নবম-দশম শ্রেণির পড়াশোনা- বিষয়-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

[বিশেষ দ্রষ্টব্যঃ বহুনির্বাচনি প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সঠিক উত্তরের বৃত্তটি () কালো বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। প্রশ্নে কোন প্রকার দাগ বা টিহ্ন


দেওয়া যাবেনা এমনকি একাধিক বৃত্ত ভরাট করা যাবেনা। প্রতিটি প্রশ্নের মান ১ (এক)]



 

১. ক্যাশ মেমোরি পরিস্কার করতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে?


(ক) হার্ডওয়্যার


(খ) কুকিজ


(গ) ব্রাউজার


(ঘ) সফটওয়্যার


২. নিচের কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ ?


(ক) উপাত্ত


(খ) তথ্য


(গ) আইসিটি


(ঘ) ইন্টারনট


৩. VLC media player ইনস্টেলেশনে কয়টি ধাপ অনুসরণ করতে হয়?


(ক) ৫টি


(খ) ৬টি


(গ) ১৫টি


(ঘ) ৮টি


৪. কোনো সফটওয়্যারকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে নিচের কোন পদ্ধতি অনুসরণ করা হয়?


(ক) Uninstall


(খ) Delete


(গ) Install


(ঘ) Run


৫. কীবোর্ডের ফাংশন কী এর সংখ্যা কতটি?


(ক) 11


(খ) 10


(গ) 13


(ঘ) 12


৬. ভাইরাসের নাম করন করেন কে?


(ক) ফ্রেড কোহেন


(খ) লর্ড বায়রন


(গ) অ্যাডা লাভলেস


(ঘ) স্টিভ জবস


৭. কীভাবে ভাইরাস এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ছড়িয়ে পড়ে?


(ক) সিডির মাধ্যমে


(খ) হার্ডডিক্সের মাধ্যমে


(গ) উভয়ই


(ঘ) কোনোটিই নয়


৮. এন্টিভাইরাস এর কাজ কী?


(ক) ভাইরাস প্রতিহত করা


(খ) হারানো ফাইল তৈরি করা।


(গ) CPU এর ক্ষমতা বাড়ানো


(ঘ) মাদারবোর্ড সাপোর্ট করা


নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:


কাইয়ুম হোসেন একজন লেখক মানুষ। সে সৃষ্টিকর্মের সাথে জড়িত। কিছুদিন আগে সে পাইরেসির স্বীকার হয়েছে।



 

৯. কোন আইন কাইয়ুম হোসেনের সৃষ্টিকর্মকে নিরাপত্তা প্রদান করবে?


(ক) পাইরেসি আইন


(খ) তথ্য অধিকার আইন


(গ) রাষ্ট্রীয় আইন


(ঘ) কপিরাইট আইন


১০. এই আইনের কারনে কাইয়ুম হোসেন যে সুবিধাসমুহ পাবে-


i. সৃষ্টিকর্মের সুরক্ষা প্রদান করা


ii. বিনিয়োগের সুফল ভোগ করা


iii. নিজের সৃষ্টিকর্মের মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া


নিচের কোনটি সঠিক


(ক) i ও ii


(খ) i ও রii


(গ) ii ও iii


(ঘ) i ও ii ও iii


১১. পাসওয়ার্ড সাধারণত কোন ভাষায় হতে পারে?


(ক) বাংলা


(খ) চিহ্ন


(গ) ইংরেজী


(ঘ) আরবি


১২. ফেসবুকে কাউকে বন্ধু বানানোর পূর্বে কোন ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন?


(ক) ব্যাক্তির পরিচয় সর্ম্পকে


(খ) তার মোবাইল নাম্বার সর্ম্পকে


(গ) বাড়ির ঠিকানা সর্ম্পকে


(ঘ) অ্যাকাউন্টের অস্তিত্ব সর্ম্পকে


১৩. যখন একজন জানে কাজটি ঠিক না, তারপরেও কাজটি ছাড়তে পারে না তখন তাকে কী বলে?


