Posts

প্রশ্ন:৪: বার্ষিক শতকরা মুনাফার হার ১০.৫০ টাকা হলে, ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত হবে? 



সমাধান: দেওয়া আছে, মুনাফার হার r = ১০.৫০% আসল p = ২০০০ টাকা সময় n = ৫ বছর মুনাফা I = ? আমরা জানি I = prn অর্থাৎ মুনাফা = আসল× মুনাফার হার × সময় =×.× টাকা = ১০৫০ টাকা :. মুনাফার পরিমাণ ১০৫০ টাকা উত্তর: ১০৫০ টাকা। 

প্রশ্নঃ৫ বার্ষিক মুনাফার শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে ৩০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে? 

 সমাধান: দেওয়া আছে, আসল p = ৩০০০ টাকা সময় n = ৩ বছর পূর্বের মুনাফার হার r = ১০% পরবর্তী মুনাফার হার r1 = ৮% আমরা জানি, I = prn :. পূর্বের হারে মুনাফা = আসল × মুনাফার হার × সময় =×× টাকা = ৯০০ টাকা পরবর্তী হারে মুনাফা = আসল× মুনাফার × হার × সময় =×× টাকা = ৭২০ টাকা :. মুণাফার কম হবে (৯০০ - ৭২০) টাকা = ১৮০ টাকা উত্তর : ১৮০ টাকা। 

প্রশ্নঃ৬ বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৩০০০ টাকা ৫ বছরের মুনাফা আসলে ১৮৮৫০ টাকা হবে? 

সমাধান: দেওয়া আছে, আসল p = ১৩০০০ টাকা সময় n = ৫ বছর মুনাফা-আসল A = ১৮৮৫০ টাকা মুনাফা I = A - P = (১৮৮৫০ - ১৩০০০) টাকা = ৫৮৫০ টাকা মুনাফার হার r = ? আমরা জানি, I = prn বা, r=Ipn অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল সময় :. মুনাফার হার =× = ০.০৯ =.×× =× = ৯% [:. %=] :. মুনাফার হার ৯% উত্তর: ৯% 

Question: ৭. বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে? 

Answer মনে করি আসল p টাকা :. ৮ বছরের মুনাফা-আসল A = ২p টাকা :. ৮ বছরের মুনাফা I = (2p - p) টাকা = p টাকা সময় n = ৮ বছর। মুনাফার হার r = ? আমরা জানি, I = prn বা r, =Ipn অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল সময় :. মুনাফার হার =pp×8 = =×× =×=% :. মুনাফার হার % উত্তর: % 

প্রশ্নঃ১১ বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকায় ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকায় ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে? 

Answer সমাধান: দেওয়া আছে, মুনাফার হার r =%= আসল P = 500 টাকা সময় n = ৪ বছর মুনাফা I = ? আমরা জানি, I = Prn অর্থাৎ মুনাফা = আসল × মুনাফার হার × সময় :. মুনাফা =×× টাকা = ১২০ টাকা দ্বিতীয় ক্ষেত্রে, মুনাফা r = ১২০ টাকা মুনাফার হার r = %= সময় n = ২ বছর ৬ মাস =(+) বছর = (+) বছর = বছর মনে করি আসল P টাকা আমরা জানি, I = prn বা, P =Irn অর্থা আসল = মুনাফা/মুনাফার হার × সময় :. আসল = × টাকা = টাকা =× টাকা = ৯৬০ টাকা :. নির্ণেয় আসল ৯৬০ টাকা উত্তর: ৯৬০ টাকা বিকল্প পদ্ধতি: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা :. ১ টাকার ১ বছরের মুনাফা টাকা :. ৫০০ টাকার ৪ বছরের মুনাফা ×× টাকা = ১২০ টাকা ২ বছর ৬ মাস =(+) বছর = (+) বছর = বছর ১০০ টাকার ১ বছরের মুনাফা ৫ টাকা :. ১০০ টাকার বছরের মুনাফা ×টাকা = টাকা মুনাফা টাকা হলে আসল ১০০ টাকা :. মুনাফা ১ টাকা হলে আসল × টাকা :. মুনাফা ১২০ টাকা হলে আসল ×× টাকা = ৯৬০ টাকা উত্তর: ৯৬০ টাকা 

প্রশ্নঃ১২ বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? 

