বাংলা
মো.সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১। নদীয়া জেলার জামশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন নিচের কোন কবি?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ) সত্যেন্দ্রনাথ (ঘ) যতীন্দ্রমোহন বাগচী
২। যতীন্দ্রমোহন বাগচীর কাব্য রচনায় নিচের কার প্রভাব লক্ষণীয়?
(ক) জীবনানন্দ দাশ (খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) জসীমউদ্দীন (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩।অন্ধবধূ পায়ের তলায় নরম অনুভব করল কেন?
(ক) কাদামাটি পড়ার কারণে (খ) ঝোপে পা পড়ার কারণে
(গ) কাপড় পড়ার কারণে (ঘ) ফুল পড়ার কারণে
৪। কেন অন্ধবধূ রাতে মধুময় গন্ধ পায়?
(ক) শিউলি ফুলের কারণে (খ) হাসনাহেনা ফুলের কারণে
(গ) বকুল ফুলের কারণে (ঘ) রজনীগন্ধার কারণে
৫। কিসের দ্বারা জ্যৈষ্ঠ মাস এসেছে বলে জানা যায়?
(ক) আমের রং (খ) রোদের তাপ
(গ) কোকিলের ডাক (ঘ) ডাহুকের ডাক
৬।‘অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) অন্ধবধূ চলে গেলে সবাই খুশি হয়
(খ) অন্ধবধূ অসুখ হলে সবাই খুশি হয়
(গ) অন্ধবধূ মারা গেলে সব সমস্যার সমাধান হয়
(ঘ) অন্ধবধূ হারিয়ে গেলে সবাই বাঁচে
৭। অপরাজিতা কী?
(ক) যতীন্দ্রমোহন বাগচীর স্ত্রীর নাম
(খ) ফুলের নাম
(গ) কাব্যগ্রন্থের নাম (ঘ) ছোটগল্প
৮।‘অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়’ এই চরণে প্রকাশ পেয়েছে-
(ক) সাংসারিক কষ্ট (খ) পারিবারিক কষ্ট
(গ) অন্ধত্বের কষ্ট (ঘ) সামাজিক কষ্ট
৯।‘নীহারিকা’ যতীন্দ্রমোহন বাগচীর কোন ধরনের রচনা?
(ক) কাব্যগ্রন্থ (খ) কাব্যনাট্য (গ) ভ্রমণকাহিনী (ঘ) ছোটগল্প
১০।‘রাসেল সব প্রতিবন্ধকতা দূর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে’- উদ্দীপকের চেতনা নিচের কোন কবিতার চেতনার সমান্তরাল?
(ক) আজ সৃষ্টি সুখের উলাসে (খ) জীবন সঙ্গীত
(গ) আমার সন্তান (ঘ) অন্ধবধূ
১.ঘ ২.ক ৩.ঘ ৪.গ ৫.ক ৬গ ৭.গ ৮.গ৯.ক১০.ঘ১১.ঘ,১২.ঘ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.গ
মো.সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১। নদীয়া জেলার জামশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন নিচের কোন কবি?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
(গ) সত্যেন্দ্রনাথ (ঘ) যতীন্দ্রমোহন বাগচী
২। যতীন্দ্রমোহন বাগচীর কাব্য রচনায় নিচের কার প্রভাব লক্ষণীয়?
(ক) জীবনানন্দ দাশ (খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) জসীমউদ্দীন (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩।অন্ধবধূ পায়ের তলায় নরম অনুভব করল কেন?
(ক) কাদামাটি পড়ার কারণে (খ) ঝোপে পা পড়ার কারণে
(গ) কাপড় পড়ার কারণে (ঘ) ফুল পড়ার কারণে
৪। কেন অন্ধবধূ রাতে মধুময় গন্ধ পায়?
(ক) শিউলি ফুলের কারণে (খ) হাসনাহেনা ফুলের কারণে
(গ) বকুল ফুলের কারণে (ঘ) রজনীগন্ধার কারণে
৫। কিসের দ্বারা জ্যৈষ্ঠ মাস এসেছে বলে জানা যায়?
(ক) আমের রং (খ) রোদের তাপ
(গ) কোকিলের ডাক (ঘ) ডাহুকের ডাক
৬।‘অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) অন্ধবধূ চলে গেলে সবাই খুশি হয়
(খ) অন্ধবধূ অসুখ হলে সবাই খুশি হয়
(গ) অন্ধবধূ মারা গেলে সব সমস্যার সমাধান হয়
(ঘ) অন্ধবধূ হারিয়ে গেলে সবাই বাঁচে
৭। অপরাজিতা কী?
