নবম-দশম শ্রেনির ফিন্যান্স ও ব্যাংকিং

অধ্যায়- ব্যাংকের আমানত

প্রশ্ন-১ নিচের অনুচ্ছেদটি পড় এবং এর আলোকে সংশিস্নষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।

জনাব আরিফ ঢাকার একজন ব্যবসায়ী। ‘জাবেদ ব্যাংক’-এ তার একটি হিসাব রয়েছে, যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন। তিনি একবার বেড়াতে চট্টগ্রাম যান। তখন হঠাত্ বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ঐ ব্যাংকের কল্যাণে তিনি তা সময়মতো কিনতে সমর্থ হন। বাংলাদেশের যেকোন জেলায় তাদের শাখা রয়েছে। তবে কোনো কার্ডের ব্যবস্থা নেই।

ক. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উত্স কী?

খ. ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন?

গ.‘জাবেদ ব্যাংক’-এ জনাব আরিফের কোন ধরনের হিসাব রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ ব্যাংকের একটি সেবা সাইফুলের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর:

ক. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উত্স আমানত।

খ. গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়।

মানুষের জীবিকা, প্রয়োজন, সময়, অবস্থান এবং চাহিদা সবার এক নয়। সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন আয়সম্পন্ন লোকের জন্য ব্যাংক চলতি, স্থায়ী ও সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা রয়েছে। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবি, কৃষক, সম্পত্তি বিক্রয় ও পেনশনভোগী সকলের পেশা ভিত্তিক বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব খোলা উপযোগী। ফলে জনগণ নিজ নিজ আয় ও সুবিধা অনুযায়ী পছন্দমতো হিসাব খুলে থাকে।

গ. ‘জাবেদ ব্যাংক’-এ জনাব আরিফের চলতি হিসাব রয়েছে।

যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে চাহিবামাত্র আমানতকৃত অর্থ যতবার খুশি টাকা জমা ও উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে চলতি হিসাব বলে। একজন ব্যবসায়ীকে প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয় এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তার প্রয়োজন পড়ে, যা চলতি হিসাব ব্যতীত সম্ভব নয়।

উদ্দীপকের জনাব আরিফ একজন ব্যবসায়ী হিসেবে তাকে আর্থিক কার্যাদি সম্পাদনের জন্য ব্যাংকে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে হয়। এতে করে তার ব্যবসায়িক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যা চলতি হিসাব ছাড়া অন্য কোন হিসাবে সম্ভব নয়। বিনা খরচে এ হিসাব খোলা যায়। ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে চলতি হিসাব খুলতে হয় এবং সব সময় উক্ত পরিমাণ টাকা হিসাবে জমা রাখতে হয়। প্রয়োজনীয় মুহূর্তে পরিমাণমতো অর্থ নিয়ে লেনদেন করলে ব্যক্তিগত ও ব্যবসায়িক ঝুঁকি সহজে মোকাবিলা করা যায়। তাই বলা যায়, ব্যবসায়িক কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য উদ্দীপকের জনাব আরিফ জাবেদ ব্যাংকে চলতি হিসাব খোলেন।

ঘ. ব্যাংকের একটি চলতি হিসাবের সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে অধিক সহজ করে দেয়। কেননা ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব অত্যন্ত উপযোগী। ব্যাংকে চলতি হিসাব বিনা খরচে একজন ব্যবসায়ী খুলতে পারবে। এমনকি ব্যাংক চলাকালীন সময়ে তারা যতবার ইচ্ছা ও হিসাবে টাকা জমা দিতে এবং উত্তোলন করতে পারবে।

উদ্দীপকের জনাব আরিফ চলতি হিসাবের এনি ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবস্থা। যে কোন স্থানে উক্ত ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলনের ব্যবস্থা ব্যবসায়িক পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রমকে সহজ করে দেয়। তাইতো তিনি চট্টগ্রামে বেড়াতে গিয়েও সস্তায় ব্যবসায়িক পণ্য পাওয়ায় ক্রয় করতে সক্ষম হন। এ ছাড়া চলতি হিসাবের মাধ্যমে ব্যবসায়ী তথা এই হিসাব খোলার উপযুক্ত সবাইকে ব্যাংক জমাতিরিক্ত ঋণ প্রদান করে থাকে। তথাপি ব্যবসায়ীরা চলতি হিসাবে ব্যবসায়-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে ব্যাংক থেকে পরামর্শ পেয়ে থাকে। তারা বিল, চেক, হুন্ডি প্রভৃতি অন্যান্য ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারেন। ব্যাংকে  হিসাবের কারণে প্রত্যয়পত্র খোলার সুযোগ দেয়। এই প্রত্যয়পত্রের মাধ্যমে আমদানি ও রপ্তানিকারকগণ বিদেশের সাথে লেনদেন সমাধা করে। ফলে ব্যবসায়িক কাজ অতি সহজ হয়ে যায়।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করতে ব্যাংকের চলতি হিসাবই যথেষ্ট।

Share this

Related Posts

Previous
Next Post »