অষ্টম অধ্যায়
শব্দের কথা
১। কোন বস্তু প্রতি সেকেন্ডে কতটি কম্পন সৃষ্টি করলে আমরা তা শুনতে পাই না?
ক. ২০টির কম
খ. ৩০টি
গ. ৪০টি ঘ. ৫০টি
২। প্রতি সেকেন্ডে ২০টির কম বা ২০ হাজারের বেশি কম্পনে যে শব্দ তৈরি হয় তাকে কী বলে?
ক. অল্পশ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. সুশ্রাব্য শব্দ ঘ. নয়েজ
৩। নিচের কোন প্রকারের শব্দ আমরা শুনতে পাই না?
ক. অল্পশ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. সুশ্রাব্য শব্দ ঘ. নয়েজ
৪। প্রতি সেকেন্ডে কতটি কম্পন সৃষ্টি করলে মানুষ শুনতে পায় না?
ক. ২৫টি খ. ৪৯টি
গ. ২০ হাজারটি
ঘ. ২০ হাজারের বেশি
৫। নিচের কোন প্রকারের শব্দ আমরা শুনতে পাই না?
ক. অল্পশ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. সুশ্রাব্য শব্দ ঘ. নয়েজ
৬। শব্দ দূষণজনিত রোগ কোনটি?
ক. জ্বর খ. পাতলা পায়খানা
গ. উচ্চ রক্তচাপ
ঘ. আমাশয়
৭। মানুষের শ্রাব্যতার সীমা কত?
ক. ২০ থেকে ৫০০০ হর্জ
খ. ২০ থেকে ২০০০০ হর্জ
গ. ২০ থেকে ৩০০০ হর্জ
ঘ. ২০ থেকে ৪০০০০ হর্জ
৮। কম্পনাঙ্কের একক কী?
ক. সেকেন্ড খ. মিটার
গ. গ্রাম ঘ. হার্জ
৯। ২০ থেকে ২০০০০ হার্জের শব্দকে কী বলে?
ক. শ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. শ্রতিপূর্ব শব্দ ঘ. শ্রুতি উত্তর শব্দ
১০। কোন প্রাণী ২০ হাজার হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি শব্দ শুনতে পায়?
ক. বিড়াল খ. কুকুর
গ. গরু ঘ. ছাগল
১১। কোন যন্ত্রে শ্রুতি উত্তর শব্দ ব্যবহূত হয়?
ক. থার্মোমিটার খ. আলট্রাসনোগ্রাম
গ. সেথোস্পোপ
ঘ. স্ফিগমো ম্যানোমিটার
১২। সুশ্রাব্য শব্দ নিচের কোনটি?
ক. গাড়ির হর্নের শব্দ খ. লোহা কাটার শব্দ
গ. কুকুরের ঘেউ ঘেউ ঘ. গানের সুর
১৩। আলট্রাসনোগ্রাম কত কম্পাঙ্কের শব্দ ব্যবহূত হয়?
ক. থার্মোমিটার খ. আলট্রাসনোগ্রাম
গ. সেথোস্কোপ ঘ. স্ফিগমো ম্যানোমিটার
১৪। কোন প্রাণী ২০ হাজার হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি শুনতে পারে?
ক. বিড়াল খ. কুকুর
গ. গরু ঘ. ছাগল
১৫। কোন যন্ত্রে শ্রুতি উত্তর শব্দ ব্যবহূত হয়?
ক. থার্মোমিটার খ. আলট্রাসনোগ্রাম
গ. স্টেথোস্কোপ ঘ. স্ফিগমো ম্যানোমিটার
১৬। তারবিশিষ্ট বাদ্যযন্ত্র হতে উত্পন্ন শব্দের তীক্ষ�তা পরিবর্তন করা যায়—
i. তারের দৈর্ঘ্য বাড়িয়ে
ii. তারের পুরুত্ব কমিয়ে
iii. ঢিলে করে দিয়ে তারের টান পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
১৭। নিচের কোন ব্যবস্থা উত্পন্ন শব্দকে বাইরে যেতে দেয় না?
ক. সাইন্ড লেনসার খ. সাইলেসার
গ. হার্জলেনসার ঘ. স্পিকলেসার
১৮। প্রতি সেকেন্ড ২০ হাজারটির বেশি কম্পনের ফলে—
i. অশ্রাব্য শব্দ তৈরি হয়
ii. শ্রুতিপূর্ব শব্দ তৈরি হয়
iii. শ্রুতি উত্তর শব্দ তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. খ
১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. খ
১৬. ঘ ১৭. খ ১৮. গ
শব্দের কথা
১। কোন বস্তু প্রতি সেকেন্ডে কতটি কম্পন সৃষ্টি করলে আমরা তা শুনতে পাই না?
