জে এস সি পরীক্ষা প্রস্তুতি ২০১৭- গনিত

মুনাফা - অনুশীলনী -২:১

প্রশ্ন:৯ রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 

সমাধান: মনে করি রিয়াজ সাহেব ব্যাংকে জমা রেখেছিলেন P টাকা। দেওয়া আছে, ব্যাংকের মুনাফার হার r = ৮.৫০% সময় n = ৪ বছর মুনাফা I = ৪৭৬০ টাকা আমরা জানি, I = Prn বা, P =Irn অর্থাৎ আসল মুনাফা/মুনাফার হার × সময় :. আসল =.%× টাকা = .× টাকা = . টাকা = ×. টাকা = ১৪০০০ টাকা :. ব্যাংকে জমা রেখেছিলেন ১৪০০০ টাকা উত্তর: ১৪০০০ টাকা 

Share this

Related Posts

Previous
Next Post »