ইংরেজি বিষয়ের মানবণ্টন প্রশ্নের ধরন এবং উত্তর করার নিয়মাবলী
ইংরেজি
Unseen Comprehension (পাঠ্যবই বহির্ভূত, প্রশ্ন নং 5, 6, 7, 8 ও 9, মান: 45 )
প্রশ্ন নং 5, 6, 7, 8 ও 9 এর জন্য একটি Unseen Comprehension দেওয়া থাকবে।
Unseen Comprehension -এর জন্য পুরাতন EFT বই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরেজি ছোট গল্প পড়তে হবে।
5. Multiple Choice Questions /MCQ
(মান: 1×10=10)ঃ প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে ১০টি যোগ্যতাভিত্তিক MCQ থাকবে। প্রতিটি MCQ এর জন্য চারটি অপশন দেওয়া থাকবে। এ প্রশ্নটির ধরন 1 নং প্রশ্নের অনুরূপ।
6. Fill in the blanks with the given words(মান: 1×5=5)ঃ:প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে যোগ্যতাভিত্তিক ৫টি Gap সহ ৫টি বাক্য দেওয়া থাকবে। ৮টি Word clue বাক্যগুলোর উপরে বক্সের মধ্যে থাকবে । বাক্যগুলোর অর্থের সাথে সঙ্গতি রেখে উপযুক্ত ৫টি শব্দ Gap এর ক্রম অনুযায়ী উত্তর পত্রে লিখতে হবে। শব্দের রূপের (Form) এর কোন পরিবর্তন হবে না । প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য ‘শব্দ/বাক্যাংশ’ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। যেমন—
প্রশ্নে যদি থাকে: (a) Bangladesh is an _______ country.
উত্তর লিখতে হবে : a) agricultural
তবে যারা জিপিএ-৫ বা বৃত্তি পেতে আগ্রহী তারা পূর্ণ বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ/বাক্যাংশ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দিবে। যেমন-
প্রশ্নে যদি থাকে: (a) Bangladesh is an _______ country.
উত্তর লিখতে হবে : (a) Bangladesh is an agricultural country.
7.Answering Questions (2×5=10)ঃ প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে যোগ্যতাভিত্তিক ৫টি প্রশ্ন থাকবে। সবগুলোরই দিতে হবে। প্রশ্ন যে Tense -এ থাকবে উত্তর সেই Tense -এ দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২।
8. Short Composition (যোগ্যতাভিত্তিক, মান: 2×5=10)ঃ প্রদত্ত Unseen Passage এর গুরুত্বপুর্ণ বিষয়ের উপর ৫টি sentence এ একটি Short Compositions (Paragraph) লিখতে হবে। এটি Free Writing অথবা Answering Questions দু’ভাবেই হতে পারে। বড় হাতের অক্ষর, বিরাম চিহ্ন, সঠিক বানান ও বাক্য গঠনের সঠিক নিয়ম অনুযায়ী ৫টি sentence এ Short Composition টি লিখতে হবে। প্রতিটি বাক্যের জন্য নম্বর ২।
9. Letter Writing (যোগ্যতাভিত্তিক, মান : 10)ঃ প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে একাট informal Letter/ ব্যক্তিগত পত্র লিখতে বলা হবে। Letter টি লেখার জন্য প্রশ্নে কিছু Cues (সংকেত) দেয়া থাকবে। প্রদত্ত Cues (সংকেত) অনুযায়ী Letter টি লিখতে হবে। এ প্রশ্নের মান ১০। তবে British অথবা American যেকোনো একটি Style অনুসরণ করে সহজ ও সাবলীল ভাষায় পত্র লিখতে হবে।
10. Short Questions(যোগ্যতাভিত্তিক,মান:1+2+3=6)ঃ এ প্রশ্নে কোন বিষয়ের উপর কিছু নির্দেশনা/instructions/directions/procedures to do any work উল্লেখ করা থাকবে। সেই নির্দেশনার উপর Knowledge(জ্ঞানমূলক) , understanding(অনুধাবনমূলক) এবং application(প্রয়োগমূলক) এর ওপর তিনটি প্রশ্ন থাকবে। ওই তিনটি প্রশ্নেরই উত্তর দিতে হবে।
