২.১.৪। U = {1,2,3,4,5,6,7},A ={1,3,5}, B= {2,4,6} এবং C= {3,4,5,6,7} হলে, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই কর।(i) (AB)=AB
(ii)(BC)=BC
(iii) (AB)C=(AC)(BC)
(iv) (AB)C=(AC)(BC) 

২.১.৪। U = {1,2,3,4,5,6,7},A ={1,3,5}, B= {2,4,6} এবং C= {3,4,5,6,7} হলে, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই কর।(i) (AB)=AB 
সমাধান:
দেওয়া আছে,
U = {1,2,3,4,5,6,7}
A ={1,3,5}
B = {2,4,6}
C= {3,4,5,6,7} 


( A∪B ) = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {1,3,5} ∪ {2,4,6}
{1,2,3,4,5,6}
(AB) = সার্বিক সেট \ (AB) 
= U \ (AB)
= U - (AB)
= {1,2,3,4,5,6,7} - {1,3,5}
{7} 


আবার,
A = সার্বিক সেট \ A 
= U \ A 
= U - A 
= {1,2,3,4,5,6,7} - {1,3,5}
{2,4,6,7} 

B = সার্বিক সেট \ B 
= U \ B 
= U - B 
= {1,2,3,4,5,6,7} - {2,4,6}
{1,3,5,7} 

AB = উভয় সেটের সাধারণ উপাদান 
= {2,4,6,7} ∩ {1,3,5,7} 
= {7 }
= {1,2,3,4,5,6,7} - {2,4,6}
{7} 

অতএব, (AB)=AB (প্রমাণিত ) 
বিকল্প সমাধান 
সেটউপাদান
U{1,2,3,4,5,6,7}
A{1,3,5}
B{2,4,6}
A∪B{1,2,3,4,5,6}
(AB)U - (A∪B)
7
AU - A
{2,4,6,7}
BU - B
{1,3,5,7}
AB7


২.১.৪। U = {1,2,3,4,5,6,7},A ={1,3,5}, B= {2,4,6} এবং C= {3,4,5,6,7} হলে, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই কর।(ii)(BC)=BC 
সমাধান:
দেওয়া আছে,
U = {1,2,3,4,5,6,7}
A ={1,3,5}
B = {2,4,6}
C= {3,4,5,6,7} 


( B ∩ C ) = উভয় সেটের সাধারণ উপাদান 
= {2,4,6} ∩ {3,4,5,6,7}
{4,6}
(BC) = সার্বিক সেট \ (BC) 
= U \ (BC)
= U - (BC)
= {1,2,3,4,5,6,7} - {4,6}
{1,2,3,5,7} 


আবার,
B = সার্বিক সেট \ B 
= U \ B 
= U - B 
= {1,2,3,4,5,6,7} - {2,4,6}
{1,3,5,7} 

C = সার্বিক সেট \ C 
= U \ C 
= U - C 
= {1,2,3,4,5,6,7} - {3,4,5,6,7} 
{1,2} 



BC = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {1,3,5,7} ∪ {1,2} 
= {1,2,3,5,7 }
{1,2,3,5,7 } 

অতএব,(BC)=BC (প্রমাণিত ) 
বিকল্প সমাধান 
সেটউপাদান
U{1,2,3,4,5,6,7}
B{2,4,6}
C{3,4,5,6,7}
B ∩ C{4,6}
(BC){1,2,3,5,7}
BU - B
{1,3,5,7}
CU - C
{1,2}
BC{1,2,3,5,7}


২.১.৪। U = {1,2,3,4,5,6,7},A ={1,3,5}, B= {2,4,6} এবং C= {3,4,5,6,7} হলে, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই কর।(iii) (AB)C=(AC)(BC) 
সমাধান:
দেওয়া আছে,
U = {1,2,3,4,5,6,7}
A ={1,3,5}
B = {2,4,6}
C= {3,4,5,6,7} 


( A∪B ) = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {1,3,5} ∪ {2,4,6}
{1,2,3,4,5,6}
(AB)C = উভয় সেটের সাধারণ উপাদান 
= {1,2,3,4,5,6} ∩ {3,4,5,6,7}
={3,4,5,6}
{3,4,5,6} 


আবার,
( A ∩ C ) = উভয় সেটের সাধারণ উপাদান 
= {1,3,5} ∩ {3,4,5,6,7}
{3,5}
( B ∩ C ) = উভয় সেটের সাধারণ উপাদান 
= {2,4,6} ∩ {3,4,5,6,7}
{4,6}
( A ∩ C ) ∪ ( B ∩ C ) = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {3,5} ∪ {4,6}
{3,4,5,6}


অতএব,(AB)C=(AC)(BC)(প্রমাণিত ) 
বিকল্প সমাধান 

সেটউপাদান
U{1,2,3,4,5,6,7}
A{1,3,5}
B{2,4,6}
C{3,4,5,6,7}
( A ∪ B ){1,2,3,4,5,6}
( A ∪ B ) ∩ C{3,4,5,6}
A ∩ C{3,5}
B ∩ C{4,6}
( A ∩ C) ∪ ( B ∩ C){3,4,5,6}


২.১.৪। U = {1,2,3,4,5,6,7},A ={1,3,5}, B= {2,4,6} এবং C= {3,4,5,6,7} হলে, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই কর।(iv) (AB)C=(AC)(BC) 
সমাধান:
দেওয়া আছে,
U = {1,2,3,4,5,6,7}
A ={1,3,5}
B = {2,4,6}
C= {3,4,5,6,7} 


( A∩B ) = উভয় সেটের সাধারণ উপাদান 
= {1,3,5} ∪ {2,4,6}
{}
(AB)C = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {} ∩ {3,4,5,6,7}
={3,4,5,6,7}
{3,4,5,6,7} 


আবার,
( A ∪ C ) = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {1,3,5} ∪ {3,4,5,6,7}
{1,3,4,5,6,7}
( B ∪ C ) = উভয় সেটের সম্মিলিত উপাদান সমূহ 
= {2,4,6} ∪ {3,4,5,6,7}
{2,3,4,5,6,7}
( A ∪ C ) ∩ ( B ∪ C ) = উভয় সেটের সাধারণ উপাদান 
= {1,3,4,5,6,7} ∩ {2,3,4,5,6,7}
{3,4,5,6,7}


অতএব,(AB)C=(AC)(BC)(প্রমাণিত ) 
বিকল্প সমাধান 

সেটউপাদান
U{1,2,3,4,5,6,7}
A{1,3,5}
B{2,4,6}
C{3,4,5,6,7}
( A ∩ B ){ϕ}
( A ∩ B ) ∪ C{3,4,5,6,7}
A ∪ C{1,3,4,5,6,7}
B ∪ C{2,3,4,5,6,7}
( A ∪ C) ∩ ( B ∪ C){3,4,5,6,7}

Share this

Related Posts

Previous
Next Post »