Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা - বিজ্ঞান

2 min read
সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ১৮টি সঠিক উত্তরটি লিখ নিয়ে আলোচনা করা হলো।

৫০) কয়লা বা কাঠ পোড়ালে কোন শক্তি রূপান্তরিত হয়?
(ক) তাপশক্তি (খ) আলোক শক্তি 
(গ) রাসায়নিক শক্তি (ঘ) যান্ত্রিক শক্তি
উত্তর : (গ) রাসায়নিক শক্তি।
৫১) জেনারেটরের রাসায়নিক শক্তি প্রথমে কোন শক্তিতে রূপান্তরিত হয়? 
(ক) তাপশক্তিতে (খ) আলোক শক্তিতে 
(গ) রাসায়নিক শক্তিতে (ঘ) যান্ত্রিক শক্তিতে
উত্তর : (ক) তাপশক্তিতে।
৫২) জেনারেটরের তাপশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? 
(ক) তাপশক্তিতে (খ) আলোক শক্তিতে 
(গ) গতিশক্তিতে (ঘ) বিদ্যুৎ শক্তিতে
উত্তর : (গ) গতিশক্তিতে।
৫৩) সূর্য থেকে আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
(ক) পরিবহন (খ) পরিচলন 
(গ) বিকিরণ (ঘ) সঞ্চালন
উত্তর : (গ) বিকিরণ।
৫৪) সূর্যের অভ্যন্তরের শক্তিকে কী বলে? 
(ক) পারমাণবিক শক্তি (খ) ইলেকট্রিক শক্তি 
(গ) নিউকিয়ার শক্তি (ঘ) রাসায়নিক শক্তি
উত্তর : (গ) নিউকিয়ার শক্তি।
৫৫) প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
(ক) হীরা (খ) সোনা (গ লোহা (ঘ) ইস্পাত
উত্তর : (ক) হীরা।
৫৬) বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কী চালানো হয়?
(ক) ট্রেন (খ) বাস (গ) নৌকা (ঘ) ট্রাক
উত্তর : (গ) নৌকা।
৫৭) কোন ধরনের শক্তি ফুরিয়ে যাবে না?
(ক) সৌরশক্তি (খ) বিদ্যুৎ শক্তি 
(গ) প্রাকৃতিক গ্যাস (ঘ) চুম্বকশক্তি
উত্তর : (ক) সৌরশক্তি।
৫৮) একটি কাঁসার বাটি হাত থেকে পড়ে গেলে কোন শক্তি উৎপন্ন হয়?
(ক) আলো (খ) তাপ (গ) শব্দ (ঘ) বিদ্যুৎ
উত্তর : (গ) শব্দ।
৫৯) শক্তি কী?
(ক) পরিবর্তন (খ) পরিবর্তনের সংঘটক 
(গ) রূপান্তরক (ঘ) পরিবর্তক
উত্তর : (খ) পরিবর্তনের সংঘটক।
৬০) পদার্থের ক্ষুদ্র বস্তুকণিকাকে কী বলা হয়?
(ক) অণু (খ) পরমাণু 
(গ) কার্বন (ঘ) নিউকিয়াস
উত্তর : (খ) পরমাণু।
৬১) পদার্থের দশা কয়টি?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি।
উত্তর : (খ) ৩টি।
৬২) কোনটি পদার্থ নয়?
(ক) বায়ু (খ) পানি (গ) শব্দ (ঘ) মাটি
উত্তর : (গ) শব্দ।
৬৩) ঘড়িতে চাবি দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
(ক) রাসায়নিক শক্তি (খ) তাপশক্তি 
(গ) গতিশক্তি (ঘ) স্থিতিশক্তি
উত্তর : (ঘ) স্থিতিশক্তি।
৬৪) এক সেকেন্ডে আলো কত দূর অতিক্রম করে?
(ক) ৩০০০০ কি.মি. 
(খ) ১৮৬০০০ কি.মি. 
(গ) ৩০০০০০ কি.মি. 
(ঘ) ১৮৬০০০০ কি.মি.
উত্তর : (গ) ৩০০০০০ কি.মি.।
৬৫) গাছ খাবার তৈরি করে কিসের সাহায্যে?
(ক) অক্সিজেনের সাহায্যে 
(খ) তাপশক্তির সাহায্যে 
(গ) আলোকশক্তির সাহায্যে (ঘ) পানির সাহায্যে
উত্তর : (গ) আলোকশক্তির সাহায্যে।
৬৬) পরমাণুতত্ত্ব কে আবিষ্কার করেন?
(ক) আইনস্টাইন (খ) ডাল্টন 
(গ) নিউটন (ঘ) ক্যাভেনডিস
উত্তর : (খ) ডাল্টন।
৬৭) হারমোনিয়াম থেকে কোন শক্তি আসে?
(ক) তাপ (খ) বিদ্যুৎ (গ) শব্দ (ঘ) আলোক
উত্তর : (গ) শব্দ
Labels : #PSC-Science ,

Post a Comment