Answer সমাধান: বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হলো অর্থাৎ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেল (১০ - ৮) = ২% মনে করি মূলধন P টাকা দেওয়া আছে, মুনাফা I = ১২৮ টাকা সময় n = ৪ বছর মুনাফার হার বৃদ্ধি r = %= আমরা জানি, I = prn বা, P = Irn অর্থাৎ মূলধন = মুনাফা/মুনাফা হার × সময় :. মূলধন =× টাকা = টাকা =× টাকা = ১৬০০ টাকা :. মূলধন ১৬০০ টাকা। উত্তর: ১৬০০ টাকা 

প্রশ্নঃ১৩ কোনো আসল ৩ বছরে মুনাফা-আসল ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর। 

Answer সমাধান: এখানে, আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা -------------------------------------- (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা ২ বছরের মুনাফা ২৫২ টাকা :.১ বছরের মুনাফা টাকা :. ৩ বছরের মুনাফা × টাকা = ৩৭৮ টাকা :. আসল = মুনাফা-আসল-মুনাফা = (১৫৭৮ - ৩৭৮) টাকা = ১২০০ টাকা আমরা জানি, I = prn বা, r =Ipn যেখানে, আসল P = ১২০০ টাকা মুনাফা I = ৩৭৮ টাকা সময় n = ৩ বছর মুনাফার হার r = ? :. মুনাফার হার = মুনাফা/আসল সময় = × = ০.১০৫ = .×× =. = ১০.৫% :. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫% উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫% বিকল্প পদ্ধতি: আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা --------------------------------------- (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা ২ বছরের মুনাফা ২৫২ টাকা :. ১ বছরের মুনাফা টাকা :. ৩ বছরের মুনাফা × টাকা = ৩৭৮ টাকা :. আসল = মুনাফা-আসল-মুনাফা = (১৫৭৮ - ৩৭৮) টাকা = ১২০০ টাকা ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩৭৮ টাকা :. ১ টাকার ১ বছরের মুনাফা × টাকা :. ১০০ টাকার ১ বছরের মুনাফা ××টাকা = ১০.৫ টাকা :. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫% উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫%। 

প্রশ্নঃ১৪ বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়? 

Answer সমাধান: প্রথম ক্ষেত্রে আমরা জানি, I = prn অর্থাৎ মুনাফা = আসল× মুনাফার হার × সময় :. ১০% হার মুনাফায় ৩০০০ টাকার ১ বছরের মুনাফা = ×%× টাকা =×× টাকা = ৩০০ টাকা অনুরুপভাবে, ৮% হার মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা = ×× টাকা = ১৬০ টাকা :. মোট আসল P = (৩০০০ + ২০০০) টাকা = ৫০০০ টাকা :. মোট মুনাফা I = (৩০০ + ১৬০) টাকা = ৪৬০ টাকা সময় n = ১ বছর গড় মুনাফার হার r = ? আমরা জানি, I = prn বা, r =Ipn অর্থাৎ মুনাফার হার = মুনাফা/আসল × সময় = × = ০.০৯২ = .×× =.× = ৯.২% :. মুনাফার হার ৯.২% উত্তর: ৯.২% 

রড্রিক গোমেজ ৩ বছরের জন্য ১০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট ৯৯০০ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মুনাফার হার নির্ণয় কর। 

Answer সমাধান: মনে করি, উভয় ক্ষেত্রে মুনাফার হার r% আমরা জানি, মুনাফা = আসল × মুনাফার হার × সময় r% হারে ১০০০০ টাকার ৩ বছরের মুনাফা = ×r%× টাকা =×r× টাকা = ৩০০r টাকা আবার, r% হারে ১৫০০০ টাকার ৪ বছরের মুনাফা = ×r× টাকা = ৬০০r টাকা শর্তমতে, ৩০০ + ৬০০r = ৯৯০০ বা, ৯০০r = ৯৯০০ বা, r = :. r = ১১ :. নির্ণেয় মুনাফার হার ১১% উত্তর: ১১% 

Labels :

Post a Comment