জেএসসি গনিত পরীক্ষা ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ 


মডেল টেষ্ট  

সময় : ৪০ মি:             পূর্ণমান-৪০            
              
১। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত ?
(ক) ১      (খ) ২            (গ) ৩           (ঘ) ৪
২। নিম্নের কোন তালিকার সংখ্যাগুলো মৌলিক সংখ্যা ?
(ক) ০, ১, ২, ৩, ৫, ৭  
(খ) ২, ৩, ৫, ৭, ৯   
(গ) ২, ৩, ৫, ৭, ১১, ১৩
(ঘ) ১, ২, ৩, ৫, ৭, ১১
৩। ১, ৪, ৯, ১৬, ২৫ তালিকার পরবর্তী সংখ্যাটি কোনটি ?
(ক) ৩০    (খ) ৩৬       (গ) ৪৯         (ঘ) ৬৪
৪। ২৫ কে কোন দুটি সংখ্যার বর্গের অন্তর রূপে প্রকাশ করা যায় ?
(ক) ৮২- ৩২               (খ) ৬২-০২  
(গ) ১৩২-১২২             (ঘ) ১৩২-৯২
 
৫।                          প্যার্টানের পরবর্তী
 
চিত্রটিতে বাহুর সংখ্যা কত ?
(ক) ৯     (খ) ১১         (গ) ১৩         (ঘ) ১৫
৬। ‘ক’ সাংখ্যাক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত ?
(ক) ক২                     (খ) ২ক    
(গ) ক২ + ১               (ঘ) ক২ -১ 
৭। ৫% বলতে কী বোঝায় ?
 
(ক)           (খ) ০.৫
 
(গ) ৫ ঃ ১০০০         (ঘ) সবগুলোই ঠিক 
৮। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে কী
হয় না ?
(ক) ক্রয়মূল্য               (খ) বিক্রয়মূল্য   
(গ) প্রকৃত খরচ            (ঘ) লাভ বা ক্ষতি 
৯। লাভ বা ক্ষতি কিসের ওপর নির্ভর করে?
(ক) বিক্রয়মূল্য                            (খ) ক্রয়মূূল্য   
(গ) লোকসান                              (ঘ) মুনাফা 
১০। i. শুধু মুনাফা বলতে সরল মুনাফা বুঝায়
ii. আসল + মুনাফা = মুনাফা -আসল
iii. মুনাফা - আসল = A , আসল = P , মুনাফা = I হলে,  A = P + I   
নিচের কোনটি সঠিক-
(ক) i ও ii  (খ) i ও iii 
(গ) ii   ও iii                (ঘ) i, ii ও iii
১১। মেট্রিক পদ্ধতি কখন থেকে বাংলাদেশে চালু করা হয় ?
(ক) ১ জুলাই, ২০০৮                   (খ) ১ জুলাই ১৯৮২   
(গ) ১ জুলাই ১৯৮৫      (ঘ) ১ জুলাই ১৯৯৯
১২। নিচের কোনটি দৈর্ঘ্য পরিমাপের মূল একক ?
(ক) মিটার                                   (খ) সেন্টিমিটার  
(গ) কিলোমিটার                     (ঘ) মিলিমিটার 
১৩। ঘনবস্তুুর আয়তন হলো- 
(ক) ক্ষেত্রফল                                (খ) বর্গমাইল  
(গ) ঘনফল                                  (ঘ) ঘনমিটার 
১৪। ১ মিটার = কত ইঞ্চি ?
(ক) ৩৯.৩৭                          (খ) ৩৭.৩৯  
(গ) ৩৮.৩৭                          (ঘ) ৩৬.৩৯
১৫। ১ কি.মি. = কত মাইল ?
(ক) ১.৬২  (খ) ১.৬   (গ) ২.৬        (ঘ) ০.৬২
১৬। ১ ইঞ্চি = কত সে মি ?
(ক) ২.৫৪   (খ) ৩.৫৪  (গ) ৪.৫৪   (ঘ) ৫.৫৪
১৭। ১ মাইল = কত কি.মি. ?
(ক) ৬.১    (খ) ১.৬     (গ) ২.৬       (ঘ) ৩.৬
১৮। ১ হেক্টর = কত একর ?
(ক) ২.৪৭ (খ) ২৪.৭   (গ)  ৪.২৭    (ঘ) ৭.২৪ 
১৯। ১ একর = কত বর্গ. মি. ?
(ক) ৪৪০৬.২৪                   (খ) ৪৬৪০.২৪
(গ) ৬৪০৪.২৪                   (ঘ) ৪০৪৬.৮৬
২০। ৪০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম ?
(ক) ১০০ গ্রাম                  (খ) ১০০০ গ্রাম 
(গ) ১ গ্রাম                      (ঘ) ১০ গ্রাম
২১। i. ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ হচ্ছে =  
 
