প্রশ্ন:৪: বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫০ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার r = ১০.৫০%
আসল p = ২০০০ টাকা
সময় n = ৫ বছর
মুনাফা I = ?
আমরা জানি I = prn
অর্থাৎ মুনাফা = আসল× মুনাফার হার × সময়
=২০০০×১০.৫০১০০×৫ টাকা
= ১০৫০ টাকা
:. মুনাফার পরিমাণ ১০৫০ টাকা
উত্তর: ১০৫০ টাকা।
প্রশ্নঃ৫ বার্ষিক মুনাফার শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল p = ৩০০০ টাকা
সময় n = ৩ বছর
পূর্বের মুনাফার হার r = ১০%
পরবর্তী মুনাফার হার r1 = ৮%
আমরা জানি, I = prn
:. পূর্বের হারে মুনাফা = আসল × মুনাফার হার × সময়
=৩০০০×১০১০০×৩ টাকা
= ৯০০ টাকা
পরবর্তী হারে মুনাফা = আসল× মুনাফার × হার × সময়
=৩০০০×৮১০০×৩ টাকা
= ৭২০ টাকা
:. মুণাফার কম হবে (৯০০ - ৭২০) টাকা
= ১৮০ টাকা
উত্তর : ১৮০ টাকা।
প্রশ্নঃ৬ বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৩০০০ টাকা ৫ বছরের মুনাফা আসলে ১৮৮৫০ টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল p = ১৩০০০ টাকা
সময় n = ৫ বছর
মুনাফা-আসল A = ১৮৮৫০ টাকা
মুনাফা I = A - P
= (১৮৮৫০ - ১৩০০০) টাকা
= ৫৮৫০ টাকা
মুনাফার হার r = ?
আমরা জানি, I = prn
বা, r=Ipn
অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল সময়
:. মুনাফার হার =৫৮৫০১৩০০০×৫
= ০.০৯
=০.০৯×১০০×১১০০
=৯×১১০০
= ৯% [:. %=১১০০]
:. মুনাফার হার ৯%
উত্তর: ৯%
Question: ৭. বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
Answer মনে করি আসল p টাকা
:. ৮ বছরের মুনাফা-আসল A = ২p টাকা
:. ৮ বছরের মুনাফা I = (2p - p) টাকা = p টাকা
সময় n = ৮ বছর।
মুনাফার হার r = ?
আমরা জানি, I = prn
বা r, =Ipn
অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল সময়
:. মুনাফার হার =pp×8
=১৮
=১৮×১০০×১১০০
=২৫২×১১০০=১২১২%
:. মুনাফার হার ১২১২%
উত্তর: ১২১২%
প্রশ্নঃ১১ বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকায় ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকায় ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?
Answer সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার r =৬%=৬১০০
আসল P = 500 টাকা
সময় n = ৪ বছর
মুনাফা I = ?
আমরা জানি, I = Prn
অর্থাৎ মুনাফা = আসল × মুনাফার হার × সময়
:. মুনাফা =৫০০×৬১০০×৪ টাকা = ১২০ টাকা
দ্বিতীয় ক্ষেত্রে,
মুনাফা r = ১২০ টাকা
মুনাফার হার r = ৫%=৫১০০
সময় n = ২ বছর ৬ মাস =(২+৬১২) বছর
= (২+১২) বছর
= ৫২ বছর
মনে করি আসল P টাকা
আমরা জানি, I = prn
বা, P =Irn
অর্থা আসল = মুনাফা/মুনাফার হার × সময়
:. আসল = ১২০৫১০০×৫২ টাকা
= ১২০১৮ টাকা
=১২০×৮১ টাকা = ৯৬০ টাকা
:. নির্ণেয় আসল ৯৬০ টাকা
উত্তর: ৯৬০ টাকা
বিকল্প পদ্ধতি:
১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা
:. ১ টাকার ১ বছরের মুনাফা ৬১০০ টাকা
:. ৫০০ টাকার ৪ বছরের মুনাফা ৬×৫০০×৪১০০ টাকা
= ১২০ টাকা
২ বছর ৬ মাস =(২+৬১২) বছর
= (২+১২) বছর = ৫২ বছর
১০০ টাকার ১ বছরের মুনাফা ৫ টাকা
:. ১০০ টাকার৫২ বছরের মুনাফা ৫×৫২টাকা
= ২৫২ টাকা
মুনাফা ২৫২ টাকা হলে আসল ১০০ টাকা
:. মুনাফা ১ টাকা হলে আসল ১০০×২২৫ টাকা
:. মুনাফা ১২০ টাকা হলে আসল ১০০×২×১২০২৫ টাকা
= ৯৬০ টাকা
উত্তর: ৯৬০ টাকা
প্রশ্নঃ১২ বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
Answer সমাধান:
বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হলো
অর্থাৎ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেল (১০ - ৮) = ২%