(ক) বেঠিক ব্যবহার


(খ) অকাজ


(গ) নির্ভরশীলতা


(ঘ) আসক্তি


১৪. সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে কোন জিনিসটি জরুরী?


(ক) মোবাইল


(খ) সতর্কতা


(গ) ই-মেইল


(ঘ) টেলিফোন


১৫. কম্পিউটার গেম খেলার ফলে মুলত কোন কাজটি হয়?


(ক) খেলা


(খ) বিনোদন


(গ) আসক্তি


(ঘ) সৃজনশীলতা বৃদ্ধি


১৬. সামাজিক নেটওয়ার্কের ব্যবহারের সময় কোন বিষয় সচেতন হতে হবে?


(ক) সময় সর্ম্পকে


(খ) ব্যবহার সর্ম্পকে


(গ) বন্ধু সর্ম্পকে


(ঘ) ভাইরাস সর্ম্পকে


১৭. কপিরাইট আইনের আওতায়, কে কম্পিউটার সফটওয়্যার এর মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন?


(ক) নির্মাতা


(খ) প্রোগ্রামার


(গ) উদ্যোক্তা


(ঘ) সবগুলো


১৮. BSA কী ধরনের সংখ্যা?


(ক) কপিরাইট


(খ) সফটওয়্যার ফার্ম


(গ) সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ এবং পাইরেসি নজরদারি করার সংস্থা


(ঘ) কম্পিউটার থৈরীii সংস্থা


১৯.সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য কোনটি প্রয়োজন?


(ক) মেধা


(খ) শ্রম


(গ) মূল্য


(ঘ) সবগুলো


২০. কোন আইনে নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করা হয়েছে?


(ক) তথ্য প্রাপ্তির আইন


(খ) তথ্য লাভের আইন


(গ) তথ্য অধিকার আইন


(ঘ) মানবধিকার আইন


২১. ট্রাবলশুটিং কী?


(ক) সমস্যার সমাধান করার প্রক্রিয়া


(খ) সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া


(গ) সমস্যা তৈরী করার প্রক্রিয়া


(ঘ) সফটওয়্যার এর সমস্যা নির্ধারণ প্রক্রিয়া


২২. কম্পিউটারের মেটাল অংশ স্পর্শ লাগলে শক কেন করে?


(ক) বায়োসের সমস্যা থাকলে


(খ) কম্পিউটারে র‌্যাম এর জায়গা কম হলে


(গ) আই সি কাজ না করলে


(ঘ) কম্পিউটারটি আর্থিং করা না থাকলে


২৩. কম্পিউটার গেমে আসক্তির কারণে যে যে সমস্যা হতে পারে-


i. স্বাভাবিক জীবনযাপনে অনীহা


ii. নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা


iii. কম্পিউটার নষ্ট হয়ে যাওয়া


নিচের কোনটি সঠিক


(ক) i ও ii


(খ) i ও iii


(গ) ii ও iii


(ঘ) i ও ii ও iii


২৪. কোনটি অন্যদের থেকে আলাদা


(ক) AVG


(খ) AVIRA


(গ) AVAST


(ঘ) UNIN


২৫. নিচের কোন পাসওয়ার্ডটি সঠিক?


(ক) 123456


(খ) 654321


(গ) Bangladesh


(ঘ) 19_BangLa@Desh


উত্তর


১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩


ঘ খ ঘ খ ঘ ক গ ক ঘ ঘ গ ক ঘ


১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫


খ খ ক ঘ গ ঘ গ খ ঘ ক ঘ ঘ

পঞ্চম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান


প্রাকৃতিক সম্পদ


প্রশ্ন ১। সম্পদ কী?


উত্তর : সম্পদ হলো এমন কিছু, যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়।


প্রশ্ন ২। সম্পদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?


