নবম দশম শ্রেনির পড়াশোনা

বাংলা দ্বিতীয় পত্র

১। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কার সহোদর?
(ক) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়              (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর    
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
২।‘পালামৌ’ একটি—
(ক) উপন্যাস               (খ) গল্প
(গ) নাটক                   (ঘ) ভ্রমণকাহিনী
৩। বরাকর হতে দুই একটি কী দেখা যায়?
(ক) বন                      (খ) সমুদ্র
(গ) পাহাড়                  (ঘ) নদী
৪।লেখকের মতে পাহাড়ের দূরত্ব নির্ণয় কার পক্ষে বড় কঠিন?
(ক) মানুষের (খ) কোলদের
(গ) বালক-বালিকাদের 
(ঘ) বাঙ্গালিদের
৫। দুই প্রহরের সময় লেখক কোথায় পৌঁছলেন?
(ক) পালামৌ               (খ) রাঁচি
(গ) হাজারিবাগ            (ঘ) রানিগঞ্জ
৬। কে বলেছেন মানুষ বৃদ্ধি না হলে সুন্দর হয় না?
(ক) কোল প্রধান          (খ) লেখক
(গ) গৃহকর্তা                (ঘ) মহানুভব
৭। পালামৌ একটি-
(ক) গ্রাম                    (খ) শহর
(গ) পরগনা                 (ঘ) বস্তি
৮। কী বড় রসিক?
(ক) পাহাড়                 (খ) জঙ্গল
(গ) অশ্বত্থবৃক্ষ              (ঘ) কোল বৃ্দ্ধ
৯। লেখকের সকল বিষয় কেন স্মরণ ছিল না?
(ক) স্মৃতি লোপ পেয়েছে               
(খ) বয়স হয়েছে
(গ) অনেক আগের কথা
(ঘ) উন্মাদ হয়েছে
১০। গাড়ওয়ান কেন কুলিকে ডাকতে গেল?
(ক) জিনিসপত্র উঠাবার জন্য
(খ) সাহেবকে ভেতরে নিয়ে যাবার জন্য
(গ) গাড়ি ঠেলে পার করার জন্য
(ঘ) রাস্তা পরিষ্কার করার জন্য
১১। কুলিদের বালক-বালিকারা চিত্কার করতে লাগল কেন?
(ক) খাবারের জন্য        (খ) পয়সার জন্য
(গ) ফুলের জন্য           (ঘ) খেলনার জন্য
১২। বাঙালির পক্ষে পাহাড়ের দূরত্ব নির্ণয় করা কঠিন কেন?
(ক) দূরত্ব জ্ঞান নেই     
(খ) বঙ্গদেশে পাহাড় নেই
(গ) অশিক্ষিত              (ঘ) আবেগপ্রবণ
১৩।‘ধুক্ধুকি’ বলতে কী বোঝায়?
(ক) ধুতি                    (খ) লকেট
(গ) কানের দুল            (ঘ) বালা
১৪। কোল জাতির ঐতিহ্য ও সংস্কৃৃতি তুলে ধরা হয়েছে নিচের কোন রচনায়?
(ক) মমতাদি               (খ) পালামৌ
(গ) আমাদের সংস্কৃৃতি
(ঘ) উদ্যম ও পরিশ্রম
১৫।‘জানু’ শব্দটি ‘পালামৌ’ গল্পে কী অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) মাথা                    (খ) পা
(গ) হাঁটু                      (ঘ) কাঁধ
১৬।‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
(ক) মহীর্বর                 (খ) কানন
(গ) মহীরূহ                  (ঘ) বিজন
১৭।‘মুন্ডা নৃগোষ্ঠীর রয়েছে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি-মুন্ডার সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন জাতির মিল রয়েছে?
(ক) ইংরেজ                                (খ) কোল
(গ) রেড-ইন্ডিয়ান         (ঘ) মান্দি
১৮।‘অশীতিপরায়ণা না হইলে তাহারা লোলচর্মা হয় না।’ এখানে ‘লোলচর্মা’ অর্থ হলো-
(ক) ঢিলা-চামড়া (খ) লাল চামড়া
(গ) কালো চামড়া
(ঘ) ত্বক ঠিক থাকা
১৯।‘পালামৌ’ভ্রমণকাহিনীতে লেখক কোন দিকটি ফুটিয়ে তুলেছেন?
(ক) সৌন্দর্য                (খ) জীবনপ্রণালী
(গ)অর্থনৈতিক সমৃদ্ধি
(ঘ) জাতিভেদ
২০। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘পালামৌ’ ভ্রমণোপন্যাসের উদ্দেশ্য কী?
(ক) পালামৌর সৌন্দর্য জানানো
(খ) অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন
(গ) কোল গোষ্ঠীর অধিকার নিশ্চিত করা
(ঘ) প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করা
২১। লেখকের মতে বাঙালি নারীদের অতি শীঘ্র বৃদ্ধি হওয়ার কারণ কোনটি?
(ক) আলস্য                 (খ) পরিবেশ পরিস্থিতি
(গ) পরিশ্রম                 (ঘ) বাল্যবিবাহ
২২।‘পালামৌ’ ভ্রমণকাহিনীতে লেখক কোলদের কোন দিকটি ফুটিয়ে তুলেছেন?
(ক) সামাজিক             (খ) রাজনৈতিক
(গ) পারিবারিক            (ঘ) অর্থনৈতিক
(ক) i                         (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর
১খ২.ঘ৩গ৪.ঘ৫.গ৬.৭.গ৮.গ ৯.গ ১০.গ১১.খ১২.১৩.খ১৪.খ১৫গ ১৬.ক১৭.খ১৮.১৯.ক২০.ক২১.ক ২২.গ

Share this

Related Posts

Previous
Next Post »