সমাধান:
প্রথম ক্ষেত্রে আসল = ৬৫০০ টাকা
মুনাফা-আসল, A = ৮৮৪০ টাকা
:. মুনাফা I = A - P
= (৮৮৪০ - ৬৫০০) টাকা
= ২৩৪০ টাকা
সময় n = ৪ বছর
মুনাফার হার, r = ?
আমরা জানি, I = pm
বা, r = Ipn
অর্থাৎ, মুনাফার হার = মুনাফা/আসল× সময়
মুনাফার হার
= ২৩৪০৬৫০০×৪
= ০.০৯
= ০.০৯×১০০×১১০০
=৯×১১০০
= ৯%
দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফার হার
r = ৯%
সময় n = ৪ বছর
মুনাফা-আসল A = ১০২০০ টাকা
মনে করি, আসল = p টাকা
:. মুনাফা, I = A - P
তাহলে, I = prn
অর্থাৎ মুনাফা = আসল × মুনাফার হার × সময়
:. A - P = P×r×n
বা, ১০২০০ - P = P×৯%×৪
বা, ১০২০০ = P×৯১০০×৪+P
বা, ১০২০০ =P×৯২৫+P
বা, ১০২০০ = P×৯২৫+১
বা, ১০২০০ =P×৯+২৫২৫
বা, ১০২০০ = ৩৪×P২৫
বা, ৩৪×P=১০২০০×২৫
বা, P = ১০২০০×২৫৩৪
:. P = ৭৫০০
:. নির্ণেয় আসল ৭৫০০ টাকা।
উত্তর: ৭৫০০ টাকা।
বিকল্প পদ্ধতি:
এখানে আসল = ৬৫০০ টাকা
মুনাফা-আসল = ৮৮৪০ টাকা
:. মুনাফা = (৮৮৪০ - ৬৫০০) টাকা = ২৩৪০ টাকা
৬৫০০ টাকার ৪ বছরের মুনাফা ২৩৪০ টাকা
:. ১ টাকার ৪ বছরের মুনাফা ২৩৪০৬৫০০ টাকা
:. ১০০ টাকার ৪ বছরের মুনাফা ২৩৪০×১০০৬৫০০ টাকা
৩৬ টাকা
:. ১০০ টাকা ৪ বছরের মুনাফা আসলে হয়
(১০০ + ৩৬) টাকা = ১৩৬ টাকা
মুনাফা-আসল ১৩৬ টাকা হলে আসল ১০০ টাকা
:. মুনাফা-আসল ১ টাকা হলে আসল ১০০১৩৬ টাকা
:. মুনাফা-আসল ১০২০০ টাকা হলে আসল ১০০×১০২০০১৩৬ টাকা
= ৭৫০০ টাকা
উত্তর: ৭৫০০ টাকা
EmoticonEmoticon