Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

প্রাথমিক বিজ্ঞান

1 min read
প্রাথমিক বিজ্ঞান
আফরোজা বেগম
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
কুইজ সাজেশন : প্রশ্ন ও উত্তর
অধ্যায় : ১০
৬. আইসিটি কী?
* কম্পিউটার ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও মোবাইল ফোন ইত্যাদি হল আইসিটি।
৭। ইন্টারনেট কী?
* ইন্টারনেট হল সারা বিশ্বের কম্পিউটারগুলোর সংযুক্তকারী এক বিশাল নেটওয়ার্ক।
৮। বাংলাদেশের ২টি Search engine-এর নাম লিখ।
১. গুগল (Google)
২. ইয়াহু (Yahoo)
৯। তথ্য সংরক্ষণের ৩টি প্রযুক্তির নাম লিখ।
১. পেন ড্রাইভ ২. সিটি ৩. মেমোরি কার্ড
১০। টুইটার কী?
টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
অধ্যায়: ১১
১। আবহাওয়া বা জলবায়ু কাকে বলে?
আবহাওয়া : আবহাওয়া হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা।
জলবায়ু : কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা।
২। বায়ুচাপ, নিম্নচাপ, উচ্চচাপ, খরা, ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো কী?
বায়ুচাপ : বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ সৃষ্টি করে তাকে বায়ুচাপ বলে। বায়ুর স্বাভাবিক চাপ হল ৭৬ সেমি.।
নিম্নচাপ : কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। ফলে বায়ুচাপ কমে যায়। এ রকম অবস্থাকে বলে নিম্নচাপ।
উচ্চচাপ : নিম্নচাপের আশপাশের অঞ্চলের তাপমাত্রা কম থাকে। ফলে সেখানে বায়ু ঘন থাকে। ফলে বায়ুচাপ বেশি থাকে। পাশের নিম্নচাপ এলাকা ফাঁকা স্থান পূরণের জন্য দ্রুতবেগে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ স্থানের দিকে যায়। একে উচ্চচাপ বলে।
খরা : অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা তথা শুষ্ক আবহাওয়া অনেক লম্বা সময় বিরাজ করলে তাকে খরা বলে। বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে খরা দেখা দেয়।
বন্যা : অতি ও ভারী বৃষ্টির ফলে নদীর পানি উপচে সমতল ভূমি যেমন : রাস্তাঘাট, মাঠ, ফসলের জমি ইত্যাদি তলিয়ে যায়। একে বন্যা বলে। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে বাংলাদেশের এক-পঞ্চমাংশ ও ভয়াবহ বন্যায় বাংলাদেশের দুই-তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়।
টর্নেডো : টর্নেডো হল সরু, ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ।
৩। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো লিখ।

আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হচ্ছে : তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ।
Labels : #PSC-Science ,

Post a Comment