     ভূমির পরিমাপ × উচ্চতার পরিমাপ
 
ii.  আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ হচ্ছে = দৈর্ঘ্য × প্রস্থ
iii. তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার ।
নিচের কোনটি সঠিক-
(ক)  i ও ii                 (খ) i ও iii 
(গ) ii   ও iii               (ঘ) i, ii ও iii
২২। a + b =  10 , a – b = 8  হলে, ab = কত ?
(ক) 3      (খ) 6   (গ) 9              (ঘ) 12
২৩। a = 6, b = 3  হলে, 16 a2 – 27ab + 81b2  =  কত ?
(ক) 3     (খ) 6      (গ) 819          (ঘ) 12
 
২৪।       
 
 
(ক) 14   (খ) 16     (গ) 18          (ঘ) 20 
 
২৫। x2 – 4y2  এর উত্পাদক কত  ?
(ক) ( x + 4y )  ( x – 4y)  
(খ) ( x + 4y )  ( 9x + 4y)  
(গ) ( x + 2y )  ( x – 2y)  
(ঘ) ( x + 2y )  ( x – 4y)  
২৬। (a + b ) 2 – (a – b) 2  = কত ?
(ক) a 2 + b 2           (খ) 2 (a 2+ b 2)
(গ) 4ab                    (ঘ) 2 (a 2- b 2)
২৭। a3b4c3 এবং a5b3c4 এর গ.সা.গু. কত?
(ক) abc                   (খ) a2b2c2
(গ) a3b3c3              (ঘ) a4b4c4
২৮। a2 + b2 = কত ?
i. (a + b)2 – 2ab
ii. (a - b)2 + 2ab
iii.    { (a + b)2 + (a – b ) 2 }
নিচের কোনটি সঠিক-
(ক) i ও ii                  (খ) i ও iii
(গ) ii   ও iii               (ঘ) i, ii ও iii
২৯। সেট আবিষ্কার করেন কে ?
(ক) সেন্ট লুই পাস্তুর                    
(খ) জর্জ কেন্টর   
(গ) জন  ভেন                             
(ঘ) আল  খোয়াবিযমী
৩০। A     {} = কোনটি ?
(ক) A  (খ) {}    (গ) A    A   (ঘ) A    Á
৩১। Á কোনটি ?
(ক) A   (খ) U – A   (গ) {}    (ঘ) { }
 
৩২। D এমন একটি সেট যার কোন উপাদান নাই তাহলে D = কোনটি ?
(ক) 0   (খ) {0}       (গ) {}       (ঘ) {1}
৩৩। a দৈর্ঘ্য বিশিষ্ট্য ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত ?
(ক) 6a2     (খ) a3    (গ) 2a2     (ঘ) 4a2
৩৪। রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি ?
 
(ক)     ×  কর্ণদ্বয়ের গুণফল   
 
(খ) কর্ণদ্বয়ের গুণফল 
 (গ) কর্ণদ্বয়ের যেগাফল         
(ঘ) ৪ × কর্ণদ্বয়ের গুণফল
৩৫। একটি চর্তুভুজ আঁঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন ?
(ক) ৩টি    (খ) ৪টি    (গ) ৫টি      (ঘ) ৬টি
৩৬। i. দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়ত আঁঁকা যায়
ii. চারটি কোণ দেওয়া থাকলে  বর্গ আঁঁকা যায়
iii. বর্গের একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁঁকা যায়
নিচের কোনটি সঠিক-
(ক) i ও ii                  (খ) i ও iii 
(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii
৩৭। ৮, ১২, ১৬, ১৭, ২০ সংখ্যাগুলোর গড় কত ?
(ক) ১০.৫ (খ) ১২.৫   (গ) ১৩.৫     (ঘ) ১৪.৬
৩৮। ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত? 
(ক) ১১.৫    (খ) ১৪.৫   (গ) ১৬     (ঘ) ১৮.৬
৩৯। ৬, ১২, ৭, ১২, ১১, ১২, ১১, ৭, ১১ সংখ্যাগুলোর প্রচুরক কত ?
(ক) ১১ও ৭                                (খ) ১১ ও ১২  
(গ) ৭ ও ১২                               (ঘ) ৬ ও ৭
৪০। কোন শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভূক্ত হয় তার নির্দেশক  নিচের কোনটি ?
(ক) শ্রেণির গণসংখ্যা  (খ) শ্রেণির মধ্যবিন্দুু  
(গ) শ্রেণিসীমা          (ঘ) ক্রমযোজিত গণসংখ্যা
 
উত্তর:১ খ ২ গ ৩ খ ৪ গ ৫ ক ৬ ক ৭ ক ৮ ঘ
৯ খ১০ ঘ ১১ খ ১২ ক ১৩ গ ১৪ ক ১৫ ঘ ১৬ ক
১৭ খ ১৮ ক ১৯ ঘ২০ গ ২১ ঘ ২২ গ ২৩ গ ২৪ গ ২৫ গ২৬ গ ২৭ গ ২৮ ঘ ২৯ খ ৩০ খ ৩১ খ ৩২ গ ৩৩ ক ৩৪ ক ৩৫ গ ৩৬ খ ৩৭ ঘ ৩৮ গ
৩৯ খ ৪০ ক

Share this

Related Posts

Previous
Next Post »