ক. ২০টির কম
খ. ৩০টি
গ. ৪০টি ঘ. ৫০টি
২। প্রতি সেকেন্ডে ২০টির কম বা ২০ হাজারের বেশি কম্পনে যে শব্দ তৈরি হয় তাকে কী বলে?
ক. অল্পশ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. সুশ্রাব্য শব্দ ঘ. নয়েজ
৩। নিচের কোন প্রকারের শব্দ আমরা শুনতে পাই না?
ক. অল্পশ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. সুশ্রাব্য শব্দ ঘ. নয়েজ
৪। প্রতি সেকেন্ডে কতটি কম্পন সৃষ্টি করলে মানুষ শুনতে পায় না?
ক. ২৫টি খ. ৪৯টি
গ. ২০ হাজারটি
ঘ. ২০ হাজারের বেশি
৫। নিচের কোন প্রকারের শব্দ আমরা শুনতে পাই না?
ক. অল্পশ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. সুশ্রাব্য শব্দ ঘ. নয়েজ
৬। শব্দ দূষণজনিত রোগ কোনটি?
ক. জ্বর খ. পাতলা পায়খানা
গ. উচ্চ রক্তচাপ
ঘ. আমাশয়
৭। মানুষের শ্রাব্যতার সীমা কত?
ক. ২০ থেকে ৫০০০ হর্জ
খ. ২০ থেকে ২০০০০ হর্জ
গ. ২০ থেকে ৩০০০ হর্জ
ঘ. ২০ থেকে ৪০০০০ হর্জ
৮। কম্পনাঙ্কের একক কী?
ক. সেকেন্ড খ. মিটার
গ. গ্রাম ঘ. হার্জ
৯। ২০ থেকে ২০০০০ হার্জের শব্দকে কী বলে?
ক. শ্রাব্য শব্দ খ. অশ্রাব্য শব্দ
গ. শ্রতিপূর্ব শব্দ ঘ. শ্রুতি উত্তর শব্দ
১০। কোন প্রাণী ২০ হাজার হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি শব্দ শুনতে পায়?
ক. বিড়াল খ. কুকুর
গ. গরু ঘ. ছাগল
১১। কোন যন্ত্রে শ্রুতি উত্তর শব্দ ব্যবহূত হয়?
ক. থার্মোমিটার খ. আলট্রাসনোগ্রাম
গ. সেথোস্পোপ
ঘ. স্ফিগমো ম্যানোমিটার
১২। সুশ্রাব্য শব্দ নিচের কোনটি?
ক. গাড়ির হর্নের শব্দ খ. লোহা কাটার শব্দ
গ. কুকুরের ঘেউ ঘেউ ঘ. গানের সুর
১৩। আলট্রাসনোগ্রাম কত কম্পাঙ্কের শব্দ ব্যবহূত হয়?
ক. থার্মোমিটার খ. আলট্রাসনোগ্রাম
গ. সেথোস্কোপ ঘ. স্ফিগমো ম্যানোমিটার
১৪। কোন প্রাণী ২০ হাজার হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি শুনতে পারে?
ক. বিড়াল খ. কুকুর
গ. গরু ঘ. ছাগল
১৫। কোন যন্ত্রে শ্রুতি উত্তর শব্দ ব্যবহূত হয়?
ক. থার্মোমিটার খ. আলট্রাসনোগ্রাম
গ. স্টেথোস্কোপ ঘ. স্ফিগমো ম্যানোমিটার
১৬। তারবিশিষ্ট বাদ্যযন্ত্র হতে উত্পন্ন শব্দের তীক্ষ�তা পরিবর্তন করা যায়—
i. তারের দৈর্ঘ্য বাড়িয়ে
ii. তারের পুরুত্ব কমিয়ে
iii. ঢিলে করে দিয়ে তারের টান পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
১৭। নিচের কোন ব্যবস্থা উত্পন্ন শব্দকে বাইরে যেতে দেয় না?
ক. সাইন্ড লেনসার খ. সাইলেসার
গ. হার্জলেনসার ঘ. স্পিকলেসার
১৮। প্রতি সেকেন্ড ২০ হাজারটির বেশি কম্পনের ফলে—
i. অশ্রাব্য শব্দ তৈরি হয়
ii. শ্রুতিপূর্ব শব্দ তৈরি হয়
iii. শ্রুতি উত্তর শব্দ তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. খ
১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. খ
১৬. ঘ ১৭. খ ১৮. গ
EmoticonEmoticon