অধ্যায় -০৩ দু-তরফা
দাখিলা পদ্ধতি
১. জনাব শ্যামল চন্দ্র একজন কাপড় ব্যবসায়ী । ঢাকার ইসলামপুরে
তার ব্যবসায় অবস্থিত। তিনি দু-তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি হিসাবের বই সংরক্ষন
করেন। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরুপ:
ডিসেম্বর ১ নগদ
৭০০০০০ টাকা মুলধন স্বরুপ কারবারে আনা হল।
১২ ২৫০০০ টাকার
কাপড় ধারে ক্রয় করা হল্
২৩ নগদে ৬০০০০
টাকার আসবাবপত্র ক্রয় করা হল।
২৪ কর্মচারী
রতনকে বেতন প্রদান করা হল ৮০০০ টাকা
৩১ নগদে কমিশন
প্রাপ্তি ৬০০০ টাকা।
ক. ডিসেম্বর মাসে মোট কত টকার পন্য ক্রয় করা হয়েছে?
খ. জনাব শ্যামল চন্দ্র এর উপরোক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট
নির্ন্য় কর।
গ. জনাব শ্যামল চন্দ্র িএর উপরোক্ত লেনদেনসমুহ হিসাবের
বিভিন্ন প্রাথমিক বইতে লিপিবদ্ধ কর।
ক. ডিসেম্বর মাসে পন্য ক্রয়ের পরিমান নির্ন্য়:
২০১১ ডিসে. ১২
|
কাপড় ধারে ক্রয় করা হল
|
২৫০০০
|
খ. প্রদত্ত লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ন্য়:
২০১১ ডিসে. ১
|
নগদান হিসাব
মুলধন হিসাব
|
৭০০০০০
|
৭০০০০০
|
১২
|
ক্রয় হিসাব
পাওনাদার হিসাব
|
২৫০০০
|
২৫০০০
|
২৩
|
আসবাবপত্র হিসাব
নগদান হিসাব
|
৬০০০০
|
৬০০০০
|
২৪
|
বেতন হিসাব
নগদান হিসাব
|
৮০০০
|
৮০০০
|
৩১
|
নগদান হিসাব
প্রাপ্ত কমিশন হিসাব
|
৬০০০
|
৬০০০
|
গ. জনাব শ্যামল চন্দ্রের
নগদ প্রাপ্তি জাবেদা
তারিখ
|
ক্রেডিট হিসাব খাত
|
সুত্র
|
নগদান ডেবিট
|
বাট্টা ডেবিট
|
বিক্রয় ক্রেডিট
|
দেনাদার ক্রেডিট
|
অন্যান্য হিসাব ক্রেডিট
|
২০১৫ ডিসে. ১
৩১
|
মুলধন হিসাব
প্রাপ্ত কমিশন হিসাব
|
৭০০০০০
৬০০০
৭০৬০০০
|
৭০০০০০
৬০০০
৭০৬০০০
|
নগদ প্রদান জাবেদা
তারিখ
|
চেক নম্বর
|
ডেবিট হিসাব খাত
|
সুত্র
|
ক্রয় ডেবিট
|
পাওনাদার ডেবিট
|
অন্যান্য হিসাব ডেবিট
|
প্রাপ্ত বাট্টা ক্রেডিট
|
নগদ ক্রেডিট
|
২০১৫ ডিসে. ২৩
২৪
|
আসবাবপত্র হিসাব
বেতন হিসাব
|
৬০০০০
৮০০০
৬৮০০০
|
৬০০০০
৮০০০
৬৮০০০
|
ক্রয় জাবেদা
তারিখ
|
ক্রেডিট হিসাব খাত
|
শর্ত
|
চালান নং
|
সুত্র
|
নগদ ক্রেডিট
|
২০১৫ ডিসে. ১২
|
বিবিধ পাওনাদার
|
২৫০০০
|
২। জনাব শহীদুল ইসলাম তাঁর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষন
করেন না। ১ লা জানুয়ারি ২০১৪ তারিখে তার ব্যবসায়ে মোট সম্পদ ও দায়ের পরিমান যথাক্রমে
২০০০০০ টাকা ও ৮০০০০ টাক উক্ত বৎসরে জনাব শহীদুল ইসলাম আরও ৩০০০০ টাকা নতুন করে
ব্যবসরয়ে বিনিয়োগ করেন । উক্ত বৎসরে তিনি মোট ১৫০০০ টাকা নগদ উত্তোলন করেন। ৩১
ডিসেম্বর ২০১৪ তারিখে তাঁর ব্যবসায়ে নিম্মোক্ত সম্পদ ও দায় সমুহ ছিল-
নগদ ৫০০০০, আসবাবপত্র ৪০০০০, দেনাদার ৩০০০, মজুদপন্য ৭০০০০,
