অষ্টম অধ্যায়
শব্দের কথা
বহু নির্বাচনী প্রশ্ন
১। স্টিলে শব্দের বেগ কত?
ক. ৩০০০ মিটার/সেকেন্ড
খ. ৪০০০ মিটার/সেকেন্ড
গ. ৫০০০ মিটার/সেকেন্ড
ঘ. ৬০০০ মিটার/সেকেন্ড
২। ইটে শব্দের বেগ কত?
ক. ৮০০০ মিটার/সেকেন্ড
খ. ৭০০০ মিটার/সেকেন্ড
গ. ৬০০০ মিটার/সেকেন্ড
ঘ. ৫০০০ মিটার/সেকেন্ড
৩। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত?
ক. ৬৪২০ মিটার/সেকেন্ড খ. ৬৪৩০ মিটার/সেকেন্ড
গ. ৬৪৪০ মিটার/সেকেন্ড ঘ. ৬৪৬০ মিটার/সেকেন্ড
৪। গ্রানাইটের শব্দের বেগ কত?
ক. ৫০০০ মিটার/সেকেন্ড
খ. ৬০০০ মিটার/সেকেন্ড
গ. ৭০০০ মিটার/সেকেন্ড ঘ. ৮০০০ মিটার/সেকেন্ড
৫। নিচের কোন মাধ্যমে শব্দ সর্বাপেক্ষা ধীরে চলবে?
ক. লোহা খ. তামা
গ. বায়ু ঘ. পানি
৬। নিচের কোন মাধ্যম শব্দ সবেচেয়ে দ্রুতগতিতে চলবে?
ক. বরফ খ. পানি
গ. জলীয় বাষ্প
ঘ. ভারি পানি বায়ু
৭। একটি ধাতব ঘণ্টা কোন অবস্থায় রেখে বাজালে অপেক্ষাকৃত দ্রুত শব্দ শোনা যাবে?
ক. বায়ুতে রেখে
খ. পানিতে রেখে
গ. হাইড্রোজেন গ্যাসে রেখে
ঘ. অক্সিজেনে রেখে
৮। শব্দের বেগ—
i. কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি
ii. তরল মাধ্যমে অপেক্ষাকৃত কম
iii. বায়ু মাধ্যমে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, iii
৯। ৫০০০ মিটার/সেকেন্ড বেগে শব্দ চলে—
i. স্টিলে
ii. গ্রানাইটে
iii. ইটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
কঠিন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। এক-এক কঠিন পদার্থে শব্দের বেগ এক রকম। বেশ কয়েকটি কঠিন পদার্থ হলো কাচ, স্টিল, ইট, অ্যালুমিনিয়াম ও গ্রানাইট।
১০। উদ্দীপকের কোন পদার্থটিতে শব্দের বেগ পদার্থের গুণাগুণ ভেদে বিভিন্ন হয়?
ক. কাচ খ. স্টিল
গ. অ্যালুমিনিয়াম
ঘ. গ্রানাইট
১১। উল্লিখিত কঠিন পদার্থগুলোর কোনটিতে শব্দের বেগ সবেচেয়ে বেশি?
ক. কাচে খ. স্টিলে
গ. ইটে ঘ. অ্যালুমিনিয়ামে
১২। আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা কিসের মতো?
ক. বৃত্তের মতো খ. ফানেলের মতো
গ. সিলিন্ডারের মতো ঘ. বর্গের মতো
১৩। মানুষের কানের শেষ প্রান্তে কী থাকে?
ক. অস্থি খ. তরুণাস্থি
গ. পাতলা পর্দা
ঘ. তরল পদার্থ
১৪। শব্দের কম্পন কানের পর্দাকে কী করে?
ক. আকর্ষিত করে খ. বিকর্ষিত করে
গ. কম্পিত করে
ঘ. আলোকিত করে
১৫। কানের পর্দা কম্পনের কোথায় পৌঁছে দেয়?
ক. মুখে খ. হাতে
গ. সর্বাঙ্গে ঘ. মস্তিষ্কে
১৬। মানুষের শ্রবণে—
i. মুখ সহায়তা দান করে
ii. কান সহায়তা দান করে
iii. মস্তিষ্ক সহায়তা দান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক
৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ
১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. গ
জ্যোতি ভূষণ বিশ্বাস,
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা
শব্দের কথা
বহু নির্বাচনী প্রশ্ন
১। স্টিলে শব্দের বেগ কত?
