জেএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশন প্রস্তুতি- ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশন

সিনিয়র শিক্ষক
গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

১। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তরণ কীভাবে নতুন কর্মসৃজন করছে- লিখ।
২। আইসিটির কল্যাণে যেসব নাগরিক সেবা পাওয়া যেতে পারে সেগুলো উল্লেখ কর।
৩। আউটসোর্সিং কী? ইন্টারনেটের সাহায্যে কীভাবে ঘরে বসে আয় করা যায়?
৪। ICT কী? ICT এর কারণে কীভাবে কাজের ধরন বদলে যাচ্ছে? লিখ।
৫। টেলিমেডিসিন কী? চিকিৎসা ক্ষেত্রে এর অবদান বর্ণনা কর।
৬। ব্যবসায় কোন কোন খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার হয়? লিখ
৭। যোগাযোগ কী? যোগাযোগ করার পদ্ধতিগুলো ব্যাখ্যা কর।
৮। ই-মেইল কী? যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্ব উল্লেখ কর।
৯। স্যাটেলাইট কী? স্যাটেলাইটের সুবিধা অসুবিধাগুলো লিখ।
১০। মডেম কী? মডেম কীভাবে কাজ করে ব্যাখ্যা কর।
১১। ল্যানকার্ড কী? তারবিহীন ল্যানকার্ড ব্যবহারের সুবিধাগুলো কী তা লিখ।
১২। টপোলজি কী? স্টার ও ট্রি টপোলজির ব্যাখ্যা কর।
১৩। চিত্রসহ বাস রিং মেশ টপোলজির বর্ণনা কর।
১৪। অপটিক্যাল ফাইবার কী? এর গঠন বর্ণনা কর।
১৫। রাউটার কী? এটি কীভাবে কাজ করে বর্ণনা কর।
১৬। হাব কী? হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।
১৭। ড্রপবক্স কী? নেটওয়ার্কের কয়েকটি ব্যবহার লিখ।
১৮। সাবমেরিন ক্যাবল কী? ব্যাখ্যা কর।
১৯। হ্যাকিং কী? বিভিন্ন ধরনের কম্পিউটার হ্যাকিং সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও।
২০। কম্পিউটার ভাইরাস কী? এটি কত প্রকার ও কী কী? লিখ।
২১। পাসওয়ার্ড কী? পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ টিপসগুলো লিখ।
২২। ম্যালওয়্যার কী? এটি কীভাবে কাজ করে।
২৩। মেলিসিয়াস সফটওয়্যার কী? ম্যালওয়্যার কম্পিউটারে কী ধরনের ক্ষতি করে থাকে? লিখ।
২৪। তথ্য অধিকার আইন সম্পর্কে সংক্ষেপে লিখ।
২৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার দিকগুলো তুলে ধর।
২৬। স্প্রেডশিট কী? স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যগুলো লিখ।
২৭। স্প্রেডশিট প্রোগ্রামে যোগ বিয়োগের নিয়মগুলো আলোচনা কর।
২৮। সফটওয়্যার কী? দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা বিশ্লেষণ কর।
২৯। ই-মেইল পাঠানোর কৌশল বর্ণনা কর।

৩০। ওয়েব পেজ কী? শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের কয়েকটি সুবিধা উল্লেখ কর।

Share this

Related Posts

Previous
Next Post »