প্রিয় পরীক্ষার্থী, চারু ও কারুকলা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
সহযোগিতায় : সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
অধ্যায়-৩
৩০। ‘বুড়ো আংলা’ অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের শিল্প?
ক. শিশু ও কিশোরদের জন্য রচনা
খ. দেশের প্রতি স্বাধীনতার আহ্বান
গ. ইংরেজদের প্রতি বিরোধিতা
ঘ. কিশোরদের জন্য রচনা
৩১। কখন থেকে রবীন্দ্রনাথ শিল্পীর মতোই ছবি আঁকেন?
ক. শিশুকাল থেকেই খ. কিশোর বয়স থেকেই
গ. প্রবীণ বয়সে ঘ. যুবক বয়সে
৩২। রবীন্দ্রনাথের মতে সৃষ্টিশীলতার জন্য শিল্পীকে কী দেখতে হবে?
ক. চোখের সামনের সবকিছু
খ. একটা বিশেষ কিছু
গ. যত দূর সামনে চোখ যায়
ঘ. চারপাশের পরিবেশ
৩৩। জার্মানিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রদর্শনী কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯২২ খ. ১৯২৮ গ. ১৯৩০ ঘ. ১৯৩৭
৩৪। কোন চিত্রকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরের?
ক. বুদ্ধ ও সুজাতা খ. তিন নর্তকী
গ. মা ও শিশু ঘ. মা ও ছেলে
৩৫। শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে দুর্ভিক্ষের ছবি আঁকেন?
ক. ১৯৪০ সালে খ. ১৯৪১ সালে
গ. ১৯৪৩ সালে ঘ. ১৯৪৭ সালে
৩৬। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি কোন মাধ্যমে আঁকা ছিল?
ক. জলরং খ. কালি ও তুলি
গ. কালি ও খাগের কলম ঘ. পোস্টার রঙে
৩৭। ‘সংগ্রাম’ চিত্রকর্মটির শিল্পী কে?
ক. পটুয়া কামরুল হাসান
খ. শিল্পী আমিনুল ইসলাম
গ. শিল্পী যামিনী রায়
ঘ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
৩৮। বিসিকের প্রতিষ্ঠাতা কে?
ক. শিল্পী হাশেম খান
খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
ঘ. শিল্পী কাইয়ুম চৌধুরী
৩৯। শিল্পী কামরুল হাসান কত বছর ব্রতচারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন?
ক. প্রায় ৯ বছর
খ. প্রায় ১০ বছর
গ. প্রায় ৭ বছর
ঘ. প্রায় ৮ বছর
৪০। ব্রতচারী আন্দোলনের লক্ষ্য কী ছিল?
ক. সন্ন্যাসীর মতো জীবনযাপন
খ. খাঁটি বাঙালি হিসেবে গড়ে তোলা
গ. মানুষ হওয়া
ঘ. ভালোভাবে বেঁচে থাকা
৪১। মুকুল ফৌজের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. এস এম সুলতান
গ. শিল্পী কামরুল হাসান
ঘ. শিল্পী মুর্তজা বশীর
EmoticonEmoticon