ক. ৩০০০ মিটার/সেকেন্ড
খ. ৪০০০ মিটার/সেকেন্ড
গ. ৫০০০ মিটার/সেকেন্ড
ঘ. ৬০০০ মিটার/সেকেন্ড
২। ইটে শব্দের বেগ কত?
ক. ৮০০০ মিটার/সেকেন্ড
খ. ৭০০০ মিটার/সেকেন্ড
গ. ৬০০০ মিটার/সেকেন্ড
ঘ. ৫০০০ মিটার/সেকেন্ড
৩। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত?
ক. ৬৪২০ মিটার/সেকেন্ড খ. ৬৪৩০ মিটার/সেকেন্ড
গ. ৬৪৪০ মিটার/সেকেন্ড ঘ. ৬৪৬০ মিটার/সেকেন্ড
৪। গ্রানাইটের শব্দের বেগ কত?
ক. ৫০০০ মিটার/সেকেন্ড
খ. ৬০০০ মিটার/সেকেন্ড
গ. ৭০০০ মিটার/সেকেন্ড ঘ. ৮০০০ মিটার/সেকেন্ড
৫। নিচের কোন মাধ্যমে শব্দ সর্বাপেক্ষা ধীরে চলবে?
ক. লোহা খ. তামা
গ. বায়ু ঘ. পানি
৬। নিচের কোন মাধ্যম শব্দ সবেচেয়ে দ্রুতগতিতে চলবে?
ক. বরফ খ. পানি
গ. জলীয় বাষ্প
ঘ. ভারি পানি বায়ু
৭। একটি ধাতব ঘণ্টা কোন অবস্থায় রেখে বাজালে অপেক্ষাকৃত দ্রুত শব্দ শোনা যাবে?
ক. বায়ুতে রেখে
খ. পানিতে রেখে
গ. হাইড্রোজেন গ্যাসে রেখে
ঘ. অক্সিজেনে রেখে
৮। শব্দের বেগ—
i. কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি
ii. তরল মাধ্যমে অপেক্ষাকৃত কম
iii. বায়ু মাধ্যমে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, iii
৯। ৫০০০ মিটার/সেকেন্ড বেগে শব্দ চলে—
i. স্টিলে
ii. গ্রানাইটে
iii. ইটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
কঠিন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। এক-এক কঠিন পদার্থে শব্দের বেগ এক রকম। বেশ কয়েকটি কঠিন পদার্থ হলো কাচ, স্টিল, ইট, অ্যালুমিনিয়াম ও গ্রানাইট।
১০। উদ্দীপকের কোন পদার্থটিতে শব্দের বেগ পদার্থের গুণাগুণ ভেদে বিভিন্ন হয়?
ক. কাচ খ. স্টিল
গ. অ্যালুমিনিয়াম
ঘ. গ্রানাইট
১১। উল্লিখিত কঠিন পদার্থগুলোর কোনটিতে শব্দের বেগ সবেচেয়ে বেশি?
ক. কাচে খ. স্টিলে
গ. ইটে ঘ. অ্যালুমিনিয়ামে
১২। আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা কিসের মতো?
ক. বৃত্তের মতো খ. ফানেলের মতো
গ. সিলিন্ডারের মতো ঘ. বর্গের মতো
১৩। মানুষের কানের শেষ প্রান্তে কী থাকে?
ক. অস্থি খ. তরুণাস্থি
গ. পাতলা পর্দা
ঘ. তরল পদার্থ
১৪। শব্দের কম্পন কানের পর্দাকে কী করে?
ক. আকর্ষিত করে খ. বিকর্ষিত করে
গ. কম্পিত করে
ঘ. আলোকিত করে
১৫। কানের পর্দা কম্পনের কোথায় পৌঁছে দেয়?
ক. মুখে খ. হাতে
গ. সর্বাঙ্গে ঘ. মস্তিষ্কে
১৬। মানুষের শ্রবণে—
i. মুখ সহায়তা দান করে
ii. কান সহায়তা দান করে
iii. মস্তিষ্ক সহায়তা দান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক
৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ
১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. গ
জ্যোতি ভূষণ বিশ্বাস,
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা
EmoticonEmoticon