বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
গত বুধবারের পর
১৯। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে-
ক.১৫৩৮ সালে খ. ১৫৭৬ সালে
গ. ১৭৫৭ সালে ১৮৫৭ সালে
২০। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন -
ক. ১৬০০সালে খ. ১৬১০ সালে
গ. ১৭১০ সালে ঘ ১৮১০ সালে
২১। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় -
ক. ১৭৯৩ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯১ সালে ঘ. ১৭৯০ সালে
২২। আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন -
ক. ১৮৫৭ সালে খ. ১৮৫৮ সালে গ. ১৭৫৭ সালে ঘ. ১৭৫৬ সালে
২৩। বঙ্গভঙ্গ রদ করা হয় -
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে
২৪।সেনদের হটিয়ে কে বাংলা দখল করে ?
ক. বখতিয়ার খিলজি খ.মুহম্মদ ঘুরী
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শায়েস্তা খান
২৫। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ-
i. অতিরিক্ত করের বোঝা
ii.ফসলে পোকার আক্রমণ
iii.তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক ?
ক.ii খ. iii গ.i ঘ. i ও iii
২৬। ভারত স্বাধীনতা লাভ করে -
ক. ১৪ আগস্ট , ১৯৪৭
খ. ১৫ আগস্ট , ১৯৪৭
গ. ১৬ আগস্ট , ১৯৪৭
ঘ. ১৭ আগস্ট ১৯৪৭
২৭। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল -
ক.আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ.মুসলমানদের দাবিদাওয়া তুলে ধরা
গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা
ঘ. আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা
২৮।কোথায় নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল ?
ক. সোনারগাঁও খ. কলকাতা
গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও ।
তপু তরুণ লেখক এবং সমাজ সচেতন নাগরিক । সে মনে করে, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল , তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়-অবিচার দূর করতে তরুণদের মাঝে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে।
২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৩০। তপু ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন -
i.লর্ড বেন্টিঙ্ক
ii.রাজা রামমোহন রায়
iii.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
৩১। ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন -
ক. ১৩৩৮ সালে খ. ১৩৩৫ সালে গ. ১৩১০সালে ঘ. ১৩০৫ সালে
৩২। ওয়েস্ট ফালিয়ার হলো -
ক. গরিব দেশগুলোর মাঝে একটি চুক্তি
খ. ধনী দেশগুলোর মাঝে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মাঝে একটি চুক্তি
ঘ. উপনিবেশ দেশগুলোর মাঝে একটি চুক্তি
৩৩। বার ভূইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন -
ক. শায়েস্তা খান খ. প্রতাপাদিত্য
গ. মুসা খান ঘ. ঈসা খান
৩৪। প্রজাদের ওপর কখন শোষণ-নিপীড়ন বেড়ে যায় ?
ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়
খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়
গ. বাংলা থেকে যখন পুজিঁ পাচার শুরু হয়
ঘ. বাংলা যখন পর্তুগিজদের অধীনে ছিল
৩৫। দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে কত সালে বাণিজ্য কুঠি স্থাপন করে ?
ক. ১৬৫৬ খ. ১৬৫৮
গ. ১৭৫৮ ঘ. ১৮৫৮
৩৬। কার ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ ?
ক.ঘসেটি বেগম খ. মীর জাফর
গ. মীর কাশিম ঘ. শওকত জঙ
৩৭। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
ক. ১৭৮১ খ. ১৭৯১
গ. ১৭৯৩ ঘ. ১৮০১
৩৮।বাংলার শাসন ক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়-
i. সেনরা ক্ষমতা দখলের পরে
ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে
iii.পাল রাজ বংশের পরে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও iii খ. ii গ. i ঘ. iii
৩৯। সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৪০।‘ ভাগ করো , শাসন করো ’ এ নীতির প্রবক্তা কারা ?
ক. পাকিস্তানিরা খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা
উত্তর:১৯. ক ২০.খ ২১. ক ২২.ঘ ২৩.গ ২৪. ক ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.খ ৩১। ক ৩২। গ ৩৩। ঘ ৩৪। গ ৩৫। খ ৩৬। ক ৩৭। ক ৩৮। ক ৩৯। ক ৪০। খ