ব্যাংক ঋণ ২০০০০, এবং পাওনাদার ২৫০০০ টাকা।
ক. জনাব শীদুল ইসলামের প্রারম্ভিক মুলধনের পরিমান নির্নয় কর।
খ. জনাব শহীদুল ইসলামের সমাপনী মূলধনের পরিমনা নির্নয় কর।
গ. ২০১৪ সালে জনাব শহীদুল ইসলামের ব্যবসায়ের লাভ/ক্ষতির
পরিমান নির্নয় কর।
ক. জনাব
শীদুল ইসলামের প্রারম্ভিক মুলধনের পরিমান নির্নয়:-
আমরা জানি, প্রারম্ভিক মূলধন= প্রারম্ভিক মোট সম্পদ-প্রারম্ভিক
মোট দায়
বিবরন
|
বিস্তারিত টাকা
|
পরিমান টাকা
|
প্রারম্ভিক মোট সম্পদ
(-) প্রারম্ভিক মোট দায়
|
২০০০০০
(৮০০০০)
|
১২০০০০
|
খ. জনাব
শহীদুল ইসলামের সমাপনী মূলধনের পরিমনা নির্নয় :-
আমরা জানি, সমাপনি মূলধন= সমাপনি মোট সম্পদ - সমাপনি মোট দায়
বিবরন
|
বিস্তারিত টাকা
|
পরিমান টাকা
|
সমাপনী মোট সম্পদ
নগদ
আসবাবপত্র
দেনাদার
মজুদ পন্য
(-) সমাপনী মোট্ দায়
ব্যাংক ঋণ
পাওনাদার
সমাপনী মুলধন
|
৫০০০০
৪০০০০
৩০০০০
৭০০০০
২০০০০
২৫০০০
|
১৯০০০০
(৪৫০০০)
১৪৫০০০
|
গ. আমরা জানি, লাভ/ক্ষতি
= {(সমাপনী মুলধন+উত্তোলন)-(প্রারম্ভিক মুলধন+অতিরিক্ত মুলধন)}
=
{(১৪৫০০০+১৫০০০)-(১২০০০০+৩০০০০)}
=
(১৬০০০০-১৫০০০০)
=
১০০০০
লাভের
পরিমান = ১০০০০
৩. জনাব খ নগদ ২৪০০০০ টাকা ৫৬০০০ টাকার যন্তপাতি, ২১০০০ টাকার পন্যদ্রব্য নিয়ে
কনফেকশনারি ব্যবসায় আরম্ভ করেন। ২০১৪ সালে মার্চ মাসে তার লেনদেনগুলো ছিল
নিম্নরুপ:
মার্চ ৩ কাশেমের নিকট থেকে পন্য ক্রয় ৩৪০০০ টাকা।
৬ জাহিদের নিকট বিস্কিট বিক্রয় করেন ১৫০০০ টাকা।
৭ দোকান ভাড়া প্রদান ৬৫০০ টাকা।
১০ নগদে পন্য বিক্রয় ২৫০০০ টাকা।
১৭ নগদে পন্য ক্রয় ৫০০০ টাকা।
১৯ কেক বিক্রয় ২৫০০০ টাকা
২১ রাশির নিকট থেকে ময়দা ক্রয় ৭৫০০ টাকা
২৮ মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে নেন ৪৫০০ টাকা।
ক. জনাব খ এর বিক্রয়ের পরিমান কত্?
খ. জনাব খ এর ১,৩,৭ ও ১০ তারিখের লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট
নির্নয় কর।
গ. হিসাব সমীকরনের উপর মার্চ ৬, ১৭, ১৯, ২৮ তারিখের
লেনদেনগুলোর প্রভাব ছকে দেখাও।
ক. জনাব খ
এর বিক্রয়ের পরিমান নির্নয়:
তারিখ
|
বিবরন
|
টাকা
|
টাকা
|
২০১২
মার্চ ৬
১০
১৯
|
জাহিদের নিকট্ বিস্কিট বিক্রয়
নগদে পন্য বিক্রয়
কেক বিক্রয় করা হল
|
১৫০০০
২৫০০০
৬০০০
|
৪৬০০০
|
খ. জনাব খ
এর প্রদত্ত লেন েদনগওলোর ডেবিট ক্রেডিট নির্নয়:
তারিখ
|
বিবরন
|
টাকা
|
টাকা
|
২০১২
মার্চ ১
|
নগদান হিসাব ডেবিট
যন্ত্রপাতি হিসাব ডেবিট
ক্রয় হিসাব ডেবিট
মুলধন হিসাব ক্রেডিট
|
২৪০০০০
৫৬০০০
৬০০০
|
৩১৭০০০
|
৩
|
ক্রয় হিসাব ডেবিট
কাশেম হিসাব ক্রেডিট
|
৩৪০০০
|
৩৪০০০
|
৭
|
ভাড়া হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
|
৬৫০০
|
৬৫০০
|
১০
|
নগদান হিসাব ডেবিট
বিক্রয় হিসাব ক্রেডিট
|
২৫০০০
|
