Posts

১।   মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কখন?      ক. ৮-১০ বছর          খ. ১০-১৪ বছর      গ. ৮-১৩ বছর          ঘ. ৯-১২ বছর      উত্তর : ৮-১৩ বছর ২।   বয়ঃসন্ধিকালের পরিবর্তন কোনটি?      ক. ছেলেমেয়ের বেশি কথা বলা      খ. দ্রুত লম্বা হওয়া      গ. মেয়েদের গলার স্বরের পরিবর্তন      ঘ. ছেলেমেয়েদের ঘরে বসে থাকা      উত্তর : দ্রুত লম্বা হওয়া ৩।   বসন্ত রোগ কখন ছড়িয়ে পড়ে?      ক. বসন্তের গুটি ওঠার আগে      খ. বসন্তের গুটি ওঠার পরপরই      গ. বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়      ঘ. বসন্তের গুটি শুকিয়ে গেলে ৪।   সংক্রামক রোগ কোনটি?      ক. সর্দিজ্বর         খ. পাঁচড়া      গ. চুলকানি        ঘ. সবগুলোই      উত্তর : সবগুলোই ৫।   বয়ঃসন্ধিকালে কার সহযোগিতা বেশি প্রয়োজন?      ক. বন্ধুদের        খ. প্রতিবেশীর      গ. ডাক্তারের       ঘ. মা-বাবার      উত্তর : মা-বাবার ৬।   দিন-রাত হওয়ার কারণ—      ক. পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে      খ. সূর্য উদয় হয় ও অস্ত যায়      গ. পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়      ঘ. চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে      উত্তর : পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায় ৭।   ঋতু পরিবর্তন হওয়ার কারণ—      ক. পৃথিবীর আহ্নিক গতির জন্য      খ. পৃথিবীর বার্ষিক গতির জন্য      গ. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার      ঘ. সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে      উত্তর : পৃথিবীর বার্ষিক গতির জন্য ৮।   কোন যন্ত্রে অনেক তথ্য সহজে বহন করা যায়; কিন্তু জায়গা কম লাগে?      ক. ডিভিডি         খ. পেনড্রাইভ      গ. সিডি          ঘ. ল্যাপটপ      উত্তর : পেনড্রাইভ ৯।   CPU-এর পূর্ণরূপ—        ক. Central Processing Unit         খ. Central Program Unit       গ. Core Program Unit      ঘ. Core Processing Utility      উত্তর : Central Processing Unit  ১০।  পৃথিবীর কক্ষপথের আকার কেমন?       ক. উপবৃত্তাকার          খ. বৃত্তাকার        গ. বর্গাকার        ঘ. আয়তাকার      উত্তর : বৃত্তাকার     ১১। পৃথিবীকে কেন্দ্র করে কী ঘোরে?      ক. শুক্র           খ. শনি      গ. বুধ           ঘ. চাঁদ      উত্তর : চাঁদ ১২। প্রযুক্তি সব সময়—      ক. কল্যাণকর      খ. ক্ষতিকর      গ. কল্যাণকর কিংবা ক্ষতিকর, তা প্রয়োগের ওপর নির্ভরশীল      ঘ. কোনোটাই নয়      উত্তর : কল্যাণকর কিংবা ক্ষতিকর, তা প্রয়োগের ওপর নির্ভরশীল ১৩। মানুষ অন্য প্রাণী থেকে উন্নত, কারণ—      ক. মানুষ সামাজিক জীব      খ. মানুষ দ্রুত চলাচল করে      গ. অন্য প্রাণীর চেয়ে বুদ্ধি বেশি      ঘ. মানুষ পরনির্ভরশীল      উত্তর : মানুষ সামাজিক জীব - See
Labels :

Post a Comment