উত্তর : সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদ।


প্রশ্ন ৩। প্রাকৃতিক সম্পদ কাকে বলে?


উত্তর : প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ।


প্রশ্ন ৪। মানব সৃষ্ট সম্পদ কী?


উত্তর : মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ।


প্রশ্ন ৫। মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে?


উত্তর : মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকে আসে।


প্রশ্ন ৬। কাচ কী থেকে তৈরি হয়?


উত্তর : বালি থেকে কাচ তৈরি হয়।


প্রশ্ন ৭। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কী কী পেয়ে থাকি?


উত্তর : প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি।


প্রশ্ন ৮। অনবায়নযোগ্য সম্পদ কী?


উত্তর : যে সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয় তাই অনবায়নযোগ্য সম্পদ।


প্রশ্ন ৯। তিনটি অনবায়নযোগ্য সম্পদের নাম লেখ।


উত্তর : তিনটি অনবায়নযোগ্য সম্পদ হলো- (১) তেল, (২) গ্যাস ও (৩) কয়লা।


প্রশ্ন ১০। নবায়নযোগ্য সম্পদ কী?

উত্তর : যে সকল সম্পদের উৎস অফুরন্ত অর্থাৎ যে সকল সম্পদ একবার নিঃশেষ হলে পূনরায় ফিরে পাওয়া সম্ভব তাই নবায়নযোগ্য সম্পদ।


প্রশ্ন ১১। তিনটি নবায়নযোগ্য সম্পদের নাম লেখ।


উত্তর : তিনটি নবায়নযোগ্য সম্পদ হলো- (১) সূর্যের আলো (২) বায়ুপ্রবাহ ও (৩) পানির স্রোত।


প্রশ্ন ১২। আমরা কিভাবে সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই?


উত্তর : সৌর পানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্য্ৎু শক্তি পাই।

একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ ইংরেজি প্রথম পত্র || HSC/Class 11/12 English 1st paper

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানবে। আশা করি তোমরা সবাই ভাল আছ এবং মনোযোগ সহকারে পড়াশুনা করছ। আজ আমরা ইংরেজি ১ম পত্রের Part-1 অংশে Reading Test নিয়ে আলোচনা করছি। এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব, কর্তব্য এবং সামাজিক অবস্থানের কথা বলা হয়েছে। সাহিত্য ও শিল্পকলায় ট্রাফিক পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।


PART-1: READING TEST


1. Read the following text and answer the question A and B.


The persona of a traffic police man has always been a curious one. It has often found important space and close treatment in literature and other arts. Besides the many poems about this fascinating character there is at least one movie where the central character is a traffic police man. In 1963, Greek film maker Filippos Fylaktos made this film named ‘My brother’ the traffic police man. It featured a slightly manic traffic police man. Antonius Pikrocholos, who is utterly devoted to service and duty, and applies the traffic code with unyielding severity. Tickets rain down upon law- breakers in particular taxi-drivers and especially Lampreys, who happens to be in love with Pikrocholos’ sister, Fofo. In his turn, the traffic police man is in love with a business man’s daughter, Kiki, who is afraid to reveal her feelings to her father. Besides, Antonis has given lots of traffic tickets to father’s company. For all these reasons, the road to marriage for both couples is long and strewn with obstacles, but the outcome is a happy one for everyone involved.


A. Choose the correct answer from the alternatives.


(a) What does the word persona in the passage refer to?


(i) icon


(ii)symbol


(iii) image


(iv) myth


(b) How has this character been treated in literature?


(i) With little importance


(ii) has been maltreated


(iii) Presented with indignity


(iv) duly valued


(c) What does the word important in the passage refer to?


(i) central


(ii) significant


(iii) vocal


(iv) focal.


(d) What does the word treatment in the passage refer to?


(i) discourse


(ii) focus


(iii) converse


(iv) coverage.


(e) What does the word feature in the passage refer to?


(i) discourse


(ii) talk


(iii) converse


(iv) highlight.


