Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

নবম দশম শ্রেনির পড়াশোনা -পদার্থ বিজ্ঞান

1 min read
প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘ পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ’ থেকে আরো ৪টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

২৯। ঘনত্বের একক কোনটি?
i) kgm-2 ii) kgm-3 iii) Nm-2
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii, iii
৩০। কোনো বস্তুর ঘনত্ব কোনটির ওপর নির্ভর করেÑ
i) বস্তুর উপাদান ii) বস্তুর তাপমাত্রা
iii) বস্তুর দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii 
গ) i, iii ঘ) i, ii, iii
নিচের তথ্যের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানুষ সাধারণত দুই পায়ে সহজে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এক পায়ে তা পারে না। কেউ হাইহিল জুতা পরে নরম মাটিতে হাঁটেন, আবার কেউ চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন।
৩১। নিচের বিবরণগুলো লক্ষ করো :
i) হাইহিল জুতা পরে হাঁটলে জুতা মাটিতে দেবে যাবে
ii) চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরে হাঁটলে জুতা মাটিতে দেবে যাবে
iii) জুতা মাটিতে দাবা বা না দাবা সব কিছুরই কারণ চাপের তারতম্য
নিচের কোনটি সঠিক?
ক) i, iii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii
৩২। চ্যাপ্টা তলাওয়ালা জুতা পায়ে পরলে কোনটি ঘটে?
ক) জুতা মাটিতে দেবে যাবে 
খ) জুতা মাটিতে দাববে না
গ) পা মাটিকে মসৃণ করবে ঘ) পা শক্ত হবে
উত্তর : ২৯.খ ৩০.ক ৩১.গ ৩২. খ
Labels : #SSC-Physics ,

Post a Comment