মনে করি মূলধন P টাকা
দেওয়া আছে, মুনাফা I = ১২৮ টাকা
সময় n = ৪ বছর
মুনাফার হার বৃদ্ধি r = ২%=২১০০
আমরা জানি, I = prn
বা, P = Irn
অর্থাৎ মূলধন = মুনাফা/মুনাফা হার × সময়
:. মূলধন =১২৮২১০০×৪ টাকা
= ১২৮২২৫ টাকা
=১২৮×২৫২ টাকা = ১৬০০ টাকা
:. মূলধন ১৬০০ টাকা।
উত্তর: ১৬০০ টাকা
প্রশ্নঃ১৩ কোনো আসল ৩ বছরে মুনাফা-আসল ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর।
Answer সমাধান:
এখানে,
আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা
আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা
--------------------------------------
(বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা
২ বছরের মুনাফা ২৫২ টাকা
:.১ বছরের মুনাফা ২৫২২ টাকা
:. ৩ বছরের মুনাফা ২৫২×৩২ টাকা
= ৩৭৮ টাকা
:. আসল = মুনাফা-আসল-মুনাফা
= (১৫৭৮ - ৩৭৮) টাকা
= ১২০০ টাকা
আমরা জানি, I = prn
বা, r =Ipn
যেখানে, আসল P = ১২০০ টাকা
মুনাফা I = ৩৭৮ টাকা
সময় n = ৩ বছর
মুনাফার হার r = ?
:. মুনাফার হার = মুনাফা/আসল সময়
= ৩৭৮১২০০×৩
= ০.১০৫
= ০.১০৫×১০০×১১০০
=১০.৫১১০০
= ১০.৫%
:. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%
উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫%
বিকল্প পদ্ধতি:
আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা
আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা
---------------------------------------
(বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা
২ বছরের মুনাফা ২৫২ টাকা
:. ১ বছরের মুনাফা ২৫২২ টাকা
:. ৩ বছরের মুনাফা ২৫২×৩২ টাকা
= ৩৭৮ টাকা
:. আসল = মুনাফা-আসল-মুনাফা
= (১৫৭৮ - ৩৭৮) টাকা
= ১২০০ টাকা
১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩৭৮ টাকা
:. ১ টাকার ১ বছরের মুনাফা ৩৭৮১২০০×৩ টাকা
:. ১০০ টাকার ১ বছরের মুনাফা ৩৭৮×১০০১২০০×৩টাকা
= ১০.৫ টাকা
:. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%
উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫%।
প্রশ্নঃ১৪ বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়?
Answer সমাধান:
প্রথম ক্ষেত্রে
আমরা জানি, I = prn
অর্থাৎ মুনাফা = আসল× মুনাফার হার × সময়
:. ১০% হার মুনাফায় ৩০০০ টাকার ১ বছরের মুনাফা
= ৩০০০×১০%×১ টাকা
=৩০০০×১০১০০×১ টাকা
= ৩০০ টাকা
অনুরুপভাবে,
৮% হার মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা
= ২০০০×৮১০০×১ টাকা
= ১৬০ টাকা
:. মোট আসল P = (৩০০০ + ২০০০) টাকা
= ৫০০০ টাকা
:. মোট মুনাফা I = (৩০০ + ১৬০) টাকা
= ৪৬০ টাকা
সময় n = ১ বছর
গড় মুনাফার হার r = ?
আমরা জানি, I = prn
বা, r =Ipn
অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল × সময়
= ৪৬০৫০০০×১
= ০.০৯২
= ০.০৯২×১০০×১১০০
=৯.২×১১০০
= ৯.২%
:. মুনাফার হার ৯.২%
উত্তর: ৯.২%
প রড্রিক গোমেজ ৩ বছরের জন্য ১০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট ৯৯০০ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মুনাফার হার নির্ণয় কর।
Answer সমাধান:
মনে করি, উভয় ক্ষেত্রে মুনাফার হার r%
আমরা জানি, মুনাফা = আসল × মুনাফার হার × সময়
r% হারে
১০০০০ টাকার ৩ বছরের মুনাফা
= ১০০০০×r%×৩ টাকা
=১০০০০×r১০০×৩ টাকা
= ৩০০r টাকা
আবার, r% হারে
১৫০০০ টাকার ৪ বছরের মুনাফা
= ১৫০০০×r১০০×৪ টাকা
= ৬০০r টাকা
শর্তমতে, ৩০০ + ৬০০r = ৯৯০০
বা, ৯০০r = ৯৯০০
বা, r =৯৯০০৯০০
:. r = ১১
:. নির্ণেয় মুনাফার হার ১১%
উত্তর: ১১%