নবম ও দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

নবম ও দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র
১।   কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ?     
ক. পিক     খ. অহি      গ. ধেনু     ঘ. কুঞ্জর
 ২।   ‘আগ্রহ’—অর্থে ‘মাথা’ শব্দের প্রয়োগ কোনটি?     
 ক. মাথা ধরা খ. মাথা ব্যথা      গ. মাথা দেওয়া     ঘ. মাথা খাওয়া 
৩।   কোন শব্দের প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?     
 ক. নিমাই    খ. মুটে      গ. কানাই    ঘ. কেষ্টা 
৪।   কোনটি নাসিকা ধ্বনি?      ক. জ খ. গ      গ. ম ঘ. ঘ 
৫।   ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি—এক কথায় কী বলা হয়?      
ক. ঐতিহাসিক      খ. ইতিহাসবেত্তা      গ. ইতিহাস রচয়িতা      ঘ. ইতিহাস স্রষ্টা 
৬।   কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?    
  ক. সদানন্দ   খ. উত্থান      গ. অত্যাচার  ঘ. দিগন্ত 
৭।   সাজিরা, সাজোয়ান—শব্দগুলোতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?    
  ক. সঙ্গে     খ. উত্কৃষ্ট      গ. উত্তম     ঘ. অভাব ৮।   কোনটির লিঙ্গান্তর হয় না?     
ক. বেয়াই    খ. সাহেব      গ. কবিরাজ   ঘ. কুলি ৯।   ‘চিকামারা’ বলতে কোনটি বোঝায়?    
  ক. দেয়ালে লেখা      খ. হীন শত্রুর সঙ্গে লড়া      গ. শত্রুকে বিনাশ করা      ঘ. বাজে কাজ করা 
১০।  ‘যথা ধর্ম তথা জয়’—এটি কোন অব্যয়ের উদাহরণ?   
   ক. অনুকার অব্যয়      খ. বাক্যালঙ্কার অব্যয়      গ. নিত্য সম্বন্ধীয় অব্যয়      ঘ. বিয়োজক অব্যয় 
১১।  ‘সে যেন আসে’—কোন বাচ্যের উদাহরণ?    
 ক. কর্তৃবাচ্য   খ. ভাববাচ্য      গ. কর্মকর্তৃবাচ্য ঘ. কর্মবাচ্য 
১২।  ‘যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়’—কোন বাক্য?   
   ক. যৌগিক বাক্য     খ. সরল বাক্য গ. আশ্রিত বাক্য     ঘ. জটিল বাক্য 
১৩।  ‘অন্তরীপ’—কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?  
    ক. ব্যাধিকরণ বহুব্রীহি      খ. সমানাধিকরণ বহুব্রীহি      গ. প্রত্যয়ান্ত বহুব্রীহি      ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি 
১৪।  অর্থ সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?  
    ক. অর্থের      খ. প্রশ্নচিহ্নের      গ. সর্বনাম ও বিশেষ্য পদের      ঘ. ক্রিয়াপদের 
১৫।  বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?     
 ক. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়      খ. এন বি হ্যালহেড      গ. উইলিয়াম কেরী      ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ 
১৬।  ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’—এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?      
ক. সামান্য   খ. আধিক্য      গ. আতিশয্য  ঘ. ধারাবাহিকতা 
১৭।  বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ—      
ক. টাক, টুক, টুকু      খ. গুলি, গুলা, গুলো      গ. খানা, খানি, গাছা      ঘ. কেতা, তা, পাটি 
১৮।  ‘তৃষ্ণা’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?    
  ক. ষ+ন     খ. ষ+ঞ      গ. ষ+ঙ     ঘ. ষ+ণ 
১৯।  নিচের কোনটি বাংলা সন্ধি?    
  ক. মিথ্যুক    খ. কথামৃত      গ. মহার্ঘ    ঘ. সদানন্দ 
২০।  দুর্নীতি, দুর্নাম, সর্বনাম প্রভৃতি শব্দে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় না কেন?      
