বাংলাদেশ ও বিশ্ব পরিচয়- বাংলাদেশের অর্থনীতি

কৃষি ও শিল্প      
 
যোগ্যতাভিত্তিক   
 
প্রশ্ন-৩: বাংলাদেশে পোশাক শিল্পের পাঁচটি গুরুত্ব লেখ।
উত্তর: পোশাক শিল্প বাংলাদেশের অতি সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। ১৯৭৬ সালে সর্বপ্রথম এ শিল্পের উত্পাদিত পণ্য তৈরি পোশাক বিদেশে রপ্তানি শুরু হয়।
পোশাক শিল্পের গুরুত্ব : বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। নিম্নে এ শিল্পের গুরুত্ব আলোচনা করা হলো:
১. কর্মসংস্থান বৃদ্ধি: বাংলাদেশ জনবহুল ও শ্রমঘন দেশ। এ শিল্প লাখ লাখ নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তাই এ শিল্পের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
২. রপ্তানি আয় বৃদ্ধি: পোশাক শিল্প বাংলাদেশের অন্যান্য রপ্তানি আয়ের খাতগুলোকে পিছনে ফেলে বর্তমানে বৃহত্ রপ্তানি আয়ের উেস পরিণত হয়েছে। সুতরাং এদেশের অর্থনীতির জন্য এ খাত খুবই গুরুত্বপূর্ণ।
৩. নারীদের কর্মসংস্থান: সমাজের পিছিয়ে পড়া নারীদের এ শিল্পে কাজ করার সুযোগ থাকায় নারীদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।
৪. আত্মনির্ভরশীল পরিবার: পোশাক শিল্পে কর্মরত প্রায় ৫০ লক্ষ শ্রমিকের বেশির ভাগই দরিদ্র নারী শ্রমিক। তারা উপার্জিত অর্থ দ্বারা তাদের দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীলভাবে পরিচালিত করতে সক্ষম হন।
৫. দক্ষ উদোক্তা সৃষ্টি: পোশাক শিল্প প্রথমে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠলেও ধীরে ধীরে তা সম্প্রসারিত হয় এবং  দক্ষ উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এক উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প।

Share this

Related Posts

Previous
Next Post »