Answer:


(a) image


(b) duly valued


(c) significant


(d) coverage


(e) highlight.


B. Answer the following questions.


(a) Can you name the maker of the film my brother, the Traffic Police man? When was it made?


(b) Why does Antonis Pikrocholos issue a lot of tickets to low-breakers in particular taxi- drivers and especially Lam pros?


(c) Is the traffic police man in love with any one? If yes, who is she?


(d) Who is the central character of Filippos Fylaktos’ film “my brother, the traffic policeman’’?


(e) What do you know about Kiki? What is she afraid of?


Answer:


(a) The name of the maker of the film my brother, the Traffic policeman was Filippos Fylaktos, a Greek film maker. The film was made in1963.


(b) Antonis Pikrocholos issuses a lot of tickets to law-breakers in particular taxi- drivers and especially Lam pros because the man is in love with Pikrocholos’ sister, Fofo.


(c) Yes, the traffic policeman is in love with a girl. Her name is Kiki. She is the daughter of a businessman.


(d) Antonis Pikrocholos, a slightly manic traffic policeman, is the central character of Fitippos Fyloktos’ film “My brother, the Traffic policeman”.


(e) Kiki is a businessman’s daughter. Antonis Pikrocholos is in love with her. She is afraid of revealing her feeling to her father.


Changing Sentence - Class Nine/Ten [SSC] - নবম শ্রেণির পড়াশোনা


Question no-06

12.(a) Strategy is the most important thing in the exam. (Comparative)

(b) Any answer in the exam should not be elaborated. (Active)

(c) When he gets the question paper, he should read it carefully. (Simple)

(d) At first glance, the question may seem difficult. (Neg)

(e) A student should attempt to answer all the question to get good marks. (Complex)

(f) If an examinee answers all the question, the examiner becomes glad to see that. (Simple)

(g) It is better than not answering at all. (positive)

(h) It is really sensible. (Excl)

(i) The examinee should not waste time by doing it. (Passive)

(j) Without following this process, you can not bring a good result.(Compound)

13.(a) Hazi Mohammad Mohsin was more generous than any other man in this subcontinent. (Positive)

(b) He born in Hoogly. (complex)

(c) He inherited a best property from his father.(Int)

(d) He did not misuse this wealth.(passive)

(e) He is called a friend of humanity. (Active)

(f) He did not marry. (Affir)

(g) During his life time, he is spend to help the poor. (compound)

(h) He was very kind to the poor. (Neg)

(i) One night when he was saying his prayer, a thief broke into his room.(Simple)

(j) He caught the thief but did not punish him. (Complex)

Answer

12.(a) Strategy is more important than any other thing in the exam.

(b) A student should not elaborate any answer in the exam.

(c) On his getting the question paper, he should read it carefully.

(d) At first glance, the question may not seem easy

(e) A student should attempt to answer all the question so that he could get good marks.

(f) By answering all the question, the examiner becomes glad to see that.

(g) But answering is as good as it.

(h) How sensible it is !.

(i) Time should not be wasted by doing it.

(j) Follow this process or you can not bring a good result.

13.(a) No other man in this subcontinent was as generous as Hazi Mohammad Mohsin.

(b) Hoogly is the place where he was born.

(c) Did not he inherit a best property from his father ?

(d) This wealth was not misused by him.

(e) People call him a friend of humanity.

(f) He was unmarried.

(g) During his life time, he is spend and help the poor.

(h) He was not unkind to the poor at all.

(i) One night at the time of saying his prayer, a thief broke into his room.

(j) Though he caught the thief , he did not punish him.