জ ই জাহিদ নূর কাজল
সহকারী শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
ইংরেজি
Unseen Comprehension (পাঠ্যবই বহির্ভূত, প্রশ্ন নং 5, 6, 7, 8 ও 9, মান: 45 )
প্রশ্ন নং 5, 6, 7, 8 ও 9 এর জন্য একটি Unseen Comprehension দেওয়া থাকবে।
Unseen Comprehension -এর জন্য পুরাতন EFT বই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরেজি ছোট গল্প পড়তে হবে।
5. Multiple Choice Questions /MCQ
(মান: 1×10=10)ঃ প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে ১০টি যোগ্যতাভিত্তিক MCQ থাকবে। প্রতিটি MCQ এর জন্য চারটি অপশন দেওয়া থাকবে। এ প্রশ্নটির ধরন 1 নং প্রশ্নের অনুরূপ।
6. Fill in the blanks with the given words(মান: 1×5=5)ঃ:প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে যোগ্যতাভিত্তিক ৫টি Gap সহ ৫টি বাক্য দেওয়া থাকবে। ৮টি Word clue বাক্যগুলোর উপরে বক্সের মধ্যে থাকবে । বাক্যগুলোর অর্থের সাথে সঙ্গতি রেখে উপযুক্ত ৫টি শব্দ Gap এর ক্রম অনুযায়ী উত্তর পত্রে লিখতে হবে। শব্দের রূপের (Form) এর কোন পরিবর্তন হবে না । প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য ‘শব্দ/বাক্যাংশ’ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। যেমন—
প্রশ্নে যদি থাকে: (a) Bangladesh is an _______ country.
উত্তর লিখতে হবে : a) agricultural
তবে যারা জিপিএ-৫ বা বৃত্তি পেতে আগ্রহী তারা পূর্ণ বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ/বাক্যাংশ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দিবে। যেমন-
প্রশ্নে যদি থাকে: (a) Bangladesh is an _______ country.
উত্তর লিখতে হবে : (a) Bangladesh is an agricultural country.
7.Answering Questions (2×5=10)ঃ প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে যোগ্যতাভিত্তিক ৫টি প্রশ্ন থাকবে। সবগুলোরই দিতে হবে। প্রশ্ন যে Tense -এ থাকবে উত্তর সেই Tense -এ দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২।
8. Short Composition (যোগ্যতাভিত্তিক, মান: 2×5=10)ঃ প্রদত্ত Unseen Passage এর গুরুত্বপুর্ণ বিষয়ের উপর ৫টি sentence এ একটি Short Compositions (Paragraph) লিখতে হবে। এটি Free Writing অথবা Answering Questions দু’ভাবেই হতে পারে। বড় হাতের অক্ষর, বিরাম চিহ্ন, সঠিক বানান ও বাক্য গঠনের সঠিক নিয়ম অনুযায়ী ৫টি sentence এ Short Composition টি লিখতে হবে। প্রতিটি বাক্যের জন্য নম্বর ২।
9. Letter Writing (যোগ্যতাভিত্তিক, মান : 10)ঃ প্রদত্ত Unseen Passage এর উপর ভিত্তি করে একাট informal Letter/ ব্যক্তিগত পত্র লিখতে বলা হবে। Letter টি লেখার জন্য প্রশ্নে কিছু Cues (সংকেত) দেয়া থাকবে। প্রদত্ত Cues (সংকেত) অনুযায়ী Letter টি লিখতে হবে। এ প্রশ্নের মান ১০। তবে British অথবা American যেকোনো একটি Style অনুসরণ করে সহজ ও সাবলীল ভাষায় পত্র লিখতে হবে।
10. Short Questions(যোগ্যতাভিত্তিক,মান:1+2+3=6)ঃ এ প্রশ্নে কোন বিষয়ের উপর কিছু নির্দেশনা/instructions/directions/procedures to do any work উল্লেখ করা থাকবে। সেই নির্দেশনার উপর Knowledge(জ্ঞানমূলক) , understanding(অনুধাবনমূলক) এবং application(প্রয়োগমূলক) এর ওপর তিনটি প্রশ্ন থাকবে। ওই তিনটি প্রশ্নেরই উত্তর দিতে হবে।