ক. তৎসম শব্দ বলে      খ. দেশি শব্দ বলে      গ. সমাসবদ্ধ শব্দ বলে      ঘ. বিদেশি শব্দ বলে 
২১।  দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?      
ক. সমীভবন খ. বিষমীভবন      গ. স্বরসংগতি  ঘ. সমীকরণ 
২২।  সংখ্যা গণনার মূল এক একক কী?      ক. শূন্য     খ. এক      গ. এক+এক   ঘ. এক গুণ 
২৩।  ‘বধ্’—শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় কোনটি?   
   ক.  বধ্+অ   খ.  বধ্+অল      গ.  বধ্+ঘঞ  ঘ.  হন্+অল
 ২৪।  ‘সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল’—বাক্যে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?    
  ক. অসমান কর্তা      খ. নিরপেক্ষ কর্তা      গ. এককর্তা      ঘ. শর্তাধীন কর্তা 
২৫।  নিচের কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?   
   ক. চার আর তিনে সাত হয়      খ. শিকারি পাখিটিকে গুলি করল      গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি      ঘ. হাসান বই পড়ছে 
২৬।  নিচের কোন শব্দটি ‘নী’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ নয়?   
   ক. কামারনী  খ. ধোপানী      গ. ভাগনী    ঘ. মজুরনী
 ২৭।  নিচের কোনটি বিদেশগত ধাতু?    
  ক. বন্ধ্ খ. ফির্      গ. হস্ ঘ. কথ্
২৮।  নিচের কোনটি পারিভাষিক শব্দ?     
 ক. রেডিও    খ. ম্যানেজার      গ. ফাইল    ঘ. সাময়িকী 
২৯।  কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে?     
 ক. সত্য বলবে      খ. তোমার নাম কী?      গ. মানুষ হও      ঘ. শিক্ষককে মান্য করবে 
৩০।  ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?     
 ক. মালিকা   খ. বালিকা      গ. নবীনা    ঘ. কনিষ্ঠা 
৩১।  ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা’—এ বাক্যে ‘আমারে’ কোন কারকে কোন বিভক্তি?      
ক. কর্মকারকে দ্বিতীয়া      খ. কর্তৃকারকে দ্বিতীয়া      গ. কর্মকারকে ষষ্ঠী      ঘ. কর্তৃকারকে ষষ্ঠী 
৩২।  কোনটি বিদেশি অব্যয়?   
   ক. বেশ বেশ       খ. অতএব      গ. শাবাস         ঘ. কন কন 
৩৩।  বাংলা বর্ণমালায় কয়টি মাত্রাবিহীন বর্ণ আছে?     
   ক. সাতটি    খ. আটটি         গ. নয়টি     ঘ. দশটি 
৩৪।  কোন শব্দের ‘অ’ ধ্বনির উচ্চারণ সংবৃত? 
     ক. কলম     খ. নোলক      গ. তৃণ ঘ. অতি 
৩৫।  ‘গোবর গণেশ’—বাগধারাটির অর্থ কী?     
 ক. গোবরের মতো আবর্জনা      খ. মূর্খ      গ. চালাক      ঘ. অলস 
৩৬।  ‘পানি’র সমার্থক শব্দ কোনটি?      ক. সৈকত    খ. সবিতা      গ. সাবার    ঘ. সলিল 
৩৭।  আঁক, চাল্—কোন আদিগণের অন্তর্ভুক্ত?      ক. উঠ্ খ. কাট্      গ. গাহ্     ঘ. নাহা 
৩৮।  ‘গতকল্য’—শব্দের পরোক্ষ উক্তি কোনটি?      ক. আগের দিন      খ. গতকাল      গ. পূর্ব দিন       ঘ. পর দিন 
৩৯।  এক সেকেন্ড থামতে হয় কোন যতি চিহ্নে?   
   ক. হাইফেন   খ. ড্যাস      গ. কমা     ঘ. লোপ 
৪০।  দ্বন্দ্ব সমাসের বিপরীতধর্মী সমাস কোনটি?      
ক. কর্মধারয়       খ. তত্পুরুষ      গ. বহুব্রীহি        ঘ. দ্বিগু উত্তরগুলো মিলিয়ে নাও 
১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬ গ. ২৭ খ ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ 

Share this

Related Posts

Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)
৩০ আগস্ট, ২০১৮ এ ৪:১৯ PM delete

thanks
plz if you have any ssc 2019 suggestion give me

Reply
avatar