 

বনবিড়াল - পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ের ‘হাতি আর শিয়ালের গল্প’-এ বনবিড়ালের উল্লেখ আছে

বনবিড়াল - পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ের ‘হাতি আর শিয়ালের গল্প’-এ বনবিড়ালের উল্লেখ আছে

 


বনবিড়াল বা Jungle cat আমাদের গ্রামবাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি প্রাণী। সবচেয়ে বড় প্রজাতির বনবিড়ালের বৈজ্ঞানিক নাম Felis chaus। এরা সাধারণ বিড়ালের থেকে প্রায় তিন গুণ বড় এবং এদের পা তুলনামূলক অনেকটা লম্বা। গায়ের রং হলদেটে ধূসর বা বালুর বর্ণের সঙ্গে হালকা লালচে-বাদামি আভাযুক্ত। লেজের মাঝ থেকে শেষ পর্যন্ত কালো ডোরাকাটা দাগ আছে। পেছনের ও সামনের পায়ের ঊরুর দিকেও ডোরাকাটা দাগ দেখা যায়। মাথা দেহের তুলনায় অল্প ছোট ও গলা লম্বা। পা লম্বা হওয়ার কারণে এরা অনেকটা লাফিয়ে শিকার ধরতে পারে। এদের বড় কান ও তীক্ষ শোনার ক্ষমতা শিকারের একেবারে নিখুঁত ও সঠিক অবস্থান বুঝতে সাহায্য করে।


বনবিড়াল খুব চালাক প্রকৃতির প্রাণী। মাটিতে যেমন দ্রুত দৌড়াতে পারে, গাছে ওঠা, এমনকি সাঁতারেও সমান দক্ষ।


বনবিড়াল সাধারণত ঘন ঝোপঝাড়ের ভেতরে থাকতে পছন্দ করে বিশেষত যেখানে সূর্যের আলো তেমন পৌঁছায় না। তবে রোদ পোহানোর জন্য ও শিকারের তাগিদে এবং বাসস্থান পরিবর্তনের জন্য খোলা জায়গায় আসে। এরা একা থাকতেই বেশি পছন্দ করে। তবে প্রজননের সময় সঙ্গিনীর সঙ্গে থাকে। ডিসেম্বর ও জুলাই মাসে এরা বাচ্চা প্রসব করে এবং প্রায় ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চারা মায়ের সঙ্গে থাকে। বনবিড়াল বছরে তিন থেকে পাঁচটি বাচ্চা দেয়। ছোট পাখি, ইঁদুর, ছোট স্তন্যপায়ী প্রাণীসহ গৃহপালিত হাঁস-মুরগি এদের খাদ্যতালিকার অন্তর্ভুক্ত।


এদের জীবনকাল ১৪ বছর। এই বিড়াল বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইসরায়েল, মিয়ানমার, পাকিস্তান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, ভুটান, জর্জিয়া, লাওস, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মিসর, ইরাক, ইরান প্রভৃতি দেশে দেখা যায়।


বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে ছোট বনবিড়ালের প্রজাতির নাম চিতামাসি। এর ইংরেজি নাম Leopard Cat ও বৈজ্ঞানিক নাম Felis bengalensis। লেজ বাদে শরীরের মাপ ৬৩ সেন্টিমিটার। লেজ ২৯ সেন্টিমিটার। ওজন আড়াই কেজি থেকে সাড়ে চার কেজি। এদের দেহে চিতাবাঘের মতো বাদামি বা কালো বুটি বুটি দাগ, লেজ-পায়েও একই রকম বুটি থাকে। কানের পেছনে সাদা গোলাকার ছোপ থাকে বাঘের মতো। এই প্রজাতির বনবিড়ালও গাছে চড়তে ওস্তাদ, কুশলী শিকারি, তুখোড় সাঁতারু ও দারুণ দৌড়বিদ। গাছে চড়ে রাতে এরা ছোট ছোট পাখি ও পাখির ছানা শিকার করে, বাসার ডিম চুরি করে। এক লাফে সাত ফুট দূরত্ব এরা অনায়াসে পার হতে পারে। খাদ্যতালিকায় আছে পোকা-পতঙ্গ-ব্যাঙ-মাছ-ইঁদুর-হাঁস-মুরগির ছানা ইত্যাদি।

source: kalerkantho.com