11. Short Questions/Fill in the gaps(information related to days, week, months, timeor cardinal and ordinal numbers) (যোগ্যতাভিত্তিক,মান:5)ঃ এ প্রশ্নে টেবিলে বা কলামে প্রদত্ত দিন, সপ্তাহ, মাস, সময় অথবা সংখ্যাবাচক ও ক্রমবাচক সংখ্যা দেয়া থাকবে। এসব তথ্যগুলোর আলোকে ৫টি সরল বাক্য লিখতে হবে। অথবা শূন্যস্থান পূরন থাকতে পারে।
12. Rearrange /Write Correctly ( words/phrases/sentences) or Make question, negative statement sentences (৫টি )(মান:1×5=5)ঃ words, sentences,বা questions তৈরি করার জন্য এলোমেলোভাবে কিছু letters, words, phrases থাকবে। বিভিন্ন ধরন মিলিয়ে মোট ৫টি প্রশ্ন থাকবে। এগুলো সাজিয়ে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।
13.Complete simple forms(মান:1×5=5)ঃ এ প্রশ্নে বিভিন্ন তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। Completing simple forms-এর জন্য EFT, Page-87-89, ভালোভাবে পড়তে হবে।
Paragraph/Short Composition
সুন্দর ও পরিচ্ছন্নভাবে Paragraph লেখার নিয়মাবলীঃ
Paragraph হচ্ছে কোন একাট ধারণার উপর সুসঙ্গত, সুগঠিত এবং যৌক্তিক আলোচনা। ভাষা শিক্ষার চারটি skill এর মধ্যে অন্যতম হল Writing skill আর এইWriting skill এর প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে Paragraph Writing. তাই এই বিষয়টি শিক্ষার্থীদের অতীব গুরুত্বপূর্ণ।
১. Paragraph - অবশ্যই একটি প্যারাতে লিখতে হবে।
২. মূল বিষয়বস্তুর আলোকে শুরুতেই একটি শিরোনাম (Title/Head line) দিয়ে Paragraph শুরু করতে হবে।
৩. (Title/Head line)এর নামের প্রথম অক্ষর /প্রতিটি word এর প্রথম অক্ষর (Article, Preposition, Conjunction ব্যতীত ) Capital letter হয়।
Dhanmondi Girls’ High School
National Ideal School A Visit to a Scout Jaboree
A Person Who Works in Our Area to Help Us Live Well
৪. (Title/Head line)এর সংজ্ঞা দিতে হবে।
৫. সুন্দর, সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় Paragraph লিখতে হবে। British Style -এ Paragraph এর প্রথম লাইনের প্রথম word টি সামান্য ডানদিকে সরিয়ে লেখা শুরু করতে হয়। অন্যদিকে American/Mode Style -এ মার্জিন থেকেই Paragraph লেখা শুরু করতে হয়।
৬. প্রশ্নপত্রে Your থাকলে উত্তরপত্রে My/Our লিখতে হয়।
৭. Paragraph -এ তিনটি বিষয় গুরুত্বপূর্ণ যথা— (ক) Intoductory Sentence (সূচনামূলক বাক্য) (খ) Body (মূল অংশ) (গ) Concluding Sentence (সমাপনী বাক্য)
৮. Paragraph এর প্রশ্নপত্রে Key words/Hints/ cues /Questions উল্লেখ থাকলে সেগুলো যথাযথ অনুসরণ করেই Paragraph লিখতে হবে।
৯. Paragraph লেখার সময় লক্ষ্য রাখতে হয়, এতে যেন সব ধরনের তথ্য উল্লেখ থাকে। অন্যথায় Paragraph অসম্পূর্ণ থেকে যাবে।
১০. Paragraph এ সব সময় প্রাসঙ্গিক তথ্যের সংযোজন করতে হবে। মূল ধারণার সঙ্গে সংশ্লিষ্ট নয় বা অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না । বাক্যগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। সঠিকভাবে বাক্য না সাজালে Paragraph ত্রুটিযুক্ত হয়ে পড়ে।
জ ই জাহিদ নূর কাজল
সহকারী শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
EmoticonEmoticon