তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা যায় কীভাবে?
ক) শ্রম আইন নীতির মাধ্যমে
খ) তারল্য সম্প্রসারণের নীতির মাধ্যমে
গ) অর্থায়নের নীতির মাধ্যমে ঘ) আইন স্বীকৃত নীতির মাধ্যমে
১৭. সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের কী?
ক) উদ্দেশ্য খ) বৈশিষ্ট্য গ) কার্যক্রম ঘ) লক্ষ্য
১৮. অপ্রতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৯. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?
ক) অবচয় তহবিল খ) মূলধন গ) ঋণ গ্রহণ ঘ) বিনিয়োগ
২০. আবির তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে মুন ব্যাংক হতে ২ বছরের জন্যে ১ লাখ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জামানত রাখতে বলেন। আবির জামানত হিসেবে ব্যবহার করতে পারে-
র মজুদ পণ্য রর চলতি মূলধন ররর স্থায়ী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২১. সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত কোনটি?
ক) সঠিক মূলধনী খরচ খ) সঠিক মূলধনী আয় গ) সঠিক মূলধনী ক্ষতি ঘ) কাম্য মূলধনী মুনাফা
২২. ভোক্ত ঋণ হলো-
র বার্ষিক হারে ঋণ পরিশাধ রর বড় অঙ্কের অর্থ বর্তমানে গ্রহণ
ররর ভবিষ্যতে সমান অঙ্কের কিস্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২৩. একটা চেকে টাকার পরিমাণ কত বার লেখা হয়?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২৪. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ওঈই) ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক) বিনিময় ব্যাংক খ) বিনিয়োগ ব্যাংক গ) ভোক্তা ব্যাংক ঘ) মার্চেন্ট ব্যাংক
২৬. গ্রাহক ব্যাংকের কাছে টাকা জমা দিলে ব্যাংক-
ক) ডেটর খ) ক্রেডিটর গ) ডেটর-ক্রেডিটর ঘ) কোন সম্পর্ক নেই
২৭. বিনিয়োগ সিদ্ধান্তর মাধ্যমে কীসের পরিকল্পনা করতে হয়?
ক) লাভ-ক্ষতি খ) আদেশ-নির্দেশ
গ) নির্দেশনা-নিয়ন্ত্রণ ঘ) আগমন-নির্গমন
২৮. মকবুল অর্থের সময়মূল্যের কোন সূত্র প্রয়োগের মাধ্যমে মহাজনকে বার্ষিক সুদ প্রদান করে?
ক) ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র খ) বার্ষিক বৃত্তি নির্ণয়ের সূত্র গ) বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র ঘ) প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র
২৯. ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক কিসের মাধ্যমে সৃষ্টি হয়?
ক) অর্থ আমানত রাখার মাধ্যমে খ) ব্যাংক হিসাব খোলার মাধ্যমে গ) ঋণ গ্রহণের মাধ্যমে ঘ) আর্থিক লেনদেন করার মাধ্যমে
৩০. ৬ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বাৎসরিক ১০% হারে অথবা মাসিক ৮% হারের মধ্যে কোনটি অধিক লাভজনক?
ক) মাসিক ১০% খ) বাৎসরিক ৮% গ) বাৎসরিক ১০% ঘ) মাসিক ৮%
৩১. তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কোনটি সৃষ্টি হয়?
ক) খদ্দের সম্পর্ক খ) নির্দেশক সম্পর্ক গ) নক্ষীতা সম্পর্ক ঘ) চলমান সম্পর্ক
৩২. সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্যে কীরূপ প্রভাব পড়ে?
ক) বাজারমূল্য কমে যায় খ) বাজারমূল্য বেড়ে যায় গ) বাজারমূল্য স্থিতিশীল থাকে ঘ) বাজারমূল্য অপরিবর্তিত থাকে
৩৩. বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তক কোন ব্যাংক?
ক) আইসিবি ইসলামী ব্যাংক লি. খ) আল-আরাফাহ ইসলামী লি. গ) শাহজালাল ইসলামী ব্যাংক লি. ঘ) ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
৩৪. তহবিল সরবরাহকারীদের জন্য যেটি প্রত্যাশিত আয়, সেটি তহবিল সংগ্রহকারীদের জন্য কী?
ক) মূলধন খরচ খ) মূলধন আয় গ) বিনিয়োগ ঘ) নিট মুনাফা
৩৫. নিচের কোনটি স্থায়ী খরচ?
