Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Learn More

জে এস সি পরীক্ষার্থীদের গণিত - মুনাফা

1 min read

অনুশীলনী 2:1 প্রশ্ন: ১ একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত? 

সমাধানঃ খুচরা বিক্রেতার লাভ হয় ২০%। খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা। খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০১২০ টাকা খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ৫৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৫৭৮১২০ টাকা = ৪৮০ টাকা :. পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য :. পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ৪৮০ আবার, পাইকারী বিক্রেতার লাভ হয় ২০%। ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা। পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = টাকা পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৪৮০১২০ টাকা = ৪০০ টাকা পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা। উত্তরঃ ৪০০ টাকা। 

Labels : #JSC-Math ,

Post a Comment