জে এস সি পরীক্ষা প্রস্তুতি ২০১৭- গনিত

মুনাফা - অনুশীলনী ২:১

প্রশ্নঃ ৪ ৬৫০০ টাকা যে হার মুনাফায় বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, ঐ একই হার মুনাফায় কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০২০০ টাকা হবে? 

সমাধান: প্রথম ক্ষেত্রে আসল = ৬৫০০ টাকা মুনাফা-আসল, A = ৮৮৪০ টাকা :. মুনাফা I = A - P = (৮৮৪০ - ৬৫০০) টাকা = ২৩৪০ টাকা সময় n = ৪ বছর মুনাফার হার, r = ? আমরা জানি, I = pm বা, r = Ipn অর্থাৎ, মুনাফার হার = মুনাফা/আসল× সময় মুনাফার হার = × = ০.০৯ = .×× =× = ৯% দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফার হার r = ৯% সময় n = ৪ বছর মুনাফা-আসল A = ১০২০০ টাকা মনে করি, আসল = p টাকা :. মুনাফা, I = A - P তাহলে, I = prn অর্থাৎ মুনাফা = আসল × মুনাফার হার × সময় :. A - P = P×r×n বা, ১০২০০ - P = P×%× বা, ১০২০০ = P××+P বা, ১০২০০ =P×+P বা, ১০২০০ = P×+ বা, ১০২০০ =P×+ বা, ১০২০০ = ×P বা, ×P=× বা, P = × :. P = ৭৫০০ :. নির্ণেয় আসল ৭৫০০ টাকা। উত্তর: ৭৫০০ টাকা। বিকল্প পদ্ধতি: এখানে আসল = ৬৫০০ টাকা মুনাফা-আসল = ৮৮৪০ টাকা :. মুনাফা = (৮৮৪০ - ৬৫০০) টাকা = ২৩৪০ টাকা ৬৫০০ টাকার ৪ বছরের মুনাফা ২৩৪০ টাকা :. ১ টাকার ৪ বছরের মুনাফা টাকা :. ১০০ টাকার ৪ বছরের মুনাফা × টাকা ৩৬ টাকা :. ১০০ টাকা ৪ বছরের মুনাফা আসলে হয় (১০০ + ৩৬) টাকা = ১৩৬ টাকা মুনাফা-আসল ১৩৬ টাকা হলে আসল ১০০ টাকা :. মুনাফা-আসল ১ টাকা হলে আসল টাকা :. মুনাফা-আসল ১০২০০ টাকা হলে আসল × টাকা = ৭৫০০ টাকা উত্তর: ৭৫০০ টাকা 

Share this

Related Posts

Previous
Next Post »