ক) অবচয় খ) কর্মচারীর বেতন গ) কাঁচামাল ক্রয় ঘ) অন্যান্য পরিচালনা খরচ
৩৬. বাংলাদেশের আমদানিকৃত পণ্য নয় কোনটি?
ক) খাদ্যসামগ্রী খ) কাঁচামাল গ) তৈরি পোশাক ঘ) ওষুধ
৩৭. আমানতকারীর প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত?
ক) নিরাপত্তার নীতি খ) সততার নীতি গ) তারল্যের নীতি ঘ) উন্নয়নের নীতি
৩৮. ব্যবসায়ের প্রতিটি আর্থিক সদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকে-
র. অর্থের আন্তঃপ্রবাহ
রর. অর্থের বহিঃপ্রবাহ
ররর. অর্থের উপযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৩৯. মেয়াদি আমানতে সুদের হার কত?
ক) প্রায় ৮% খ) প্রায় ১০ % গ) প্রায় ১২ % ঘ) প্রায় ১৩ %
৪০. অনগ্রসর ব্যাংক স্যবস্থার কারণে ব্যবসায়ীদের অর্থ সঙ্কট হতে সৃষ্ট সমস্যা মোকবেলায়-
র পরিকল্পনামাফিক আয়কর কমানোর ব্যবস্থা করতে হয়
রর পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয়
ররর সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪১. মুদ্রাবাজারের নিয়ন্ত্রক কোন ব্যাংক?
ক) শাখা ব্যাংক খ) ইসলামিক ব্যাংক গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক
৪২. নতুন ব্যবসায় শুরু করতে হলে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) স্থান নির্বাচন খ) ব্যবসায়ের ধরন নির্বাচন গ) স্থায়ী সম্পত্তি ক্রয় ঘ) কর্মচারী নিয়োগ
৪৩. তানিয়া রহমান ঘরে বসেই তার টেলিফোন বিল, গ্যাস বিল, ওয়াসা বিল এবং পৌরকর পরিশোধ করতে পারবেন কোনটির সাহায্যে?
ক) ই-ব্যাংকিং-এর সাহায্যে খ) ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘ) ই-মেইলের মাধ্যমে
৪৪. যৌথ মূলধনি কোম্পানিকে সরকার অনুমোদন দেয়ার আগে বিচার-বিশ্লেষণ করে-
র মূলধনের পরিমাণ
রর পরিচালকগণের পরিচয়পত্র
ররর ব্যবসায়ের উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪৫. ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের ফলাফল কী?
ক) বিক্রয় বৃদ্ধি খ) মুনাফা হ্রাস গ) মুনাফা বৃদ্ধি ঘ) সামগ্রিক আয় বৃদ্ধি
৪৬. ব্যাংক ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী?
ক) ঋণ খ) আমানত গ) শেয়ার ঘ) সিকিউরিটি
৪৭. কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
ক) ব্যাংক ঋণ গ্রহণ খ) লভ্যাংশ সমতাকরণ তহলিব গ) অংশীদারের অর্জিত মুনাফা ঘ) অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ
৪৮. ব্যাংক ও গ্রাহকের মধ্যকার অছির সম্পর্ক কোন ধরনের হয়?
ক) মুনাফাভিত্তিক খ) আইনগত গ) প্রতিনিধির ঘ) অংশীদারিত্বের
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও
* মি. চপলের নিজস্ব পুঁজি না থাকার কারণে ব্যংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় করেন। কিন্তু তার ব্যবসায়টি কাক্সিক্ষত মুনাফা অর্জন করতে না পারায় ঋণ পরিশোধে জটিলতার সৃষ্টি হয়।
৪৯. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে-
র রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন
রর পাবলিক লিমিটেড কোম্পানি
ররর প্রাইভেট লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক) ব্যবসায়িক ঝুঁকি খ) আর্থিক ঝুঁকি গ) সুদ হারের ঝুঁকি ঘ) তারল্য ঝুঁকি
৫০. বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের নিকট থেকে- সুদে আমানত গ্রহণ করে।
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর
১. (গ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (খ) ৬. (ক) ৭. (খ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (ক) ১১. (ক) ১২. (ক) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (ক) ২২. (ক) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (গ)
২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (গ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ঘ)
EmoticonEmoticon