মুনাফা অনুশীলনী ২:২
প্রশ্নঃ৫ বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর।
Answer সমাধান: আমরা জানি, C = P এখানে মূলধন, P = ৮০০০ টাকা বার্ষিক মুনাফার হার, r = ১০% সময় n = ৩ বছর চক্রবৃদ্ধি মূলধন C = ? :. C = টাকা টাকা টাকা টাকা = ১০৬৪৮ টাকা :. চক্রবৃদ্ধির মূলধন ১০৬৪৮ টাকা। উত্তর ১০৬৪৮ টাকা।
প্রশ্নঃ৬ বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
Answer সমাধান: দেওয়া আছে, মুনাফার হার r = ১০% = মূলধন P = ৫০০০ টাকা সময় n = ৩ বছর :. সরল মুনাফা, I = prn টাকা = ১৫০০ টাকা আবার, চক্রবৃদ্ধির মূলধন C = P টাকা টাকা টাকা = ৬৬৫৫ টাকা :. চক্রবৃদ্ধির মুনাফা = C - P = (৬৬৫৫ - ৫০০০) টাকা = ১৬৫৫ টাকা :. সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য = (১৬৫৫ - ১৫০০) টাকা = ১৫৫ টাকা উত্তর: ১৫৫ টাকা
প্রশ্নঃ৭ একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবিৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?
Answer মনে করি, মূলধন p টাকা এবং বার্ষিক মুনাফার হার r% :. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = p টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন = p টাকা ১ম শতানুসারে p = ৬৫০০ বা, .......(i) ২য় শর্তানুসারে p = ৬৭৬০ p = ৬৭৬০ [(i) থেকে এর মান বসিয়ে] বা, p = ৬৭৬০ বা, = ৬৭৬০ বা, বা, :. p = ৬২৫০ টাকা :. মূলধন ৬২৫০ টাকা উত্তর: ৬২৫০ টাকা।
প্রশ্নঃ৮ বার্ষিক শতকরা ৮.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের সবৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।
Answer আমরা জানি, C = P এখানে মূলধন = ১০,০০০ টাকা মুনাফার হার, r = ৮.৫০% = = = সময় n = ২ বছর সবৃদ্ধিমূল C = ? :. C = টাকা = টাকা = টাকা = ১১৭৭৭২.২৫ টাকা আবার, চক্রবৃদ্ধি মুনাফা = সবৃদ্ধিমূল - মূলধন = (১১৭৭৭২.২৫ - ১০০০০) টাকা = ১৭৭২.২৫ টাকা। :. সবৃদ্ধিমূল ১১৭৭২.২৫ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা ১৭৭২.২৫ টাকা উত্তর: ১১৭৭২.২৫ টাকা এবং ১৭৭২.২৫ টাকা
প্রশ্নঃ৯ কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
Answer শহরের বর্তমান জনসংখ্যা p = ৬৪০০০০০ জনসংখ্যা বৃদ্ধির হার r = সময় n = ২ বছর এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার হার প্রযোজ্য :. C = P বা, C = = = ৬৭২৪০০০ :. ২ বছর পর শহরটির জনসংখ্যা হবে ৬৭২৪০০০ উত্তর: ৬৭২৪০০০ জন।
প্রশ্ন:১০ এক ব্যক্তি এক ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিশোধ করেন। ২য় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?
Answer এখানে আসল, p = ৫০০০ টাকা বার্ষিক মুনাফার হার r = ৮% = আমরা জানি, n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন :. ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন = টাকা = টাকা = টাকা = ৫৪০০ টাকা প্রথম কিস্তিতে শোধ করেন ২০০ টাকা :. অবশিষ্ট ঋণ = (৫৪০০ - ২০০০) টাকা = ৩৪০০ টাকা :. সুতরাং ২য় বছরের প্রারস্ভিক মূলধন, = ৩৪০০ টাকা :. ২য় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন (১ + r) = টাকা = টাকা = টাকা = ৩৬৭২ টাকা ২য় কিস্তিতে পরিশোধ করেন ২০০০ টাকা :. ২য় কিস্তিতে পরিশোধের পর অবশিষ্ট ঋণ = (৩৬৭২ - ২০০০) টাকা = ১৬৭২ টাকা উত্তর: ১৬৭২ টাকা।