জে এস সি পরীক্ষা প্রস্তুতি ২০১৭- গনিত

মুনাফা - অনুশীলনী ২:১

প্রশ্ন:২ একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো? 

 সমাধানঃ ৫% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ৫) টাকা বা ৯৫ টাকা। বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০ টাকা। বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০৯৫ টাকা। বিক্রয়মূল্য ২৩৭৫.০০ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০×২৩৭৫৯৫ টাকা। = ২৫০০ টাকা। আবার, ৬% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+৬) টাকা বা ১০৬ টাকা। ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা। ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬১০০ টাকা। ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬×২৫০০১০০ টাকা। =২৬৫০ টাকা। ডাল ২৬৫০ টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো। উত্তরঃ ২৬৫০ টাকা। 

Share this

Related Posts

Previous
Next Post »