(ক) যতীন্দ্রমোহন বাগচীর স্ত্রীর নাম
(খ) ফুলের নাম
(গ) কাব্যগ্রন্থের নাম (ঘ) ছোটগল্প
৮।‘অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়’ এই চরণে প্রকাশ পেয়েছে-
(ক) সাংসারিক কষ্ট (খ) পারিবারিক কষ্ট
(গ) অন্ধত্বের কষ্ট (ঘ) সামাজিক কষ্ট
৯।‘নীহারিকা’ যতীন্দ্রমোহন বাগচীর কোন ধরনের রচনা?
(ক) কাব্যগ্রন্থ (খ) কাব্যনাট্য (গ) ভ্রমণকাহিনী (ঘ) ছোটগল্প
১০।‘রাসেল সব প্রতিবন্ধকতা দূর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে’- উদ্দীপকের চেতনা নিচের কোন কবিতার চেতনার সমান্তরাল?
(ক) আজ সৃষ্টি সুখের উলাসে (খ) জীবন সঙ্গীত
(গ) আমার সন্তান (ঘ) অন্ধবধূ
১১।‘রত্নার বাবা রত্নার জম্মের পর থেকেই বিদেশ থাকে; রত্না বাবার অভাব অনুভব করে এবং খুব কষ্ট পায়। উদ্দীপকের ভাবটি কোন কবিতায় সঙ্গে সঙ্গতিপূর্ণ-
(ক) ঝর্ণার গান (খ) আমার সন্তান
(গ) জীবন সঙ্গীত (ঘ) অন্ধবধূ
১২।‘জীবনানন্দ দাশ একজন প্রকৃতিপ্রেমী কবি ছিলেন। তার কবিতায় নিসর্গ সৌন্দর্যের রূপ পরিলক্ষিত হয়’- উদ্দীপকের কবির সঙ্গে সঙ্গতি রয়েছে কোন কবির?
(ক) ভারতচন্দ্র রায়গুণাকর
(খ) শামসুর রাহমান
(গ) সুফিয়া কামাল
(ঘ) যতীন্দ্রমোহন বাগচী
১৩। প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তার সমসাময়িক ছিলেন কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) ভারতচন্দ্র
(গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) যতীন্দ্রমোহন বাগচী
১৪। ‘ভুলায় খানিক মনের ব্যথা যত’- বাক্যে প্রকাশিত হয়েছে-
(ক) নিঃসঙ্গতা (খ) একাকিত্বের
(গ) অত্যাচারের (ঘ) প্রতিবন্কতার
১৫। ‘সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে'- বাক্যে প্রকাশিত হয়েছ-
(ক) সামাজিক দিক
(খ) মানসিক দিক
(গ) রাজনৈতিক দিক
(ঘ) অর্থনৈতিক দিক
১৬।‘তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে
দুটো যেন প্রাণের কথা বলে' — এখানে অন্ধবধূর যে দিকটি প্রকাশ পেয়েছে-
(ক) অতৃপ্তি (খ) কষ্ট (গ) শূন্যতা (ঘ) চেতনা
১৭।পায়ের তলার নরম ঠেকল কী-এখানে অন্বধূর যে ভাবটি প্রকাশ পেয়েছে?
i. অনুমান
ii. চিন্তা
iii. দৃষ্টিগ্রাহ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
১৮। অন্ধবধূর কাঁদার সুখ বারণ — কারণ হলো—
i. স্বামীর নির্দেশ
ii. জন্মান্ধ
iii. দৃষ্টিপ্রতিবন্ধী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii
(গ) i ও iii (ঘ) i ও iii
১৯।‘শ্যাওলা-পিছল-এমন শঙ্কা লাগে’- এখানে অন্বধূর প্রকাশ পেয়েছে-
i. ভয় ii. সাহস iii. দৃঢ়প্রত্যয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
রহিম সমাজের আর দশটি মানুষের মতো জীবন যাপন করতে পারে না। তার প্রধান কারণ হলো অন্ত্ব। সমাজের সবাই তাকে অবজ্ঞা করে। সে নিজেকেও সমাজের অসহায় মানুষ মনে করে।
২০।কোন রচনায় উদ্দীপকের সমান্তরাল অনুভ"তির পরিচয় আছে?
(ক) প্রাণ (খ) জীবন সঙ্গীত
(গ) অন্ধবধূ (ঘ) সেইদিন এই মাঠ
উত্তর:
EmoticonEmoticon