জেএসসি প্রস্তুতি : বাংলা প্রথম

জেএসসি প্রস্তুতি : বাংলা প্রথম

মডেল টেস্ট

লুত্ফা বেগম,সিনিয়র শিক্ষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা
          প্রথম পত্র

          বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৪০)

          [প্রতিটি প্রশ্নের মান ১, সব প্রশ্নের উত্তর দিতে হবে।]

১।    ‘অতিথির স্মৃতি’ গল্পে কুকুরটির ভিজে ভিজে চোখের কল্পনা—

          i) শারীরিক প্রহারের প্রতীক

          ii) অভাব-অভিযোগের প্রতীক

          iii) অনাহার-উপবাসের প্রতীক

          নিচের কোনটি সঠিক?

       ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২।    তমো গুণের ক্ষমতাকে ধ্বংস করতে পারে—

          (ক) চন্দ্রনাথের আগ্নেয়গিরি        (খ) ক্ষত্রিয়ের শক্তি

          (গ) জ্ঞানশক্তি                 (ঘ) প্রেমশক্তি

          নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          কোন দেশেতে তরুলতা

          সকল দেশের চাইতে শ্যামল?

          কোন দেশেতে চলতে গেলে

          দলতে হয়রে দূর্বা কমল?

৩।    উদ্দীপকে প্রতিফলিত ভাব ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

          i) প্রাকৃতিক সৌন্দর্যের দেশের শ্রেষ্ঠত্ব

          ii) এ দেশের সবুজ-শ্যামল সমৃদ্ধ প্রকৃতি

          iii) শ্রেষ্ঠ ঋষিদের তপস্যাস্থল এ বাংলা

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii



৪।    বাংলাদেশের উক্ত রূপ নজরুলের কোন উক্তিতে ফুটে উঠেছে?

          i) বাংলার চাঁদ নিত্য স্নিগ্ধ

          ii) বাংলার আকাশ নিত্য প্রসন্ন

          iii) বাংলা সর্ব ঐশীশক্তির পীঠস্থান

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৫।    কর্তব্যপরায়ণতার পাশাপাশি কিশোরদের মধ্যে দেখা যায়—

          (ক) ঐক্য চেতনা              (খ) সংগ্রামী চেতনা

          (গ) লড়াকু মনোভাব       (ঘ) খামখেয়ালিপনা

৬।    অন্যঘর থেকে পেনশন পেয়ে লাইব্রেরি ঘরে স্থান পেয়েছে—

          (ক) বই-পুস্তক               (খ) তৈলচিত্রত্রয়  

          (গ) চেয়ার-টেবিল        (ঘ) পত্রিকা-ক্যালেন্ডার

৭।    বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ কোন সম্বোধনসূচক শব্দগুচ্ছ দিয়ে শুরু করেছেন?

          (ক) ভাইসব

          (খ) প্রিয় দেশবাসী

          (গ) ভাইয়েরা আমার       (ঘ) সংগ্রামী দেশবাসী

          নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          হোসনে আরা তাঁর বান্ধবীর মেয়ের বিয়েতে একটি পিতলের কলস উপহার দিলেন। এ নিয়ে অনেকেই তাঁকে উপহাস করলেও আমাদের দেশীয় কারিগরদের কাজের উচ্চমানের কথা মনে করে হোসনে আরা গর্ববোধ করছিলেন।

৮।    হোসনে আরার দেওয়া উপহারটি শিল্পগুণ বিচারে কোন শ্রেণির অন্তর্ভুক্ত করা যায়?

          (ক) আধুনিক শিল্প (খ) কুটির শিল্প

          (গ) চারুশিল্প       (ঘ) মৃিশল্প

৯।    এরূপ উপহার দেওয়ার পেছনে কামালের উদ্দেশ্যকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের আলোকে বলা যায়—

          i) অর্থ সাশ্রয় করা        ii) লোকশিল্পকে বাঁচিয়ে রাখা

          iii) ঐতিহ্যকে ধরে রাখা

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii

১০।   ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না’—এ কথার অর্থ কী?