২৫০০০
|
গ. বিবরনী ছকে হিসাব সমীকরণের উপর
লেনদেনের প্রভাব নিন্মরূপ:
তারিখ
|
উদ্বৃত্ত্ব
|
সম্পদ
|
=
|
দায় + মালিকানাস্বত্ব
|
মন্তব্য
|
||||
নগদ
|
দেনাদার
|
মুলধন
|
|||||||
২০১২
মার্চ ১
|
১৫০০০
১৫০০০
|
=
|
১৫০০০
১৫০০০
|
||||||
১৭
|
(৫০০০)
(৫০০০)
|
১৫০০০
|
=
|
(৫০০০)
১০০০০
|
|||||
১৯
|
৬০০০
১০০০
|
১৫০০০
|
=
|
৬০০০
২১০০০
|
|||||
২৮
|
(৪৫০০)
(৩৫০০)
|
১৫০০০
|
=
|
(৪৫০০)
১১৫০০
|
|||||
১১৫০০
|
=
|
১১৫০০
|
৪. জনাব আলম
১ লা জানুয়ারি ২০১৪ তারিখে নগদ ৫০০০০০ টাকা, ২৫০০০ টাকার আসবাবপত্র ৫৫০০০ টাকার
পন্যদ্রব্য ও ৮৫০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে একপিট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও
ফটোকপির দোকান চালু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জানু ২ অফিস
ভাড়া ১২০০০ টাকা।
১০ কাগজ ক্রয় ৫০০০
টাকা।
১২ ফটোকপি মেশিনের কালি ক্রয় ৭০০০ টাকা।
২০ মজুরি
প্রদান ১৫০০০ টাকা।
২৫
প্রশিক্ষন ভাতা প্রাপ্তি ২৫০০০
টাকা।
ক. জনাব
আলমের প্রারম্ভিক মুলধনের পরিমান কত?
খ. উপরোক্ত
লেনদেনে অংশগ্রহনকারী প্রতিটি হিসাবের শ্রেনিবিভাগ ছকের মাধ্যমে দেখাও।
গ. জনাব
আলমের জানুয়ারি মাসের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্নয় কর।
ক. জনাব আলমের প্রারম্ভিক মুলধনের
পরিমান নির্নয়?
তারিখ
|
বিবরন
|
টাকা
|
টাকা
|
২০১৪
মার্চ ১
|
নগদান
আসবাবপত্র
ক্রয়
|
৫০০০০০
২৫০০০
৫৫০০০
|
৫৮০০০০
|
খ. উপরোক্ত
লেনদেনেগুলোর হিসাবের শ্রেনিবিন্যাস নিম্নরূপ:
তারিখ
|
বিবরন
|
হিসাবের শ্রেনী
|
২০১২
মার্চ ১
|
নগদান
হিসাব
আসবাবপত্র
হিসাব
ক্রয়
হিসাব
ঋণ হিসাব
মুলধন
হিসাব
|
সম্পদ হিসাব
সম্পদ হিসাব
ব্যয় হিসাব
দায় হিসাব
মালিকানা স্বত্ব হিসাব
|
২
|
অফিস ভাড়া
হিসাব
নগদান
হিসাব
|
ব্যয় হিসাব
সম্পদ হিসাব
|
১০
|
ক্রয়
হিসাব
নগদান
হিসাব
|
ব্যয় হিসাব
সম্পদ হিসাব
|
১২
|
ক্রয়
হিসাব
নগদান
হিসাব
|
ব্যয় হিসাব
সম্পদ হিসাব
|
২০
|
মজুরি
হিসাব
নগদান
হিসাব
|
ব্যয় হিসাব
সম্পদ হিসাব
|
২৫
|
নগদান
হিসাব
প্রাপ্ত
প্রশিক্ষন ভাতা হিসাব
|
সম্পদ হিসবা
আয় হিসাব
|
গ. প্রদত্ত
লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্নয়:
তারিখ
|
বিবরন
|
ডেবিট
|
ক্রেডিট
|
২০১২
মার্চ ১
|
নগদান
হিসাব
আসবাবপত্র
হিসাব
ক্রয়
হিসাব
ঋণ হিসাব
মুলধন
হিসাব
|
৫৮৫০০০
২৫০০০
৫৫০০০
|
৮৫০০০
৫৮০০০০
|
২
|
অফিস ভাড়া
হিসাব
নগদান
হিসাব
|
১২০০০
|
১২০০০
|
১০
|
ক্রয়
হিসাব
নগদান
হিসাব
|
৫০০০
|
৫০০০
|
১২
|
ক্রয়
হিসাব
নগদান
হিসাব
|
৭০০০
|
৭০০০
|
২০
|
মজুরি
হিসাব
নগদান
হিসাব
|
১৫০০
|
১৫০০
|
২৫
|
নগদান
হিসাব
প্রাপ্ত
প্রশিক্ষন ভাতা হিসাব
|
২৫০০০
|
২৫০০০
|
EmoticonEmoticon