          (ক) নির্লোভ হলে সুস্থ থাকা যায়    (খ) প্রকৃত সুখ মোহমুক্তিতে

          (গ) কৃপণতাই ধনীদের মূল অসুখ   (ঘ) মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত।

১১।   ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ —উদ্ধৃতাংশের সঙ্গে নিচের কোন চরণের মিল আছে?

          (ক) যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে তাই সুন্দর।

          (খ) আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ।

          (গ) সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে।

          (ঘ) আনন্দকে আমরা বুঝি ইন্দ্রিয় সকলের সাহায্যে।

১২।   শার্ট পরা মংডুর মুসলমানদের কিভাবে চেনা যায়?

          (ক) লুঙ্গির নিচে গুঁজে দেয়        (খ) স্কুলেও শার্ট-লুঙ্গি পরে

          (গ) লুঙ্গির বাইরে পরে           (ঘ) ছেলে-বুড়ো, তরুণী সবাই লুঙ্গি পরে

          নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          শিক্ষক ফারহানা আখতার বলেন, মানুষের মুখে মুখে ভাষার ধ্বনির বদল ঘটে। শুধু তাই নয়, ভৌগোলিক অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষার ব্যবহারেও বৈচিত্র্য লক্ষ করা যায়। যে কারণে একেক অঞ্চলে শব্দ ও উচ্চারণ একেক রকম হয়ে থাকে। ময়মনসিংহ অঞ্চলের মানুষ যেভাবে কথা বলে, সিলেট অঞ্চলের মানুষ সেভাবে কথা বলে না।

১৩।   উদ্দীপকটি ‘বাংলা ভাষার জন্ম কথা’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?

          (ক) ভাষার পরিবর্তনশীলতার দিকটিকে

          (খ) বাংলা ভাষার উত্পত্তির দিকটিকে

          (গ) বাংলা ভাষার বৈচিত্র্যকে

          (ঘ) বাংলা ভাষার স্থবিরতার দিকটিকে

১৪।   উদ্দীপকটিতে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধের যেসব বিষয় উঠে এসেছে তা হলো—

          i) ভাষার পরিবর্তনশীলতা

          ii) ভবিষ্যতে বিভিন্ন অঞ্চলের ভাষা একই রকম থাকবে না

          iii) সময়ের বিবর্তনে ধ্বনি ও উচ্চারণের তারতম্য ঘটবে

          নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii



 ১৫।  মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত?

          (ক) ২০        (খ) ২৫                  (গ) ৩০        (ঘ) ৩৫

          নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          ‘হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?

          কাণ্ডারী বল, ডুবিছে মানুষ সন্তান মোর মার।’

১৬।   ‘মানব ধর্ম’ কবিতা ও উদ্দীপকের বক্তব্য বিষয়ে যা স্পষ্ট হয়—

          i) মানুষে মানুষে ভেদাভেদ নেই

          ii) মুসলমানই শ্রেষ্ঠ, অন্যরা সব অভিশপ্ত

          iii) সকল জাতিই শ্রেষ্ঠ

          নিচের কোনটি সঠিক?

           ক. i ও ii  খ. i ও iii   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৭।   উদ্দীপকের ‘কাণ্ডারী বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার’ বলতে বোঝানো হয়েছে—

          i) আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি

          ii) স্রষ্টার মধ্যে সংকীর্ণ বিভাজন নেই

          iii) স্রষ্টা বিভেদ করেননি, মানুষই এক সংকীর্ণতা তৈরি করেছে

          নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii   খ. i ও iii  গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৮।   ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশমাতৃকার কাছে কী প্রণতি জানিয়েছেন?

          (ক) দেশপ্রেমের স্মৃতিতে বেঁচে থাকতে

          (খ) দেশের জন্য যুদ্ধ করতে

          (গ) জন্মভূমিতে আমৃত্যু বসবাসের

          (ঘ) মৃত্যুর পর জন্মভূমিতে সমাধির

১৯।   ‘তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে’—উক্তিটিতে উপেনের যে মনোভাব প্রকাশ পেয়েছে—

          i) মনোবেদনা    

          ii) বিদ্রোহ

          iii) আক্ষেপ

          নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২০।   ‘পাছে লোকে কিছু বলে’—কবিতা পাঠ শিক্ষার্থীদের কোন প্রবণতা থেকে মুক্ত করবে?

          (ক) নিজেকে প্রকাশ করার ক্ষমতা

          (খ) নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা

          (গ) নিজের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার প্রবণতা

          (ঘ) অন্যের প্রতি খড়গহস্ত মনোভাবের প্রবণতা

২১।   যে যুগ হয়েছে ‘বাসি’—এখানে ‘বাসি’ বলতে বোঝানো হয়েছে—

          (ক) দাসকে  (খ) সাহেবকে

          (গ) মুক্তকে (ঘ) গোলামকে

২২। ‘হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে’—এখানে শিশুর কর্মে কোনটি প্রকাশ পেয়েছে?

          (ক) অপচয় (খ) আনন্দ (গ) খেয়ালিপনা    (ঘ) স্বাধীনতা

২৩। ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কার জবানিতে বলা হয়েছে?

          (ক) মাঝির (খ) কানাইয়ের     (গ) কবির   (ঘ) ছোকানুর

২৪।   ফুল-ফসলহীন প্রাকৃতিক পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য কবি কী প্রত্যাশা করেন?

          (ক) অলৌকিক ইশারা কামনা করেছেন  

          (খ) অঝোর বৃষ্টির প্রার্থনা করেছেন

          (গ) স্রষ্টার কাছে সবুজতা ও শ্যামলতা প্রার্থনা করেছেন

          (ঘ) অরণ্য কন্যাদের জাগরণ কামনা করেছেন

২৫।   কবি সুকান্ত ভট্টাচার্য কোন সমাজ গড়তে চান?

          (ক) শ্রেণিবৈষম্যপূর্ণ সমাজ        (খ) দুঃখ-কষ্টহীন সমাজ

          (গ) দরিদ্র মানুষের সমাজ        (ঘ) মধ্য-বিত্ত ও বিত্তহীনদের সমাজ

২৬।   ‘দেশ’ কবিতায় কারা মালা রচনা করে?

          (ক) প্রজাপতি (খ) কাক

          (গ) বক    (ঘ) চখা

          অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নেবে,

          তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না

          বলো, মা, তাই কি হয়?

          তাইতো আমার দেরি হচ্ছে,

          তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব।

২৭।   উদ্দীপকের ভাবের সঙ্গে কোন চরণের মিল আছে?

          i) ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রোখে

          ii) দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

          iii) রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে

          নিচের কোনটি সঠিক?

              ক. i ও ii      খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২৮। উল্লিখিত কবিতাংশে ‘একুশের গান’ কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে?

          (ক) শহীদের অধিকার      (খ) শহীদের ত্যাগ

          (গ) শাসকদের বিরুদ্ধে জাগ্রত      প্রতিরোধ  

          (ঘ) শহীদের স্মৃতিচারণা

২৯।   ‘আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে’—এর মাধ্যমে বোঝানো হয়েছে শহীদের—

          (ক) ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে   (খ) আত্মার জাগরণ ঘটছে

          (গ) পরিচিতি ছড়িয়ে পড়েছে       (ঘ) আত্মা মুক্তি পেয়েছে

৩০। ‘একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব’—চরণটি দিয়ে কবি বুঝিয়েছেন—

          (ক) সূর্য থেকে প্রেরণা নেওয়া

          (খ) সূর্যের আলোয় আলোকিত হওয়া

          (গ) সূর্যের উত্তাপে জ্বালিয়ে দেওয়া   (ঘ) সূর্যের উত্তাপে উত্তপ্ত হওয়া

৩১।   কলসি ঢেলে রাশি রাশি মোহর পেয়ে নাজিমের কী করা উচিত ছিল?

          (ক) খলিফা হারুন-অর রশীদকে জানানো

          (খ) কাজি সাহেবকে জানানো

          (গ) বন্ধু ফিরে আসার পর তাকে ফিরিয়ে দেওয়া

          (ঘ) কিছুটা নিজে রেখে বাকিগুলো আলিকে দিয়ে দেওয়া

৩২। রাজকুমার হয়েও ভিখারির ছেলের সঙ্গে পোশাক বদলের মধ্য দিয়ে রাজকুমারের কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়?

          (ক) প্রজার হিতাকাঙ্ক্ষী          (খ) সহজ-সরল

          (গ) মুক্ত জীবনের আকাঙ্ক্ষা

          (ঘ) আভিজাত্যের প্রতি অনীহা

          নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          নৌভ্রমণ জাওয়াদের বহুদিনের শখ। গেলবার তাই ঈদের ছুটিতে দাদার বাড়িতে গিয়ে চাচাতো ভাইদের নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীতে ভ্রমণের জন্য একটা ডিঙি নৌকা ভাড়া করে। লোকসংখ্যা বেশি হওয়ায় নৌকা ডুবে যায়। জাওয়াদ সাঁতরে তীরে উঠে আসে এবং ভাইদের উৎসাহ দেয় যেন তারা মনোবল না হারায়।

৩৩। উদ্দীপকে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি অনুপস্থিত?

          (ক) অভিজ্ঞতার রোমঞ্চকর বর্ণনা   (খ) ভাগ্য বিড়ম্বনা

          (গ) মানসিক দৃঢ়তা       (ঘ) সহযোগিতার মানসিকতা

৩৪।  উদ্দীপকের জাওয়াদের সঙ্গে রবিনসন ক্রুশোর সাদৃশ্য রয়েছে—

          i) ভ্রমণবিলাসী মানসিকতায়    

          ii) প্রতিকূল পরিস্থিতিতে মনোবল না হারানোয়

          iii) বিপদাপন্ন ভাইদের সাহায্য না করায়

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৩৫।  ‘মাচেন্ট অব ভেনিস’ গল্পের শিক্ষণীয় বিষয়—

          i) হিংসার পরাজয়

          ii) মানবিকতার জয়

          iii) রক্ষণশীলতার পরাজয়

          নিচের কোনটি সঠিক?

             ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৩৬। ক্যাটসকিল পাহাড় হাডসন নদীর কোন দিকে অবস্থিত?

          (ক) পূর্ব    (খ) পশ্চিম

          (গ) উত্তর   (ঘ) দক্ষিণ

          উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          অনিক ও অনিম দুই ভাই। বিলে মাছ ধরার জন্য তারা ‘চার’ করে। চারে মাছ এলে দুই ভাই মাছ ধরে বিক্রি করে সংসার চালায়। কিন্তু উত্তরপাড়ার নাঈম প্রতিদিন সেই চার নষ্ট করে। ওরা নাঈমকে ভয়ে কিছু না বললেও মুহিতকে জানায়। মুহিত ইয়া মোটা আর শক্তিশালী। তার এক থাপ্পড় খেয়ে নাঈম জ্ঞান হারাল।

৩৭। উদ্দীপকের দুই ভাইয়ের সঙ্গে ‘রামায়ণ-কাহিনী’র কার সাদৃশ্য রয়েছে?

          (ক) গৌতম মুনি    (খ) বিশ্বামিত্র মুনি   (গ) শতানন্দ মুনি   (ঘ) বলিষ্ঠ মুনি

৩৮।  উদ্দীপকের মুহিত ও ‘রামায়ণ-কাহিনী’র রাম দুজনেই—

          i) শক্তিশালী ii) প্রতিবাদী iii) বদরাগী

          নিচের কোনটি সঠিক?

          ক. i ও ii        খ. i ও iii

          গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৩৯।  পাখোমের মৃত্যুর মূল কারণ কোনটি?

          (ক) অতিরিক্ত পরিশ্রম           (খ) অতিরিক্ত লোভ

          (গ) শয়তানের কারসাজি         (ঘ) ভাগ্য বিড়ম্বনা

৪০।   কোন বোনের স্বামী ছিল পাখোম?

          (ক) বড়    (খ) মেজ

          (গ) সেজ    (ঘ) ছোট



উত্তর :

১.গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. গ

৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক

১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ক

১৯. খ ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. খ

২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. গ

২৯. ক ৩০. ক ৩১. গ ৩২. গ ৩৩. ক

৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. খ

৩৯. গ ৪০. ঘ।

Share this

Related Posts

Previous
Next Post »